কেমন কাটতে পারে আপনার আজকের দিনটি? পড়ুন আজকের রাশিফল(Horoscope) ১৭ই জানুয়ারি ২০২৫।
মেষ/ Aries রাশিফল Rashifal : একটা সুন্দর রোম্যান্টিক সময়ের মধ্যে দিয়ে যাবেন আপনি। আপনার পরিবারের ছোটো সদস্যদের সঙ্গে আপনার সম্পর্কের উন্নতি হবে। সাংস্কৃতিক ক্ষেত্রে অনেকটা সময় কাটবে। তবে সামাজিক ক্ষেত্রে কিছু বাধা আসতে পারে। শত্রুরা চক্রান্তে জিততে পারবে না। সন্তানের ভবিষ্যৎ নিয়ে গভীর আলোচনা।
বৃষ/ Taurus রাশিফল Rashifal : আজকের দিনে নিজের জন্য কিছুটা সময় পাবেন। বন্ধুদের সাহায্যে ভালোবাসার মানুষের দেখা পাবেন। ফাঁকা সময়ে বই পরতে পারেন, কিংবা গান শুনতে পারেন। পরিবারের বয়স্ক ব্যক্তির শারীরিক সমস্যা চিন্তার কারণ হয়ে দাঁড়াবে।
মিথুন/ Gemini রাশিফল Rashifal : নতুন করে সবটা শুরু করার এটাই সুবর্ণ সুযোগ, এবং সামাজিক যত অবহেলা আপনার রয়েছে তাও কেটে যেতে পারে। তবে আপনার সমস্ত প্রশ্নের উত্তর রয়েছে অন্য কারও হাতে। নিজের ভুল কাজের জন্য বিপদ বাড়তে পারে। আজ পরিবারে কারও সঙ্গে আপনার বিবাদ বাড়তে পারে। আজ সারাদিন ব্যয়ের পরিমাণ নিয়ে চিন্তা।
কর্কট/ Cancer রাশিফল Rashifal : পুরনো ঝগড়া আজকেই মিটিয়ে নিন, নাহলে কালকে অনেক দেরী হয়ে যাবে। সন্ধ্যার সময় ভালোবাসার মানুষের সঙ্গে সিনেমা যেতে পারেন। কাজের জায়গায় সমালোচনা বন্ধ করুন। দিনের শেষভাগে আর্থিক উপার্জনের যোগ রয়েছে।
সিংহ/ Leo রাশিফল Rashifal : সময়ের পরিবর্তন হবে এবার। শুধু বর্তমান পরিস্থিতিটি মেনে নিতে হবে। প্রিয়জনের কাছ থেকে যথেষ্ট স্নেহ পেতে পারেন। দাঁতের যন্ত্রণার জন্য কাজে মন বসবে না। বাজে ব্যবহারের জন্য বদনাম হতে পারে। নীতির দিক দিয়ে কোনও কিছু ভুল হতে পারে। ব্যবসায় চাপ বৃদ্ধি।
কন্যা/ Virgo রাশিফল Rashifa : বন্ধু এবং আত্মীয়রা আপনার বাড়িতে অনুষ্ঠানে অংশ নেবে। আজকের দিনে আপনি আরাম করতে পারবেন। আজকের দিনে অতীতের কারো সঙ্গে দেখা হতে পারে। শুধু বসে না থেকে আর্থিক উপার্জনের পথ খুঁজুন।
আরও পড়ুনঃ দোষ ডাক্তারদের! সুপার সহ ১২ জন চিকিৎসক সাসপেন্ড মেদিনীপুর মেডিক্যালে
তুলা/ Libra রাশিফল Rashifal : অনেক ক্ষেত্রেই আপনি অতীতের ঘটনাতেই আটকে রয়েছেন। এবার সেসব ভুলে ভবিষ্যতের পরিকল্পনা করুন। আসলে আপনি আপনার শুরুর সময়টা ভুলতে ভয় পাচ্ছেন। প্রয়োজনে তাঁদের সঙ্গে থাকুন যাঁরা স্বাভাবিকের তুলনায় তাঁদের কাজে একটু বেশি দৃঢ়সংকল্প। ঠাকুরের কাজের জন্য দান করে আনন্দ। উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে তর্ক বাধার জন্য মানসিক যন্ত্রণা। ব্যবসায় মহাজনের সঙ্গে বিবাদ হতে পারে।
বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal : দিনের শুরুটা খারাপ হলেও শেষটা ভালো হবে। কোনও সুস্থ ব্যক্তিকে সাহায্য করুন। আজ এই রাশির ব্যক্তিরা তাদের ভালোবাসার মানুষের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। আর্থিক বিনিয়োগের স্কিমে টাকা রাখার আগে ভেবে নেবেন।
ধনু/ Sagitarious রাশিফল Rashifal : আপনার উন্মুক্ত স্বভাবের জন্য ঘনিষ্ঠ মহলে আপনার স্থান আরও ভাল হবে। আপনার গুরুত্ব বাড়বে। আপনার নিকটজনদের সঙ্গে আপনার প্ল্যান শেয়ার করার পরেই বুঝতে পারবেন আদৌ আপনার কার্যসিদ্ধি হবে কিনা। এরমধ্যে কোনও বিশেষ কাজ করার থাকলে তা আপাতত স্থগিত রাখুন।
মকর/ Capricorn রাশিফল Rashifal : বন্ধুর অনুপস্থিতিতে, তাঁকে ভীষণ মিস করবেন। অজানা উৎস থেকে আর্থিক উপার্জনের সুযোগ রয়েছে। হটকারিতায় নেওয়া সিদ্ধান্ত পরে খারাপ লাগতে পারে। সামাজিক কাজে অর্থ দান করুন।
কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal : অর্থ উপার্জন হওয়ার সম্ভবনা রয়েছে। পাশাপাশি ভবিষ্যত সমৃদ্ধির পরিকল্পনার সময় এসে গিয়েছে। আপনার কুমন্তব্যে সংসারে অশান্তির যোগ। কর্মস্থানে গুরুগম্ভীর কোনও দায়িত্ব পালন করতে হতে পারে। আধ্যাত্মিক কাজে মনে শান্তি। সন্তানদের সঙ্গে আজ খুব ধৈর্য ধরে কথা বলুন। অতিরিক্ত উদারতা আজ আপনাকে বিপদে ফেলতে পারে।
মীন/ Pisces রাশিফল Rashifal : ভালোবাসার সঙ্গে কাটানো রোম্যান্টিক দিনগুলো ফিরে পাবেন। দিনের শেষভাগে আর্থিক উপার্জনের যোগ রয়েছে। আজকের দিনে কাছের মানুষ আপনাকে ধূমপান ছাড়তে অনুরোধ করবেন। নতুন প্রকল্প শুরুর জন্য ভালো দিন।
বিঃদ্রঃ মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। মানুষের ভাগ্য বদলানর বিষয়টি মানুষের নিজের উপর নির্ভর করে, রাশিফলের উপর নয়। তাই আপনার দৈনন্দিন জীবনের জন্য একটি গাইড হিসাবে রাশিফলের উপর আঁকড়ে থাকা নিজের প্রতি ন্যায়সঙ্গত নয়। রাশিফলকে বিশ্বাস-অবিশ্বাস করা আপনার ব্যাপার। এর দায় GNE বাংলার নয়।