কেমন কাটতে পারে আপনার আজকের দিনটি? পড়ুন আজকের রাশিফল(Horoscope) ১২ই জানুয়ারি ২০২৫।
মেষঃ কোনও কারণে মন বিচলিত হলে, কিছুক্ষণ বসে মনঃসংযোগ করুন। মধুর ব্যবহারে সবার মন জয় করা যাবে। মনে রাখতে হবে, মুখ থেকে যাতে কোনও কটু শব্দ না বেরোয়। কারুর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। ভবিষ্যতের চিন্তার প্রভাব বর্তমানেও পড়তে পারে। এ জন্য যা করছেন, তা মন দিয়ে করুন। কাজেকর্মে ছোটাখাটো গলতি নেতিবাচক হয়ে উঠতে পারে।
বৃষঃ অতিরিক্ত উদাসীনতা ব্যবসায় ক্ষতি করতে পারে। কর্মক্ষেত্রে বদলির সম্ভাবনা। আজ কোনও না কোনও দিক থেকে গুরুর কৃপা লাভ করতে পারেন। বুদ্ধির জোরে শত্রুর মোকাবিলা করতে সক্ষম হবেন।
মিথুনঃ গুরুত্বপূর্ণ বিষয়ে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। কোনও কাজের জন্য ঋণ নিতে হলে কিছুটা অপেক্ষা করুন। অনাবশ্যক জিনিসপত্রে কিনে অর্থের অপচয় ভবিষ্যতের পক্ষে সমস্যার কারণ হতে পারে। ব্যবসায়ীদের পক্ষে দিনটি লাভজনক। পরিবারের কারুর জন্মদিন থাকলে অবশ্যই উপহার দিন। এবং কোনও অনুষ্ঠান আয়োজিত হলে পূর্ণ উৎসাহের সঙ্গে যোগ দিন।
কর্কটঃ কর্মক্ষমতা ও বুদ্ধিমত্তার জন্য কর্মক্ষেত্রে প্রভূত উন্নতি সম্ভব। ব্যবসায়ীদের পক্ষে অনুকূল নয়। এইসময় অতিরিক্ত বিনিয়োগ করলে আশানুরূপ ফল পাওয়া যাবে না। বন্ধুর বিপদে উপকার করতে গিয়ে বিপদের সম্মুখীন হতে পারেন। সন্তান স্নেহে সন্তানদের অতিরিক্ত অর্থ দিয়ে বিপথে ঠেলবেন না।
সিংহঃ কথাবার্তায় গাম্ভীর্য ও বিশ্বস্ততা বজায় রাখুন। হাল্কা কথাবার্তা আপনাকে লজ্জায় ফেলতে পারে। সফটওয়্যার কোম্পানিতে কর্মরতদের পক্ষে দিনটি খুবই ভালো। হার্ডওয়ার ব্যবসায়ীরা গুণমান নিয়ে সতর্ক থাকুন। অদূর ভবিষ্যতেই ক্রেতাদের ভিড় বৃদ্ধির সম্ভাবনা। উচ্চ শ্রেণীর পড়ুয়ারা পড়াশোনা একেবারেই গাফিলতি করবেন না। খাবারে ফাইবারের মাত্রা বাড়াতে হবে। কোষ্ঠকাঠিন্যের আশঙ্কা থাকায় জলপানের পরিমাণ বাড়ান।
কন্যাঃ ব্যবসায়ীদের নতুন ব্যবসা শুরুর ক্ষেত্রে সময়টি শুভ। পারিবারিক ব্যবসায় বিনিয়োগ ও পরিশ্রম করলে প্রভূত উন্নতি সম্ভব। সন্তানকে নিয়ে দাম্পত্য জীবনে অশান্তির দেখা দিতে পারে। এইসময় বয়স্ক ব্যক্তিরা ঝুঁকিপূর্ণ কাজ করবেন না।
