Horoscope: আজকের রাশিফল ১৭/৩/২০২৫

Published On:

কেমন কাটতে পারে আপনার আজকের দিনটি? পড়ুন আজকের রাশিফল(Horoscope) ১৭ই মার্চ ২০২৫।
মেষ/ Aries রাশিফল Rashifal : আপনার পরিশ্রমী মনোভাব ও আত্মবিশ্বাস দ্বারা ব‌্যবসায় উন্নতি ঘটাতে পারবেন। পাড়া-প্রতিবেশিদের সঙ্গে সদ্ভাব বজায় রাখুন। অযথা তাদের সঙ্গে বাক‌বিতণ্ডায় জড়িয়ে পড়বেন না। দিনের শেষে হঠাৎ প্রাপ্তিযোগ হতে পারে।

বৃষ/ Taurus রাশিফল Rashifal : কাজের ক্ষেত্রে খুব ভাল সময়। বাড়িতে কোনও আতিথির জন্য খরচ বাড়তে পারে। ঠাকুরের কাজের জন্য আনন্দ পাবেন। সবার সঙ্গে একটু বুঝে কথা বলুন, কোনও বিবাদ এই সপ্তাহে একটু চিন্তার কারণ হতে পারে। প্রেমের ব্যাপারে নিঃসঙ্গতা আসতে পারে। ঋণ শোধ নিয়ে চিন্তা থাকতে পারে।

মিথুন/ Gemini রাশিফল Rashifal : কর্মক্ষেত্রে সামান‌্য বাধাবিঘ্ন সৃষ্টি হলেও কর্মক্ষেত্র পরিবর্তনের চিন্তা থেকে দূরে থাকুন। বিকল্প পথে অর্থোপার্জনের সম্ভাবনা লক্ষ‌্য করা যায়। ব‌্যবসায়ীদের সপ্তাহটি মোটামুটি ভালই চলবে। অবিবাহিতদের বিবাহযোগ বিদ‌্যমান। পেশাদারী কর্মের সঙ্গে যুক্ত ব‌্যক্তিরা সপ্তাহের শেষান্তে অধিক উপার্জনের রাস্তা দেখতে পাবেন। এইসময় সর্দ্দিকাশি, জ্বর ইত‌্যাদি রোগ থেকে নিজেকে ও নিজের পরিবারকে দূরে রাখুন।

কর্কট/ Cancer রাশিফল Rashifal : স্ত্রীর সঙ্গে কোনও আলোচনায় সমস্যার সমাধান হতে পারে। হঠাৎ চাকরির যোগাযোগ আসতে পারে। ব্যবসায় গুরু জনদের পরামর্শে অগ্রগতির আশা রাখতে পারেন। নিজের কৌশল প্রয়োগ করে কর্মস্থানে উন্নতি।

সিংহ/ Leo রাশিফল Rashifal : বাবা মায়ের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। সন্তানদের অন‌্যায় আচরণকে বরদাস্ত করবেন না। তাদের বকাবকি না করে আলোচনার মাধ‌্যমে সুপথে ফিরিয়ে আনার চেষ্টা করুন।

কন্যা/ Virgo রাশিফল Rashifa : শরীর নিয়ে চাপের জন্য কাজের ক্ষতি হতে পারে। সপ্তাহের প্রথম দিকে শত্রুর জন্য বাড়িতে অশান্তি বাড়বে। প্রিয় জনের বাজে ব্যবহারের জন্য মানসিক কষ্ট। বাড়তি আয় করতে গিয়ে বিপদ হতে পারে।

তুলা/ Libra রাশিফল Rashifal : ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক থাকলেও তৃতীয় ব‌্যক্তির প্ররোচনায় কোনওরকম হঠকারী সিদ্ধান্ত নেবেন না। পৈতৃক সম্পত্তি নিয়ে নিকট আত্মীয়দের সঙ্গে মামলা-মোকদ্দমা এড়িয়ে চলুন। নতুন ব‌্যবসা শুরু করার আগে বা অর্থ বিনিয়োগের আগে ভালভাবে যাচাই করে নেবেন। কর্মক্ষেত্রে মানসিক চাপ উদ্বেগের কারণ হতে পারে।

বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal : সংসারে নতুন কেউ আসায় দায়িত্ব বাড়বে। প্রতিবেশীকে মানিয়ে নিয়ে না চললে বিপদ। মাঙ্গলিক কাজের জন্য খরচ হতে পারে। প্রচুর পরিশ্রম করা সত্ত্বেও সঞ্চয় খুব একটা হবে না।

ধনু/ Sagitarious রাশিফল Rashifal : গতানুগতিক ভাবে চলবে। কর্মক্ষেত্রে গোপন শত্রু বার বার বাধা সৃষ্টি করলেও নিজের কর্মদক্ষতায় কাটিয়ে উঠতে পারবেন। অংশীদারী ব‌্যবসায় মনোমালিন্যের সৃষ্টি হলেও কথাবার্তার মাধ‌্যমে বিবাদ মিটিয়ে ফেলুন নইলে ব‌্যবসার ক্ষতি হতে পারে। সংসারে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে স্ত্রীর পরামর্শ নেবেন।

মকর/ Capricorn রাশিফল Rashifal : নতুন কোনও কাজের যোগাযোগ আসতে পারে। অনেক দিনের কোনও আশা পূর্ণ হতে পারে। গবেষণায় সাফল্য লাভ। প্রেমের ব্যাপারে জটিলতা আসতে পারে। শরীরে সমস্যার জন্য ভ্রমণ বানচাল হতে পারে।

কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal : একাধিক উপায়ে উপার্জনের প্রচেষ্টা সফল হতে পারে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মতবিরোধ মিটে যেতে পারে। তবে কতিপয় সহকর্মীদের থেকে সাবধানে থাকুন। সন্তানদের অন‌্যায় আবদার মেনে নেবেন না। পাড়া-পড়শিদের সঙ্গে সদ্ভাব গড়ে তুলুন।

মীন/ Pisces রাশিফল Rashifal : প্রেমে ঝগড়া মিটে যাবে। কর্মক্ষেত্রে বুদ্ধির ভুলে ক্ষতির আশঙ্কা। গুরু জনদের সঙ্গে দুর্ব্যবহারে মানসিক অশান্তি। আইন সংক্রান্ত ঝামেলা থেকে মুক্তি। বাবার জন্য কিছু করতে পেরে মানসিক শান্তি।

বিঃদ্রঃ মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। মানুষের ভাগ্য বদলানর বিষয়টি মানুষের নিজের উপর নির্ভর করে, রাশিফলের উপর নয়। তাই আপনার দৈনন্দিন জীবনের জন্য একটি গাইড হিসাবে রাশিফলের উপর আঁকড়ে থাকা নিজের প্রতি ন্যায়সঙ্গত নয়। রাশিফলকে বিশ্বাস-অবিশ্বাস করা আপনার ব্যাপার। এর দায় GNE বাংলার নয়।