Horoscope: আজকের রাশিফল ১৮/৩/২০২৫

Published On:

কেমন কাটতে পারে আপনার আজকের দিনটি? পড়ুন আজকের রাশিফল(Horoscope) ১৮ই মার্চ ২০২৫।
মেষ/ Aries রাশিফল Rashifal : প্রিয়জনের শারীরিক উন্নতির খবর পেতে পারেন। মিষ্টি ব্যবহারে মানুষের মন জয়। ঋণ সংক্রান্ত কাজ হয়ে যেতে পারে। আজ রাস্তায় বাড়তি সতর্কতা প্রয়োজন, বিপদের আশঙ্কা রয়েছে। নতুন কাজের যোগাযোগ বা বাড়তি উপার্জন হওয়ার শুভ সময়।

বৃষ/ Taurus রাশিফল Rashifal : প্রতিভার জোরে কাজে সফলতা পাবেন। আপনার সাফল্যে পরিবার ও কর্মক্ষেত্রে খুশির ছোঁয়া লাগতে পারে। কঠিন কাজ সামলাতে হতে পারে। প্রেমযোগ আছে। জাতিকারা কর্মক্ষেত্রে সততার জন্য প্রশংসিত হবেন। কোমর ও হাঁটুর ব্যথায় কষ্ট পেতে পারেন।

মিথুন/ Gemini রাশিফল Rashifal : পৈতৃক সম্পত্তি নিয়ে ভাই-বোনদের সঙ্গে অশান্তি। আইনি ব্যপারে সুব্যবস্থা।উচ্চপদস্থ ব্যক্তির কাছে অপমানিত হতে পারেন। রাজনীতিবিদদের জন্য সময়টা খুব অনুকূল। কর্মচারীর জন্য ব্যবসায় লাভ হতে পারে। কোথাও ভ্রমণের জন্য দিনটি শুভ নয়।

কর্কট/ Cancer রাশিফল Rashifal : আজকের দিনে বুদ্ধির ব্যবহারে কঠিন পরিস্থিতিকে সামল দিতে পারবেন। নতুন উদ্যমে কাজ করার প্রবণতা আপনাকে উন্নতির দিকে নিয়ে যাবে। প্রেমযোগ আছে। জাতিকাদের ক্ষেত্রে অর্থযোগ দুর্বল হলেও শুভ সংবাদ পাবেন।

সিংহ/ Leo রাশিফল Rashifal : আজ ব্যবসায় অতিরিক্ত পরিশ্রমেও কোনও লাভ হবে না। আপনার সঙ্গে আলোচনায় মানুষ শান্তি পাবে। খুব ভাল একটা যোগাযোগ আপনার জন্য অপেক্ষা করছে। সন্তানদের সঙ্গে মিশে যেতে হবে। আজ কোনও গুজবে কান দিয়ে মাথা গরম করবেন না। অল্পে সন্তুষ্ট থাকার চেষ্টাই আপনাকে এগিয়ে নিয়ে যাবে।

কন্যা/ Virgo রাশিফল Rashifa : আজ আপনার জন্য কোন সুখবর অপেক্ষা করছে। প্রেমিকাদের জন্য দিনটি শুভ। দিনশেষে প্রেমিক যুগল ভ্রমনে যেতে পারেন। প্রেমযোগ আছে। জাতিকাদের ক্ষেত্রে উদ্দেশ্যে সফল হওয়ার যোগ দেখা যাচ্ছে।

তুলা/ Libra রাশিফল Rashifal : সংসারে মনোমালিন্য সৃষ্টি হতে পারে। মালিকের সঙ্গে বিবাদের সম্ভাবনা।আজ আপনি সহজেই শত্রুপক্ষকে চিনে নিতে সক্ষম হবেন। আজ সারাদিন আলস্যে কাটবে এবং ব্যবসায় ক্ষতি হবে। বাড়ির পরিবেশ কিছুটা অনুকূল থাকবে। ভাই-বোনদের সঙ্গে ঝগড়া। আজ কোথাও ভ্রমণের জন্য মন খুব ব্যাকুল হতে পারে।

বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal : আপনি কোন ভূল তথ্যোর ওপর নির্ভর করে সিদ্ধান্ত নিতে পারেন। ব্যাবসায় নেতিবাচক সিদ্ধান্তর প্রভাব পড়তে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি শুভ। দুর কোথাও থেকে বেড়িয়ে আসতে পারেন। পারিবারিক বিরোধ এড়িয়ে চলুন। নিকট জনের সিদ্ধান্তর বিরোধিতা না করাই ভাল হবে।

ধনু/ Sagitarious রাশিফল Rashifal : কোনও বিষয়ে ধননাশ হতে পারে। সম্পত্তি থেকে বিতাড়িত হওয়ার যোগ দেখা যাচ্ছে। বাড়তি বিনিয়োগ না করাই ভাল হবে। বেশি কথায় অশান্তি। ব্যবসায় মনোবল থাকলে বাধা কাটবে।আজ সকালের দিকে শরীরে কোনও কষ্ট বাড়তে পারে।

মকর/ Capricorn রাশিফল Rashifal : আজ আপনি প্রেম নিয়ে চিন্তায় থাকতে পারেন। প্রিয়জনের ছোট ভূল বড় মনে না করাই আপনার জন্য উচিৎ। পুরানো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে।

কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal : পরিবারের গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান হতে পারে। দিনটা সব দিক থেকে আপনার অনুকূল থাকবে। সকলের সঙ্গে কথা খুব বুঝে বলবেন। সন্তানদের নিয়ে সংসারে কলহ সৃষ্টি হতে পারে ।

মীন/ Pisces রাশিফল Rashifal : কর্মক্ষেত্রে সফল হবেন। সন্তানের স্বাস্থ্য উদ্বেগের কারণ হতে পারে। জাতিকারা নিজেদের অভিজ্ঞতার মাধ্যমে পারিবারের সমস্যার সমাধান করতে পারেন। শারীরিক সমস্যা দেখা দিতে পারে।

বিঃদ্রঃ মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। মানুষের ভাগ্য বদলানর বিষয়টি মানুষের নিজের উপর নির্ভর করে, রাশিফলের উপর নয়। তাই আপনার দৈনন্দিন জীবনের জন্য একটি গাইড হিসাবে রাশিফলের উপর আঁকড়ে থাকা নিজের প্রতি ন্যায়সঙ্গত নয়। রাশিফলকে বিশ্বাস-অবিশ্বাস করা আপনার ব্যাপার। এর দায় GNE বাংলার নয়।