কেমন কাটতে পারে আপনার আজকের দিনটি? পড়ুন আজকের রাশিফল(Horoscope) ১৮ই মে ২০২৫।

মেষ : আজ অনেক সমস্যার সমাধান হবে, যা আপনাকে এতদিন ধরে ভাবাচ্ছিল। সামাজিক চিন্তা আপনাকে বিব্রত করতে পারে। ভাল কাজ করলে পদোন্নতির সম্ভাবনা।
বৃষ : প্রতিবেশীদের হিংসার জন্য কোনও কাজে বাধা আসতে পারে। প্রতিযোগিতামূলক কাজে এগিয়ে যেতে পারেন। পারিবারিক বিষয়ে বেশি না থাকাই ভাল হবে। সন্তানদের নিয়ে একটু চিন্তা থাকবে। কোনও পুরনো পাওনা আদায় করতে গিয়ে নাজেহাল হতে পারে।
মিথুন : জমি বেচা কেনার বিষয়ে পরিকল্পনা করতে পারেন। শরীরের সমস্যায় ভুগতে পারেন। ফিরে পেতে পারেন বহুদিনের প্রাপ্য টাকা।
কর্কট : আপনাকে ভীষণ ভাবে ঠকাতে হতে পারে। সহকর্মীর সাহায্যে কর্মে সাফল্য পাবেন। অতিরিক্ত খরচে সংসারে অশান্তির সৃষ্টি হতে পারে। গুরু জনদের কথায় মনোযোগ দিন। সকালের দিকে অহেতুক অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন আজ। কাজের চাপ বাড়তে পারে।
সিংহ : আজ জবার দেওয়ার সময়। যাঁরা বলেছিন, আপনার দ্বারা কিছু হবে না, তাঁদের দেখিয়ে দিন। নিজের ভাল কাজ দিয়ে উন্নতির সুযোগ অপেক্ষমান।
কন্যা : সন্দেহের বীজ মনে স্থান পেতে দেবেন না। কঠিন কাজও সিনিয়রদের সহায়তায় শেষ করতে পারবেন। খুচরো ব্যবসায়ীরা নিজের সুনাম ধরে রাখতে সচেষ্ট হোন।
তুলা : আপনার নরম ব্যবহার সম্পর্ক সুন্দর রাখবে। অফিসের বহু দিনের জমিয়ে রাখা কাজ শেষ হতে পারে। মহিলা সহকর্মীর সাহায্য পেতে পারেন।
বৃশ্চিক : আজ বড়সড় আর্থিক লেনদেন আপনাকে লাভের মুখ দেখাতে পারে। চাকুরীরতাদের জন্য সুখবর, আজ কাজের চাপ হালকা থাকতে পারে। ব্যবসার নতুন আইডিয়া আসতে পারে। আগামী দিনে কাজে লাগবে।
ধনু : কোনও কিছু কেনার জন্য স্ত্রীর সঙ্গে আলোচনা হতে পারে। শত্রুর সঙ্গে আপস করতে হতে পারে। শারীরিক দুর্বলতা আসতে পারে। শিক্ষায় সাফল্য বাড়বে। সামাজিক কাজের জন্য চাপ বাড়তে পারে। উত্তেজনার জন্য বিপদ আসতে পারে।
মকর : স্ত্রীর জন্য খরচ বাড়তে পারে। সন্তানের জন্য সুনাম হবে। আজ মানসিক শান্তি বাড়বে। ঘরে, বাইরে দুই জায়গাতেই পরিবেশ আপনার সঙ্গে থাকবে। ব্যবসায় বিবাদের আশঙ্কা।কর্মস্থানে মনোমালিন্যের সৃষ্টি হতে পারে। পারিবারিক শান্তি বজায় থাকবে।
কুম্ভ : আজ উচ্চপদস্থ কোনও ব্যক্তির জন্য গুরুত্বপূর্ণ কাজ উদ্ধার হতে পারে। প্রেমে কারও কাছে অপমানিত হতে পারেন।গান বাজনার জন্য খরচ বাড়তে পারে।
মীন : আজ উচ্চশিক্ষার যে কোনও কাজ সফল হবে। বন্ধুর জন্য কর্মে জটিলতা কেটে যেতে পারে। আইন সংক্রান্ত কোনও বিষয়ে জড়িয়ে পড়তে পারেন। খেলাধূলায় সুনাম করার সুযোগ আছে ব্যবসা বা অফিসে।
বিঃদ্রঃ মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। মানুষের ভাগ্য বদলানর বিষয়টি মানুষের নিজের উপর নির্ভর করে, রাশিফলের উপর নয়। তাই আপনার দৈনন্দিন জীবনের জন্য একটি গাইড হিসাবে রাশিফলের উপর আঁকড়ে থাকা নিজের প্রতি ন্যায়সঙ্গত নয়। রাশিফলকে বিশ্বাস-অবিশ্বাস করা আপনার ব্যাপার। এর দায় GNE বাংলার নয়।