Horoscope: আজকের রাশিফল ১৪/৫/২০২৫

Published On:

কেমন কাটতে পারে আপনার আজকের দিনটি? পড়ুন আজকের রাশিফল(Horoscope) ১৪ই মে ২০২৫।
মেষ/ Aries রাশিফল Rashifal : আনন্দে থাকবেন। জীবনসঙ্গীকে উপহার দেবেন। পড়ুয়াদের অধিক পরিশ্রম করতে হবে। বিরোধীদের থেকে সতর্ক থাকুন। স্বাস্থ্য ভালো থাকবে। কর্মস্থলে সাফল্য লাভ করবেন। ব্যবসা ভালো চলবে। কোনও বন্ধুর সঙ্গে মতভেদ হতে পারে। কাউকে ঋণ দেওয়ার সময় সাবধানতা অবলম্বন করুন।

বৃষ/ Taurus রাশিফল Rashifal : আর্থিক ক্ষেত্র খুবই শুভ। চাকুরীক্ষেত্রে খুবই শুভ। মানসম্মান বৃদ্ধি পাবে। চটজলদি কোনো সিদ্ধান্ত নেবেন না। যাত্রা করার সময় সাবধানে থাকবেন। ঝগড়া ঝাটি থেকে দূরে থাকুন। পিতা, মাতার সমস্ত কথা মেনে চলুন। শরীর স্বাস্থ্যের খেয়াল রাখুন।

মিথুন/ Gemini রাশিফল Rashifal : দম্পতি আনন্দে থাকবেন। ঘুরতে যেতে পারেন। স্বাস্থ্য ভালো থাকবে। ঋণের টাকা ফিরে পেতে পারেন। অধিক ব্যয় করবেন না। ব্যবসা সুদৃঢ় হবে। আকস্মিক অর্থ লাভ হবে। কোনও কাজের জন্য বন্ধুদের সহযোগিতা গ্রহণ করতে পারেন। সাবধানে থাকুন। পরিবারের কোনও সদস্যের সমস্যা দূর হবে।

কর্কট/ Cancer রাশিফল Rashifal : সুখবর আসতে পারে। আত্মবিশ্বাস বাড়তে পারে। বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়ার যোগ রয়েছে। কাজ শেষ করতে অনীহা করবেন না। শরীর মোটের ওপর ভালোই থাকবে।

সিংহ/ Leo রাশিফল Rashifal : কেউ আপনার কাছ থেকে ঋণ চাইতে আসতে পারে। স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। দাম্পত্য জীবনে মাধুর্য থাকবে। ঝুঁকি নেবেন না। কোনও কাজ এড়িয়ে যাবেন না। স্বভাবে রাগের আধিক্য থাকবে। দায়িত্ব পূরণে সমস্যা দেখা দিতে পারে।

কন্যা/ Virgo রাশিফল Rashifa : সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা বাড়তে পারে। জরুরি সিদ্ধান্ত আজ না নেওয়াই ভালো। অফিসে বসের সঙ্গে একটু বিবাদ ঘটতে পারে। কোনো পুরোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে।

তুলা/ Libra রাশিফল Rashifal : বাইরে বেরনোর সময় সাবধানে থাকুন। অপ্রিয় সংবাদ পেতে পারেন। কোনও কারণে অবসাদে ভুগবেন। পড়ুয়াদের জটিলতা দূর হবে। ব্যবসার কারণে যাত্রায় যেতে পারেন। পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হবে। সন্তানের সমস্যা দূর হবে।

বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal : আজ দিনটা বিশেষ ভাল যাবে না। কোনও কাজের জন্য অযথা অপমানিত হতে পারেন। যদিও তার জন্য আপনার বিশেষ কোনও দোষ থাকবে না। টাকা পয়সা আটকে থাকলে সেটা আজ পেতে পারেন।

ধনু/ Sagitarious রাশিফল Rashifal : পারিবারিক সমস্যার সমাধান হতে পারে । আয়ের পথ উন্মোচিত হবে। আজ অযথা কোনও ঝুঁকি নেবেন না। প্রেমের সম্পর্কে উন্নতি হতে পারে। বাড়িতে আত্মীয় পরিজন বা কোনও অতিথি সমাগমের সম্ভাবনা। কর্মক্ষেত্রে উন্নতির যোগ।

মকর/ Capricorn রাশিফল Rashifal : আজ অর্থলাভ হতে পারে। চাকরিক্ষেত্রে দিনটি খুবই শুভ। নতুন চাকরির সন্ধান করতে পারেন। কোন বিভ্রাট ছাড়াই যেকোনো কাজ সহজে সফল হয়ে যাবে।

কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal : নিজের আচরণ ভাল রাখুন। আজ নিজেকে দেওয়ার জন্য, অর্থাৎ নিজের সঙ্গে কাটানোর জন্য আপনি যথেষ্ট সময় পাবেন। পরনিন্দা এবং কুৎসা থেকে একদম দূরে থাকুন। বন্ধুবান্ধব ও পরিবার পরিজনদের সঙ্গে সময় কাটান।

মীন/ Pisces রাশিফল Rashifal : আজকের দিনটি খানিকটা ভালো- মন্দে কাটবে। কোথাও পয়সা পাওয়া থেকে আটকে থাকলে তাও পাওয়া যাবে। ভেবে চিন্তে কাজ করলে সফলতা আসবে।

বিঃদ্রঃ মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। মানুষের ভাগ্য বদলানর বিষয়টি মানুষের নিজের উপর নির্ভর করে, রাশিফলের উপর নয়। তাই আপনার দৈনন্দিন জীবনের জন্য একটি গাইড হিসাবে রাশিফলের উপর আঁকড়ে থাকা নিজের প্রতি ন্যায়সঙ্গত নয়। রাশিফলকে বিশ্বাস-অবিশ্বাস করা আপনার ব্যাপার। এর দায় GNE বাংলার নয়।