Horoscope: আজকের রাশিফল ১৭/২/২০২৫

Published On:

কেমন কাটতে পারে আপনার আজকের দিনটি? পড়ুন আজকের রাশিফল(Horoscope) ১৭ই ফেব্রুয়ারি ২০২৫।
মেষ/ Aries রাশিফল Rashifal : আজ যাঁদের ওপর সবচেয়ে বেশি নির্ভর করেন, হতে পারে যে কোনও কারণে তাঁদের কাছ থেকে পর্যাপ্ত সহযোগ নাও পেতে পারেন। অফিসে অন্যেক কাজের দায়িত্বও নিতে হতে পারে। তেলের ব্যবসায়ীদের সতর্ক থাকতে হবে। কারণ, কোনও ছোট ভুল বড় হয়ে উঠতে পারে। স্বাস্থ্য নিয়ে সচেতন থাকতে হবে। শুভ সংবাদ পেতে পারেন। জীবনসঙ্গীর স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকবে।

বৃষ/ Taurus রাশিফল Rashifal : আজ দিনটি একটু সমস্যার ভিতর দিয়ে কাটতে পারে। কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পাওয়ার জন্য সংসারে অবহেলা বা অশান্তি হতে পারে। প্রাথমিক স্তরের বিদ্যার্থীদের ক্ষেত্রে দিনটি খুব শুভ। আজ বন্ধু বিচ্ছেদ ঘটতে পারে।মানসিক উত্তেজনা বাড়তে পারে। ব্যবসায় চাপ ও খরচ বাড়তে পারে।

মিথুন/ Gemini রাশিফল Rashifal : আজকের দিন শত্রুদের প্রতি তীক্ষ্ণ নজর রাখতে হবে। যদিও, তা নিয়ে ঘাবড়ানোক কিছু নেই। অফিসে নেতৃত্বগুণের প্রশংসা পাবেন। প্রকাশ্যে প্রশংসা করতে পারেন উর্দ্ধতন আধিকারিক। কান সংক্রান্ত রোগ অবহেলা করবেন না। চিকিত্সকের সঙ্গে যোগাযোগ করতে হবে। মামার বাড়ির দিক থেকে ধর্মীয় অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ আসতে পারে।

কর্কট/ Cancer রাশিফল Rashifal : নিজের প্রতিভা ফুটিয়ে তোলার আজ বিশেষ দিন। কোনও কিছুতে ভয় আপনার বুদ্ধি নষ্ট করতে পারে। আবেগের বশে কোনও কাজ করলে বিপদ হতে পারে।

সিংহ/ Leo রাশিফল Rashifal : গুরুত্বপূর্ণ নথি যত্নে রাখুন। ডেটা সেভিং নিয়েও সতর্ক থাকুন। লেখকদের পক্ষে সময় ভালো, লেখন শৈলীর প্রতি মনোযোগ দিতে হবে। চাকরিজীবীদের কাজে সমস্ত চ্যালেঞ্জ গ্রহণ করে সমস্ত পরীক্ষায় অবতীর্ণ হতে হবে। হোটেল ও রেস্তোঁরা ব্যবসায়ীরা লোকসানের সম্মুখীন হতে পারেন। মিষ্টি জিনিস খাওয়া এড়িয়ে চলতে হবে, বিশেষ করে, যাঁদের রক্তে শর্করার মতো সমস্যা রয়েছে। সতর্কতার সঙ্গে যানবাহন চালাতে হবে। নির্ভরযোগ্য বন্ধুর সাহায্য মিলবে। তাঁর কাছে বলতে পারেন মনের কথা।

কন্যা/ Virgo রাশিফল Rashifa : ভাল করে না ভেবে উপার্জনের রাস্তায় পা না দেওয়াই ভাল। অতিরিক্ত পরিশ্রমে শারীরিক দুর্বলতা। মাত্রাছাড়া রাগ আপনার ক্ষতি ডেকে আনতে পারে। ঋণ ফেরত পাবেন, কিন্তু তার জন্য বেগ পেতে হবে।

