Horoscope: আজকের রাশিফল ১৬/২/২০২৫

Published On:

কেমন কাটতে পারে আপনার আজকের দিনটি? পড়ুন আজকের রাশিফল(Horoscope) ১৬ই ফেব্রুয়ারি ২০২৫।
মেষঃ দিন ভালো কাটবে। সন্তানের তরফে সাহায্য লাভ করবেন। শত্রু শান্ত থাকবে। কোনও কাজে আগত বাধা দূর হওয়ার সম্ভাবনা রয়েছে। লেনদেনের সময় সাবধানে থাকুন। অফিসের কাজে বাইরে যেতে পারেন। ধন লাভ হতে পারে। ভাগ্যের সঙ্গ পাবেন।

বৃষঃ দীর্ঘ দিন আটকে থাকা কাজ সম্পূর্ণ হতে পারে। কুটুমদের সঙ্গে অশান্তি বাধতে পারে। বাকপটুতার জন্য সুনাম অর্জন করতে পারেন। ব্যবসায় কোনও ভাল লোকের জন্য বিপদ থেকে উদ্ধার পাবেন।

মিথুনঃ ব্যক্তিগত আলোচনার সময় সাবধানতা অবলম্বন করুন। দাম্পত্য জীবনে আনন্দ থাকবে। নতুন কাজ শুরু করতে পারেন। বন্ধুদের সাহায্য লাভ করবেন। অবিবাহিতরা বিয়ের প্রস্তাব পেতে পারেন। বয়স্করা অসুস্থ হয়ে পড়তে পারেন। ব্যয় বাড়তে পারে।

কর্কটঃ আজ ধর্ম আলোচনায় আপনি এগিয়ে থাকবেন। আজ কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন। শরীরের কোনও অংশে খুব ব্যথা হতে পারে। কিছু কেনার জন্য বিপুল খরচ হবে। আজ সারা দিন প্রচুর পরিশ্রম হতে পারে। প্রেমে বাধা।

সিংহঃ বাইরে যাওয়ার সময় সাবধানতা অবলম্বন করুন। বিরোধীরা আপনার ক্ষতির চেষ্টা করতে পারেন। যুবকরা সাফল্য লাভ করবেন। সময়ের মধ্যে কাজ পূর্ণ হবে। অসহায় ব্যক্তির সাহায্য করতে পারেন। ব্যবসা ঠিক-ঠাক চলবে। বন্ধুদের সঙ্গে দেখা হবে। অফিসে কাজের চাপ থাকবে। ক্লান্তি অনুভব করতে পারেন।

কন্যাঃ খরচের দিকে আজ একটু বেশি নজর দিতে হবে। সঞ্চয়ী হন। শরীরে রোগ ভোগাতে পারে। পরিবারের সঙ্গে মতবিরোধ কেটে যাবে। বসের সঙ্গে মতবিরোধ কাটবে না। আজ কর্মক্ষেত্রে বিরোধী মনোভাব ত্যাগ করাই ভাল।

তুলাঃ কর্মস্থলের পরিবেশ ভালো থাকবে। অনাবশ্যক ব্যয় এড়িয়ে যান। স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। যুবকদের কেরিয়ার অগ্রসর হবে। পুরনো লগ্নির ফলে লাভ হবে। ভাগ্যের সঙ্গ পাবেন। সামাজিক কাজে অংশগ্রহণ করবেন। বিবাদ এড়িয়ে যান। হঠাৎ ধন লাভের সম্ভাবনা রয়েছে।

বৃশ্চিকঃ কারও প্ররোচনায় পা দেবেন না। নিজের বিচার বুদ্ধি দিয়ে বিশ্লেষণ করুন। অতিরিক্ত কথায় ঝামেলা সৃষ্টি হতে পারে। প্রেমের দিকে খুব সতর্ক থাকতে হবে, প্রতারিত হওয়ার যোগ আছে। আপনার মনের কথা বলার জন্য সঠিক মানুষ পাবেন।

আরও পড়ুনঃ স্কুলের বাগানের সবজি দিয়েই হোস্টেল ও মিড ডে মিল রান্না, উদ্যোগে শালবনির শিক্ষক ও পড়ুয়ারা

ধনুঃ আজ আপনার মনোভাব যে কোনও ব্যাপারেই বেশ নমনীয়। এই মনোভাব কর্মক্ষেত্রে অগ্রগতির সহায়ক হবে, পাশাপাশি ব্যক্তিগত জীবনেও মনোমালিন্য এড়িয়ে চলতে সাহায্য করবে।

মকরঃ ব্যবসা বা কর্মক্ষেত্রে মাথা ঠান্ডা রাখুন এবং খুব বুঝে লেনদেন করুন। আজ সারাদিন খরচ বাড়তে পারে। প্রেমিকার পিছনে অর্থব্যয় হতে পারে। শারীরিক ক্ষমতা অনুযায়ী কাজ করুন, অসুস্থ হওয়ার আশঙ্কা আছে।

কুম্ভঃ আজ দিনটা সব দিক থেকেই সুন্দর কাটবে, সময়ে কাজ শেষ হয়ে যাবে, পরিবারের সাহচর্যও মিলবে।আজ খুব অল্প পর্যবেক্ষণেই অনেক কিছু শিখতে পারবেন, তা ভবিষ্যতে উন্নতিরও সহায়ক হয়ে উঠবে।

মীনঃ কর্মস্থলে অশান্তি আসতে পারে। আজ বন্ধুর কাছ থেকে সাহায্য পেতে পারেন। অকারণে আত্মীয়ের সঙ্গে ঝগড়া হতে পারে। তাই যেকোনো বিতর্ক থেকে দূরে থাকুন।

বিঃদ্রঃ মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। মানুষের ভাগ্য বদলানর বিষয়টি মানুষের নিজের উপর নির্ভর করে, রাশিফলের উপর নয়। তাই আপনার দৈনন্দিন জীবনের জন্য একটি গাইড হিসাবে রাশিফলের উপর আঁকড়ে থাকা নিজের প্রতি ন্যায়সঙ্গত নয়। রাশিফলকে বিশ্বাস-অবিশ্বাস করা আপনার ব্যাপার। এর দায় GNE বাংলার নয়।