Horoscope: আজকের রাশিফল ১৩/১২/২০২৪

Published On:

কেমন কাটতে পারে আপনার আজকের দিনটি? পড়ুন আজকের রাশিফল(Horoscope) ১৩ই ডিসেম্বর ২০২৪।
মেষঃ কর্মক্ষেত্রে পদোন্নতির সুযোগ থাকলেও সহকর্মীদের থেকে দূরত্ব বজায় রাখুন। পত্নী ভাগ্যে ধনলাভের আশা অমূলক নয়। ভ্রাতার সঙ্গে পারিবারিক সম্পত্তি নিয়ে মনোমালিন্য হলেও তা সহজেই মিটে যাবে।

বৃষঃ আপনার আচরণে গুরুজন ব্যক্তি দুঃখ পেতে পারেন। কোন আত্মীয়র ব্যবহার মনে কষ্ট দেবে। প্রেমে আজ ভালো কিছু নির্দেশ করছে। ডাক্তারবাবু, ডাক্তারি ছাত্র ছাত্রী, ম্যানেজমেন্ট ছাত্র-ছাত্রীদের জন্য দিনটা শুভ। ধর্মীয় স্থান দর্শন হতে পারে। স্বামী-স্ত্রীর মধ্যে যথেষ্ট ভালোবাসা থাকবে। চোখের সমস্যায় কষ্ট পাবেন।

মিথুনঃ বাড়তি খরচ হওয়ায় আর্থিক চাপ থাকবে। আজ একটু বদনাম থেকে সাবধান থাকুন। কাজের খুব শুভ যোগ আছে। গুরুজনের সঙ্গে কোনও কারণে বিবাদের আশঙ্কা। ব্যবসায় চাপ বাড়তে পারে। বাবার জন্য চিন্তা বাড়তে পারে। ওজন বেড়ে গিয়ে শারীরিক কিছু পুরনো সমস্যা আরো জটিল করে তুলতে পারে। আর্থিক সমস্যা কিছু থাকলেও চিন্তা করবেন না, ঈশ্বর আপনাকে ঠিকই পথ দেখাবেন।

কর্কটঃ সমাজে প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধির জন্য সামাজিক কাজে নিজেকে নিয়োজিত করুন। কর্মপ্রার্থীদের সপ্তাহের অদ্যভাগে চাকরি প্রাপ্তির সম্ভাবনা আছে। পুরনো মামলা-মোকদ্দমা নিষ্পত্তির যোগ লক্ষ্য করা যায়। সপ্তাহের মধ্যভাগে বাক্যদোষে স্বজন বান্ধবের সঙ্গে ভুল বোঝাবুঝির আশঙ্কা।

সিংহঃ কর্মক্ষেত্রে চাঞ্চল্য ও অমনোযোগিতা কর্মে বাধা সৃষ্টি করতে পারে। দাম্পত্য কলহে সাংসারিক জীবনে স্ত্রী অথবা সন্তানদের কাছ থেকে মানসিক আঘাত পেতে পারেন।

আরও পড়ুনঃ নতুন প্রজন্মের Gemini 2.O নিয়ে এলো Google, রয়েছে একাধিক অত্যাধুনিক AI ফিচার

কন্যাঃ বন্ধুদের সঙ্গে জমিয়ে গল্প হতে পারে। কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা বৃদ্ধি। বেসরকারি ক্ষেত্রে কর্মরতদের আয় বৃদ্ধি ও পদোন্নতির যোগ। গৃহে সংস্কারের যোগ। ব্যবসায় নতুন অফিস বা ব্যবসা সম্প্রসারণের সম্ভাবনা আছে। স্বামী-স্ত্রীর সদ্ভাব বজায় থাকলেও সন্দেহ প্রবণতা থাকবে।

তুলাঃ আজ মুখের কথায় শত্রু বৃদ্ধি হতে পারে। রাস্তাঘাটে আজ সাবধানে থাকতে হবে। খাবার ব্যবসায় ঝগড়াঝাটি এড়িয়ে চলুন। ছাত্র-ছাত্রীর জন্য শুভাশুভ মিশ্র ফল।

বৃশ্চিকঃ পেশাদারি শিক্ষালাভের দ্বারা কর্মসংস্থান হওয়ার সম্ভাবনা প্রবল। উচ্চবিদ্যা দিতে যাঁরা যুক্ত আছেন আর যাঁরা যুক্ত হতে চান, তাঁদের পক্ষে শুভ ফল নির্দেশ করে। সন্তানদের পরীক্ষার ফলাফল ভাল হলেও শরীরের দিকে দৃষ্টি রাখা প্রয়োজন।

ধনুঃ বন্ধুর পরামর্শে আজ ব্যবসায় লাভ বা নতুন কিছু ব্যবসার দিশা খুঁজে পেতে পারেন। সন্ধ্যাবেলায় কোনও পরিচিত লোকের সঙ্গে দেখা বা আড্ডা হতে পারে। প্রেমে শুভ দিন। এমনকি নতুন প্রেমের যোগ আছে। আজ কিছু কেনাকাটা করার দিন। সন্ধ্যার পর স্বামী স্ত্রীর একে অন্যের প্রতি ভালোবাসা সব কষ্ট ভুলিয়ে দেবে।

মকরঃ বাক্যদোষে প্রিয়জনদের সঙ্গে ভুল বোঝাবুঝির আশঙ্কা। পথঘাটে চলাফেরায় বাড়তি সতর্কতা দরকার। সন্তানকে কেন্দ্র করে দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝির সম্ভাবনা।

কুম্ভঃ প্রেমিক-প্রেমিকার বিষয়কে কেন্দ্র করে ভুল বোঝাবুঝি হতে পারে। বন্ধুদের সহায়তায় কোনও আটকে থাকা কাজ আজ হয়ে যাবে। অফিসে কাজের পরিবেশ মনের মতই থাকবে। আজ কর্মে সাফল্য পাবেন। সাংবাদিকদের শুভ দিন।

মীনঃ বন্ধু অনেকই থাকে জীবনে, তবে তার মধ্যে কাকে আজ বিশ্বাস করবেন, সেটা ভেবে দেখার বিষয়। আজ নানা বিরুদ্ধ মতামতের মুখে পড়তে হবে, তবে তাতে কান না দেওয়াই উচি, কাউকে খুশি করতে যাবেন না।

বিঃদ্রঃ মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। মানুষের ভাগ্য বদলানর বিষয়টি মানুষের নিজের উপর নির্ভর করে, রাশিফলের উপর নয়। তাই আপনার দৈনন্দিন জীবনের জন্য একটি গাইড হিসাবে রাশিফলের উপর আঁকড়ে থাকা নিজের প্রতি ন্যায়সঙ্গত নয়। রাশিফলকে বিশ্বাস-অবিশ্বাস করা আপনার ব্যাপার। এর দায় GNE বাংলার নয়।