Horoscope : আজকের রাশিফল ১৬/১/২০২৫

Published On:

কেমন কাটতে পারে আপনার আজকের দিনটি? পড়ুন আজকের রাশিফল(Horoscope) ১৬ই জানুয়ারি ২০২৫।
মেষ : প্রয়োজনে পুরোনো বন্ধুর থেকে সহযোগিতা পাওয়া সহজ হতে পারে। প্রেমিক-প্রেমিকাদের প্রেমের বিষয়টি আজ বিয়ের দিকে রূপান্তর লাভ করতে পারে। যাত্রা শুভ নাও হতে পারে।

বৃষ : কেনাকাটায় আজ ব্যয় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আত্মীয় সমাগমে পারিবারিক কাজ কিছুটা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে। দূরের কোনো সুখবর আপনার কাজের গতিকে বাড়িয়ে দিতে পারে।

মিথুন : খেয়ালিপনা ছেড়ে জটিল কোনো কাজ সম্পাদনে আজ বয়স্ক ও প্রভাবশালীদের মতামতকে গুরুত্ব দিন। সামাজিক ও রাজনৈতিক ব্যাপারে সময়মতো পদক্ষেপ নিতে দ্বিধা করবেন না। প্রেম ও রোমান্টিক বিষয়ে আবেগ পরিহার করে চলুন।

কর্কট : নিজের কর্মস্থল বা ব্যবসায়িক ক্ষেত্রে সতীর্থদের সহযোগিতা না চাওয়াই উত্তম হবে। তরুণদের আজ সামাজিক কাজে মনোনিবেশ কল্যাণ বয়ে আনবে। কারও কারও ক্ষেত্রে চাকরির সুযোগ সৃষ্টি হতে পারে।

সিংহ : রাজনৈতিক কাজে মনোযোগ দিন। কাজে অবহেলা না করে জনসংযোগ ও প্রচারমূলক যে কোনো ধরনের কাজে নিজেকে মনোনিবেশ করুন। দূরে থাকা মা-বাবা বা সন্তানের সঙ্গে দেখা করলে মানসিকভাবে আপনি ভালো থাকবেন।

কন্যা : পুরনো কোনো পরিকল্পনা হঠাৎ করে বাস্তবায়ন করতে গেলে তা ভণ্ডুল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রভাবশালীদের মন রক্ষা করে কাজ সম্পাদনে উদ্যোগ নিন। কেনাকাটার সময় নিজের অবস্থা বিবেচনা করে ব্যয় নিয়ন্ত্রণ করুন।

তুলা : পরিবারের কাছ থেকে অতিরিক্ত কিছু আশা করবেন না। সন্তানদের রুঢ় ব‌্যবহারে মানসিক অশান্তি বৃদ্ধি পেতে পারে। সপ্তাহের মধ‌্যভাগে পিতার শরীর খারাপ হতে পারে। নববিবাহিতদের দাম্পত‌্য জীবনে ছোটখাটো ঝামেলা লেগে থাকবে। দৈনিক সূচি থেকে বিরতি নিন এবং আজ আপনার বন্ধুদের সঙ্গে বেড়াতে যান।

বৃশ্চিক : ব‌্যবসায়ীদের নতুন ব‌্যবসা শুরুর ক্ষেত্রে সময়টি শুভ। পারিবারিক ব‌্যবসায় বিনিয়োগ ও পরিশ্রম করলে প্রভূত উন্নতি সম্ভব। সন্তানকে নিয়ে দাম্পত‌্য জীবনে অশান্তির দেখা দিতে পারে। এইসময় বয়স্ক ব‌্যক্তিরা ঝুঁকিপূর্ণ কাজ করবেন না।

ধনু : কর্মক্ষমতা ও বুদ্ধিমত্তার জন‌্য কর্মক্ষেত্রে প্রভূত উন্নতি সম্ভব। ব‌্যবসায়ীদের পক্ষে অনুকূল নয়। এইসময় অতিরিক্ত বিনিয়োগ করলে আশানুরূপ ফল পাওয়া যাবে না। বন্ধুর বিপদে উপকার করতে গিয়ে বিপদের সম্মুখীন হতে পারেন। সন্তান স্নেহে সন্তানদের অতিরিক্ত অর্থ দিয়ে বিপথে ঠেলবেন না।

আরও পড়ুনঃ তদন্তে সিআইডি, টানা ৬ ঘন্টা জেরার মুখে মেদিনীপুর মেডিকেলের সুপার থেকে চিকিৎসক সকলে

মকর : কর্মক্ষেত্রে জটিলতা বৃদ্ধি পেতে পারে। ব‌্যবসায়ীদের এই সময় অতিরিক্ত ঝুঁকি না নেওয়াই শ্রেয়। পারিবারিক কলহের জন‌্য মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে। পতি-পত্নীর উভয়ের শরীরের প্রতি সতর্ক থাকা প্রয়োজন। সংগীত শিল্পী, নৃত‌্য শিল্পী ও অভিনয়ের সঙ্গে যুক্ত ব‌্যক্তিরা তাদের কাজের স্বীকৃতি লাভ করতে পারবেন।

কুম্ভ : আত্মমর্যাদাজ্ঞান বেশি হওয়ার ফলে কর্মক্ষেত্রে বাধা-বিঘ্ন আসতে পারে। নব বিবাহিতদের দাম্পত‌্য জীবনে ছোটখাটো সমস‌্যা লেগেই থাকবে। মা-বাবার প্রতি কর্তব‌্য পালন করলেও পরিবারের থেকে সহানুভূতি নাও পেতে পারেন। যারা হৃদরোগ ও উচ্চ রক্তচাপে ভুগছেন তাদের এই সময় সতর্ক থাকা প্রয়োজন।

মীন : কর্মক্ষেত্রে পদোন্নতি ও আর্থিক উন্নতি বৃদ্ধি পাবে। ব‌্যবসায়ীদের একাধিক উপায়ে অর্থাগম ঘটবে। চর্মজাত দ্রব‌্য, ঔষধ ও লৌহ ব‌্যবসায়ীদের এই সময় ব‌্যবসায় উন্নতির যোগ দেখতে পাওয়া যায়। সন্তানদের বিদ‌্যাচর্চায় আশাতীত সাফল‌্য নিজের শরীরের দিকে যত্ন নিন।

বিঃদ্রঃ মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। মানুষের ভাগ্য বদলানর বিষয়টি মানুষের নিজের উপর নির্ভর করে, রাশিফলের উপর নয়। তাই আপনার দৈনন্দিন জীবনের জন্য একটি গাইড হিসাবে রাশিফলের উপর আঁকড়ে থাকা নিজের প্রতি ন্যায়সঙ্গত নয়। রাশিফলকে বিশ্বাস-অবিশ্বাস করা আপনার ব্যাপার। এর দায় GNE বাংলার নয়।