Horoscope: নতুন কোনও কাজের যোগাযোগ হতে পারে এই রাশির,পড়ুন আজকের রাশিফল

Published On:

কেমন কাটতে পারে আপনার আজকের দিনটি? পড়ুন আজকের রাশিফল(Horoscope) ১২ই ডিসেম্বর ২০২৪।
মেষঃ ব্যবসায় প্রতিযোগিতা বৃদ্ধি পাবে। প্রিয়জনের কাছ থেকে কষ্ট পেতে পারেন। চাকরির জন্য প্রচুর কষ্ট করতে হবে। পড়াশোনার জন্য খরচ বৃদ্ধি পেতে পারে।

বৃষঃ শরীরের ক্ষমতা অনুযায়ী কাজ করুন। সংসারে ঝামেলা থাকলেও পরিবেশ নিয়ন্ত্রণে থাকবে। নতুন কোনও কাজের যোগাযোগ হতে পারে। দাঁতের যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে।

মিথুনঃ পরিবারের গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান। কর্মক্ষেত্রে আজ আপনাকে প্রচুর হিংসার মুখে পড়তে হবে। বিজ্ঞানচর্চার জন্য খুব উপযুক্ত সময়। মহিলাদের চাকরির জন্য শুভ সময়।

কর্কটঃ কর্মক্ষেত্রে মনোমালিন্যের জন‌্য কর্ম পরিবর্তনের চেষ্টা করুন। পরিবারে অশান্তি লেগেই থাকবে। প্রেমিক-প্রেমিকার মধ্যে তৃতীয় ব‌্যক্তির উপস্থিতির জন‌্য ভুল বোঝাবুঝির সম্ভাবনা।

সিংহঃ আজ অতিরিক্ত পরিশ্রমে ক্রোধ বৃদ্ধি পেতে পারে। প্রতিবেশীরা আজ আপনাকে সাহায্যের জন্য ডাকতে পারেন। বন্ধুদের জন্য কাজে ব্যাঘাত ঘটতে পারে। বাড়ির সকলে মিলে ভ্রমণ।

কন্যাঃ কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে সুন্দর সম্পর্ক গড়ে তুলুন। এরাই আপনার পদোন্নতিতে সাহায‌্য করবে। রাজনীতিবিদদের জন‌্য সময়টি শুভ হলেও নিজের স্বাস্থ্যের দিকে নজর রাখুন। বাড়িতে দামী কোনও ভোগ‌্যপণ‌্য আসতে পারে। শ্বশুরকূল থেকে অর্থপ্রাপ্তির যোগ লক্ষ‌্য করা যায়।

তুলাঃ আজ কর্মে অনীহা থাকায় ব্যবসায় অবনতি। দর্শনের আলোচনায় আনন্দ পাবেন। শুভ কোনও খবর আপনার জন্য অপেক্ষা করছে।

বৃশ্চিকঃ সারা দিন পারিবারিক শান্তি বজায় থাকবে। পড়ে থাকা প্রেমের জট খুলে যেতে পারে। আধিভৌতিক বিষয়ে আকর্ষণ বাড়তে পারে। বাড়িতে মাঙ্গলিক কাজের আলোচনা।

আরও পড়ুনঃ বাঘিনী পালিয়েছে! সতর্কতা জারি জঙ্গল সংলগ্ন বিভিন্ন এলাকায়

ধনুঃ নতুন কাজে হাত দেওয়ার পক্ষে সময়টি শুভ। ব‌্যবসায়ীরা নতুন ব‌্যবসার জন‌্য অর্থ বিনিয়োগ করতে পারেন। একাকীত্ব দূর করার জন‌্য পরিবারের সকলকে নিয়ে সময় কাটান। সন্তানের ভবিষ‌্যতের জন‌্য অতিরিক্ত চিন্তা করবেন না। তাকে নিজের মতো করে বড় হওয়ার সুযোগ দিন।

মকরঃ সন্তানের বিদ‌্যাচর্চার উন্নতিতে আপনার মানসিক কষ্ট লাঘব হতে পারে। পারিবারিক কারণে বাসস্থান বদলের যোগ ল‌ক্ষ‌্য করা যায়। পুরনো বন্ধুর সঙ্গে বহুদিন পর যোগাযোগের সুযোগ আসবে।

কুম্ভঃ পারিবারিক সম্প্রীতি বজায় রাখার স্বার্থে অন্যের মতামতকে আজ গুরুত্ব দিতে হতে পারে।কোনো গোপন শত্রুর পরিচয় জানা যেতে পারে। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে।

মীনঃ আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। নতুন প্রেমের সম্পর্কে সাময়িক জটিলতা দেখা দিতে পারে।রাজনৈতিক তৎপরতা শুভ।সামাজিক কর্মকাণ্ডের জন্য প্রশংসিত হবেন। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে।

বিঃদ্রঃ মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। মানুষের ভাগ্য বদলানর বিষয়টি মানুষের নিজের উপর নির্ভর করে, রাশিফলের উপর নয়। তাই আপনার দৈনন্দিন জীবনের জন্য একটি গাইড হিসাবে রাশিফলের উপর আঁকড়ে থাকা নিজের প্রতি ন্যায়সঙ্গত নয়। রাশিফলকে বিশ্বাস-অবিশ্বাস করা আপনার ব্যাপার। এর দায় GNE বাংলার নয়।