Horoscope: আজকের রাশিফল ১৬/১২/২০২৪

Published On:

কেমন কাটতে পারে আপনার আজকের দিনটি? পড়ুন আজকের রাশিফল(Horoscope) ১৬ই ডিসেম্বর ২০২৪।
মেষ: দিনটি খুশিতে ভরপুর হতে চলেছে । যাঁরা চাকরির সন্ধানে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন, তাঁরা ভাল চাকরি পেতে পারেন। চাকরির অগ্রগতিতে খুশি হবেন। নতুন বস পেতে পারেন

বৃষ: দিনটি ব্যবসায়ীক কাজে ব্যস্ততার। অংশিদারী ব্যবসা বাণিজ্যে আজ কাঙ্খীত সাফল্য সহজ সাধ্য হবে না। অনেক সংগ্রাম করেই সফল হতে পারবেন। দম্পতিদের আজ প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে।

মিথুন: পারিবারিক জীবনে কোনো লালিত স্বপ্ন পূরণের দিন। আয় রোজগারের ক্ষেত্রে অগ্রগতি হবে। বিপদের দিনে কিছু আত্মীয়র আসল রুপ দেখে কষ্ট পেতে পারেন। যানবাহন বিক্রয় করার প্রয়োজন হতে পারে।

কর্কট: আজ আয় রোজগার বৃদ্ধির সুযোগ আসবে। ঠিকাদারী কাজে নতুন কোনো আলোচনা হবে সফল। প্রভাবশালী বড় ভাই এর কল্যাণে পেতে পারেন চাকরির সুযোগ। অনেকদিন পর প্রিয় বন্ধুকে দেখার পর খুব ভালো লাগবে। কিছুটা সময় বন্ধুর সাথে আড্ডায় কেটে যেতে পারে।

সিংহ: ছোট ব্যবসায়ীরাও ব্যবসায় প্রচুর লাভ পাবেন। যারা পৈতৃক ব্যবসা করছেন, তাঁরা ব্যবসায় কিছু পরিবর্তন আনবেন, যার জন্য বড়দের পরামর্শ চাইতে পারেন। শিক্ষাক্ষেত্রে সাফল্য পাবেন। গৃহজীবনে সুখ শান্তি বজায় থাকবে। আপনি আপনার স্ত্রীর সঙ্গে কোনও আত্মীয়ের বাড়িতে দেখা করতে যেতে পারেন।

কন্যা: দিনটি কর্মস্থলে সাফল্য লাভের। আপনার উন্নতি কেউ বাধা দিয়ে রাখতে পারবে না। ব্যবসা বাণিজ্য ও ব্যক্তি জীবনে পাবেন জীবন সাথীর পূর্ণ সাহায্য ও সমর্থন। ধর্মীয় ও আধ্যাত্মীক চেতনায় মন ভরে উঠবে। শারীরিক দূর্বলতা কেটে যাবে।

তুলা: সুখকর সংবাদ পেতে পারেন। যানবাহন কেনার ইঙ্গিত রয়েছে। অর্থ ও প্রতিপত্তির সুবিধা পাবেন। জমি, বাড়ি, যানবাহন ইত্যাদিতে বিনিয়োগ লাভজনক হবে। আপনি যদি আগে কোনও বিনিয়োগ করে থাকেন তবে তাহলে তার থেকে ফল পাবেন।

বৃশ্চিক : আজ নতুন কর্ম ক্ষেত্রে প্রবেশের দিন। সামাজিক কাজে হবেন সম্মানিত। তবে পিতার সাথে তর্কে জড়াতে যাবেন না। কর্মে যোগদানের জন্য বন্ধুর সাহায্য পেতে পারেন। রাজণৈতিক ক্ষেত্রে শুধু আপনার সম্মান বাড়বে। পৈত্রীক স্থাবর সম্পত্তি লাভের যোগ প্রবল।

ধনু: কর্মজীবীরা চাকরিতে পদোন্নতির সুযোগ পাবেন। বেকাররাও বন্ধুর সাহায্যে ভালো চাকরি পাবেন। অর্থনৈতিক লাভ হতে পারে। বাবার আশীর্বাদে উপকৃত হবেন। রাজনীতিবিদরা সাফল্য পাবেন। পাশাপাশি নেতাদের সঙ্গে দেখা করার সুযোগ থাকবে।

আরও পড়ুনঃ ফের সাফল্য মেদিনীপুরের মেয়ের, জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্সে ব্রোঞ্চ ওবামির

মকর: এদিন আপনি খুব উদ্যমী বোধ করবেন। শুধুমাত্র আপনার আটকে থাকা কাজগুলি সম্পূর্ণ করবেন। আপনার পরিচিত কেউ যদি আপনাকে টাকা ধার করতে বলে, প্রথমে তার কাছ থেকে লিখিতভাবে নিন যে তিনি কখন আপনার টাকা ফেরত দেবেন। কোথাও নতুন বিনিয়োগ করবেন না।

কুম্ভ: আগের দিনগুলির চেয়ে আজকের দিনটি ভাল কাটতে চলেছে। আজ চাকরিতে উচ্চপদস্থ আধিকারিকদের থেকে সুবিধা পাওয়া যেতে পারে। সবাই আপনার করা কাজে খুশি হবে। ব্যবসায় কোনও পরিবর্তনের বিষয়ে সুসংবাদ পাবেন।

মীন: জাতক জাতিকার হারানো সম্পত্তি উদ্ধারের দিন। আজ কোনো কোনো ক্ষেত্রে বিপরিত পক্ষর ও সাহায্য পেতে পারেন। প্রতিযোগিতা মূলক যে কোনো কাজে সফল হবেন।

বিঃদ্রঃ মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। মানুষের ভাগ্য বদলানর বিষয়টি মানুষের নিজের উপর নির্ভর করে, রাশিফলের উপর নয়। তাই আপনার দৈনন্দিন জীবনের জন্য একটি গাইড হিসাবে রাশিফলের উপর আঁকড়ে থাকা নিজের প্রতি ন্যায়সঙ্গত নয়। রাশিফলকে বিশ্বাস-অবিশ্বাস করা আপনার ব্যাপার। এর দায় GNE বাংলার নয়।