তুলা/ Libra রাশিফল Rashifal : থমকে থাকা কাজ নতুন করে শুরু করলে সাফল্য আসতে পারে। বেসরকারি ক্ষেত্রে সঙ্গে যুক্তদের কাজের চাপ বেশি থাকবে। শিক্ষা ও সরকারি বিভাগের সঙ্গে যুক্তদের পক্ষে আজকের দিন লাভজনক। ব্যবসায়িক শরিকের সঙ্গে সমন্বয় রেখে দক্ষতার সঙ্গে কাজ করতে হবে। দেখতে হবে, পরস্পরের মধ্যে কোনও বিষয় যেন গোপন না থাকে।চিকিত্সকদের পরামর্শ অনুসারে ওষুধ খান। কোনও নতুন সম্পর্কে যুক্ত হলে, তাঁকে সময় দিন।

আরও পড়ুনঃ রবিবারের রাশিফল ১৬/২/২০২৫

বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal : আজ দিনটা সব দিক থেকে আপনার অনুকূল থাকবে। সকলের সঙ্গে খুব বুঝে কথা বলবেন। সন্তানদের নিয়ে সংসারে অশান্তির সৃষ্টি হতে পারে। কোনও সমস্যায় পড়তে পারেন।

ধনু/ Sagitarious রাশিফল Rashifal : আজকের দিন সামাজিক দায়িত্ব পালনের চেষ্টা করতে হবে, যা আপনার মান-সম্মান ও যশ বৃদ্ধি করতে পারে। অফিসের পরিস্থিতি সম্পর্কে নিজস্ব টিমকে প্রসন্ন রেখে লক্ষ্যে পৌঁছতে হবে। ব্যবসায়ীদের লেনদেনে সতর্ক থাকতে হবে। চোখের রোগ সম্পর্কে সচেতন থাকতে হবে।যাঁদের সম্প্রতি চোখের অস্ত্রোপচার হয়েছে, তাঁদের বেশি করে সতর্ক থাকতে হবে। মঙ্গলজনক কাজকর্মে যোগ দিতে পারেন।

মকর/ Capricorn রাশিফল Rashifal : প্রিয় বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। খাদ্যের প্রতি লোভ সামলাতে না পারলে ক্ষতি। আজ কোথাও ভ্রমণের জন্য মন খুব ব্যাকুল হবে। ধননাশ হতে পারে। বাড়তি বিনিয়োগ না করাই ভাল হবে। বেশি কথায় অশান্তির আশঙ্কা।

কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal : আজকের দিন মানসিক চাপ কিছুটা বেশি থাকতে পারে। এ কথা মাথায় রেখে শান্ত থাকতে হবে। মনকে শান্ত রাখতে ধ্যান সহায়ক হবে। অফিসের কাজে পরিস্থিতি শুধরোতে পারে। পরিস্থিতি জাতকের অনুকূল। সহকর্মীদের কাছ থেকে অপ্রত্যাশিত সহযোগিতার প্রাপ্তিযোগ রয়েছে। ব্যবসায় কাঙ্খিত লাভ হতে পারে, এ জন্য প্রচেষ্টায় খামতি দেওয়া যাবে না। স্বাস্থ্য সম্পর্কে সমস্যা থেকে সতর্ক থাকুন। এজন্য সঠিকভাবে খাওয়া-দাওয়া করতে হবে। ছোট ছোট কথা নিয়ে অন্যদের সঙ্গে বিবাদ এড়িয়ে চলতে হবে।

মীন/ Pisces রাশিফল Rashifal : নতুন কিছু করার ইচ্ছা মনে কাজ করবে। নিজের সম্পত্তি থেকে কিছু অংশ ছাড়তে হতে পারে। আজ অপরের জন্য কোনও কাজ করে আনন্দ পাবেন।আজ কর্মক্ষেত্রে আপনি মিশ্র ফল পাবেন। নতুন কিছু করার ইচ্ছা মনে কাজ করবে। আজ অপরের জন্য কোনও কাজ করে আনন্দ পাবেন।

বিঃদ্রঃ মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। মানুষের ভাগ্য বদলানর বিষয়টি মানুষের নিজের উপর নির্ভর করে, রাশিফলের উপর নয়। তাই আপনার দৈনন্দিন জীবনের জন্য একটি গাইড হিসাবে রাশিফলের উপর আঁকড়ে থাকা নিজের প্রতি ন্যায়সঙ্গত নয়। রাশিফলকে বিশ্বাস-অবিশ্বাস করা আপনার ব্যাপার। এর দায় GNE বাংলার নয়।