তুলাঃ প্রতি কাজেই সাফল্যের সম্ভাবনা। ব্যবসার যে পরিণাম তা আপনাকে ও আপনার পার্টনারকে সন্তুষ্ট করবে। দিনযাপনে সংশোধনের পরিকল্পনা করুন। সৎসঙ্গে যুক্ত থাকার প্রচেষ্টা করুন। কাজেকর্মে আচমকা কোথাও যেতে হতে পারে। এজন্য মানসিক প্রস্তুতি নিয়ে রাখলে ভালো।
বৃশ্চিকঃ যারা মানসিক ভরসা চাইছেন তারা হয়তো বয়স্কদেরকে তাদের সাহায্যে এগিয়ে আসতে দেখবেন। যদি আপনি মনে করেন যে আপনার প্রিয়জন আপনাকে বোঝে না, তবে কিছুটা সময় বের করুন এবং তাদের সাথে এটি ব্যয় করুন।
ধনুঃ আজকের দিন ভাগ্য আপনার সঙ্গেই রয়েছে। আটকে থাকা কাজ দ্রুত সেরে ফেলাই দরকার। রাজনীতির সঙ্গে যুক্তদের এবার নেটওয়ার্ক বাড়াতে হবে। মনে রাখতে হবে, বিশ্বস্ত লোকজন যেন অসন্তুষ্ট না হয়। ভবিষ্যত পরিকল্পনা ও গতিবিধিতে তাঁদের অংশদারীকে উপেক্ষা করবেন না। কর্মস্থলে পরিস্থিতি স্বাভাবিক ও অনুকূল থাকবে। ব্যবসা বৃদ্ধির উপযুক্ত সময়। তরুণদের ক্ষেত্রে দিনটি শুভ।
আরও পড়ুনঃ নিষিদ্ধ নির্দিষ্ট স্যালাইন, মেদিনীপুর মেডিকেল তদন্তে স্বাস্থ্য দফতর
মকরঃ নিজেকে ঠান্ডা রাখার চেষ্টা করুন। এটা যেন আপনাকে বিধ্বস্ত না করে এবং পারলে ঝামেলা এড়িয়ে চলুন। আপনার বাড়ির একজন প্রবীণ আপনার অর্থায়নে আপনাকে সহায়তা করতে পারে বলেই আজ আপনাকে নিজের অর্থ ব্যয় করতে হবে না। কোন পুরনো পরিজন আপনার জন্য সমস্যার সৃষ্টি করতে পারে।
কুম্ভঃ আজ মনে কোনও ভ্রান্তধারনা প্রবেশ করতে দেওয়া ঠিক হবে না। কোম্পানিতে কর্মরতদের জন্য আজকের দিনটি খুবই ভালো। পার্টনারশিপের ব্যবসায় একে অপরের সঙ্গে যুগলবন্দিতে লাভ হবে। তরুণদের বন্ধুদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। স্বাস্থ্যের দিক থেকে অ্যালার্জি সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে।
মীনঃ কর্মস্থানে বিশেষ কোনও পরিবর্তন হবে না। বেশি উঁচু জায়গায় উঠবেন না। আত্মীয়ের জন্য ব্যবসায় ক্ষতি হতে পারে। বাড়িতে মূল্যবান কিছু চুরি হওয়ার যোগ রয়েছে। দূরে কোথাও বেড়াতে যাওয়া নিয়ে আলচনা বন্ধ রাখাই ভাল। চিকিৎসার খরচ বাড়তে পারে।
বিঃদ্রঃ মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। মানুষের ভাগ্য বদলানর বিষয়টি মানুষের নিজের উপর নির্ভর করে, রাশিফলের উপর নয়। তাই আপনার দৈনন্দিন জীবনের জন্য একটি গাইড হিসাবে রাশিফলের উপর আঁকড়ে থাকা নিজের প্রতি ন্যায়সঙ্গত নয়। রাশিফলকে বিশ্বাস-অবিশ্বাস করা আপনার ব্যাপার। এর দায় GNE বাংলার নয়।