কেমন কাটতে পারে আপনার আজকের দিনটি? পড়ুন আজকের রাশিফল(Horoscope) ১৫ই ফেব্রুয়ারি ২০২৫।
মেষঃ কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবেন। শরীর স্বাস্থ্য নিয়ে বেশি চিন্তা না করাই মঙ্গল। দিনের বেশিরভাগ অংশটা শিশুদের সঙ্গে কাটান। বন্ধুদের সঙ্গে পার্টিতে আনন্দ করে প্রচুর অর্থ ব্যয় করেও আর্থিক দিক থেকে দুর্বল হবেন না।
বৃষঃ আজ গান বাজনার প্রতি একটু বেশি আকৃষ্ট হবেন। নিজের ভুল বুঝতে পারায় সংসারে শান্তি ফিরে পাবেন। ব্যবসায় আকস্মিক লাভ আপনাকে হতবাক করবে। কর্মে বন্ধুর সাহায্য পেতে পারেন। চক্ষুপীড়ায় ভোগান্তি। অতিরিক্ত অর্থ লাভের আশায় ঝামেলার সৃষ্টি হতে পারে।
মিথুনঃ আজকের দিনে অন্ধ ভালোবাসা অনুভব করবেন। এই রাশির ব্যক্তিদের ভালো ব্যবহার সকলের মন কাড়বে। কেনাকাটা করার সময় বেশি খরচ না করাই মঙ্গল। অর্থের দিকে নজর দিন, কোথায় কি কাজে ব্যয় হচ্ছে তা ভালো ভাবে লক্ষ্য রাখুন।
কর্কটঃ পরোপকারে আজ মনে খুব শান্তি পাবেন। প্রেমের প্রস্তাবে আজ রাজি না হওয়াই ভাল হবে। পাওনা আদায় করতে গিয়ে অপমানিত হতে পারেন। জলপথে একটু সাবধানে চলাফেরা করুন। আজ গুরুজনদের শারীরিক অবস্থা নিয়ে একটু ব্যস্ত থাকতে হতে পারে। একাধিক উপায়ের আলোচনায় সাফল্য পাবেন।
সিংহঃ ব্যবসায়ী অংশীদাররা একসঙ্গে অসমাপ্ত কাজ শেষ করুন। নিজের জন্য শ্রেষ্ঠ জিনিসটা বেছে নিন। আজকের দিন জমি এবং অর্থ সংক্রান্ত বিনিয়োগের জন্য শ্রেষ্ঠ। বাচ্চাদের দিকে বেশি উদার হবেন না। ব্যস্ত সময়ের মধ্যেও নিজের জন্য সময় বের করে ভালো কিছু করুন। নাহলে আপনাকেই সমস্যায় পড়তে হবে।
কন্যাঃ পাড়া প্রতিবেশীদের সঙ্গে ঝামেলা হতে পারে। শত্রুর কারণে ভয় বাড়তে পারে। আজ কোনও বিষয়ে আপনাকে ছোটদের সাহায্য করতে হবে। ঘরে বাইরে সমান দায়িত্ব পালন করতে গিয়ে নাজেহাল। অতিরিক্ত ক্রোধের জন্য নিজের কোনও ক্ষতি হওয়ার আশঙ্কা। সন্তানদের জন্য অর্থ ব্যয় হতে পারে।
আরও পড়ুনঃ পশ্চিম মেদিনীপুরের চাকরি মেলা, যোগ দিয়ে সরাসরি চাকরি
তুলাঃ আজ এই রাশির ব্যক্তিদের কর্মক্ষেত্রে পদোন্নতির সুযোগ রয়েছে। সকলের সঙ্গে নিজের আনন্দ ভাগ করে নিন। পরিবারের মানুষদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। ফাঁকা সময়ে মোবাইলে সিরিয়াল দেখতে পারেন। আজকের দিন প্রেমের দিন।
বৃশ্চিকঃ প্রেম ও রোমান্সে রহস্যজনক বাধা বিপত্তির। হঠাৎ করে পুরোনো প্রেমে কোনো ঝামেলা দেখা দেবে। বিদ্যার্থীদের পড়াশোনার ধারাবাহিকতা নষ্ট হবার আশঙ্কা। সংসারে কোনো অনৈতিক বিষয় নিয়ে ঝামেলা দেখা দেবে। সৃজনশীল পেশার সাথে জড়িতদের দিনটি ঝামেলাপূর্ণ।
ধনুঃ ঘরের মধ্যেটা সুন্দর করে সাজিয়ে তুলুন। নিজের ভালো লাগে এমন কাজ করুন। পরিচিত মানুষের মাধ্যমে কাজের সুযোগ পাবেন। স্ত্রীয়ের কাজকর্মে হতাশ হতে পারেন। দীর্ঘদিনের বকেয়া অর্থ ফেরত পেতে পারেন।
মকরঃ নতুন কাজের ব্যবস্থা হতে পারে। স্ত্রীর সঙ্গে ভাল কিছু আলোচনা হতে পারে। ধর্ম আলোচনায় মনে শান্তি। অতিরিক্ত ক্রোধের জন্য নিজের কোনও ক্ষতি হওয়ার আশঙ্কা। সন্তানদের জন্য অর্থ ব্যয় হতে পারে। সঙ্গীত চর্চায় বাধা আসতে পারে।
কুম্ভঃ আজকের ফাঁকা সময়ে বন্ধুদের সঙ্গে ঘুরতে যেতে পারেন। আর্থিক দিক থেকে আজকের দিনে উন্নতি হতে পারে। স্ত্রীর সঙ্গে সুন্দর সন্ধ্যা কাটান। পরিবারের সকলের সঙ্গে হাসিখুশি সম্পর্ক থাকবে।
মীনঃ আজ সারা দিন ব্যবসায় মনোযোগ থাকলেও লাভ খুব ভাল হবে না। সকালের দিকে বাড়িতে আত্মীয় আসার সম্ভাবনা। অনেক পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হতে পারে।
বিঃদ্রঃ মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। মানুষের ভাগ্য বদলানর বিষয়টি মানুষের নিজের উপর নির্ভর করে, রাশিফলের উপর নয়। তাই আপনার দৈনন্দিন জীবনের জন্য একটি গাইড হিসাবে রাশিফলের উপর আঁকড়ে থাকা নিজের প্রতি ন্যায়সঙ্গত নয়। রাশিফলকে বিশ্বাস-অবিশ্বাস করা আপনার ব্যাপার। এর দায় GNE বাংলার নয়।