কেমন কাটতে পারে আপনার আজকের দিনটি? পড়ুন আজকের রাশিফল(Horoscope) ১১ই মার্চ ২০২৫।
মেষঃ পূর্বপুরুষের সম্পত্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। খুশির খবর পেতে পারেন। বাড়িতে নিমন্ত্রিত অতিথি আসায় আর্থিক উন্নতি হবে। কাজের জায়গায় সবাই আপনাকে ভালোবাসবে। নিজের জন্য কিছুটা সময় পাবেন।

বৃষঃ পূর্বের অভিজ্ঞতাকে বর্তমানে কাজে লাগান। পরিবারের দিকে মন দেওয়ার আজ সঠিক দিন। স্বাস্থ্যের দিকে অবহেলা করলে চলবে না।
মিথুনঃ অন্য ব্যক্তিরা আপনার নতুন পরিকল্পনার বিষয়ে উৎসাহ দেখাবে। সবকিছু ভাগ্যের উপর ছেড়ে দেবেন না। ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করুন। হঠাত প্রেম আপনাকে বিচলিত করতে তুলবে।
কর্কটঃ পূর্বের কোনও মানুষের সঙ্গে দেখা হতে পারে যিনি ভবিষ্যতে আপনার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। সঙ্গী/সঙ্গিনীকে বুঝতে না পারলে সম্পর্কে জটিলতা তৈরি হতে পারে।
সিংহঃ পরিবার এবং বন্ধুদের থেকে অনেক ভালোবাসা পাবেন। কাজের জায়গায় সবকিছু ভালো কাটবে। শরীরের দিকে খেয়াল দিয়ে বেশি না খাওয়াই মঙ্গলের। স্ত্রীর থেকে সারপ্রাইজ পেতে পারেন। আজকের দিনে কিছু কেনাকাটা করতে পারেন।
কন্যাঃ আজ আপনি কোনও বড় সেমিনার কিংবা কনফারেন্স সঞ্চালনা করতে পারেন। সামান্য ত্বকের সমস্যায় ভুগতে পারেন। আপনার পছন্দমাফিক কেরিয়ার না হওয়ায় কিছুটা চিন্তায় থাকবেন।
তুলাঃ প্রয়োজনের সময় বন্ধুরা আপনার পাশে থাকবে না। অন্যদের সন্তুষ্ট করতে নিজেকে কষ্ট দেবেন না। কাজের জায়গায় সবাই আপনার পাশে থাকবে। স্ত্রীর থেকে সারপ্রাইজ পেতে পারেন।
বৃশ্চিকঃ অপ্রত্যাশিতভাবে অর্থলাভ হতে পারে। বাইরের জাঙ্ক খাবার এড়িয়ে না চললে পেটের সমস্যা হতে পারে। সঙ্গী/সঙ্গিনীর সঙ্গে ভালো সময় কাটাবেন।
ধনুঃ আজ পরস্পরবিরোধী মতবাদ এবং সবদিক থেকে বিভিন্ন সুযোগ আসায় বেশ বিভ্রান্তিতে থাকবেন। সকলকে খুশি না করে বরং নিজের মনের কথা শুনুন। চাকরির ক্ষেত্রে শুভ সংবাদ পেতে পারেন।
মকরঃ জীবনের ছোট সমস্যায় এড়িয়ে চলার চেষ্টা করুন। নচেৎ অযথা দুশ্চিন্তা বাড়বে। আজ আপনি বেশ রোম্যান্টিক মুডে থাকবেন। কর্মস্থলে আপনার কাজের প্রশংসা পাবেন।
কুম্ভঃ অনেক ভাল সুযোগ আপনার জন্য অপেক্ষা করে রয়েছে। শরীর ঠিক থাকলেও মানসিক চাপে অলসতা আসতে পারে। কর্মক্ষেত্রে সমস্যা সমাধানের চেষ্টা করুন।
মীনঃ আপনার সমস্ত মনোযোগ এখন কেরিয়ার নিয়ে। তাই এবার আপনাকে পরিবার এবং কাজের মধ্যে ব্যালেন্স করতে হবে। কেরিয়ার এবং আর্থিক বিষয়ে ভাল পরামর্শ পেতে পারেন। ইঞ্জিনিয়ার এবং সফটওয়্যার ডেভলপমেন্টে কর্মরতদের আজ শুভ দিন।
বিঃদ্রঃ মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। মানুষের ভাগ্য বদলানর বিষয়টি মানুষের নিজের উপর নির্ভর করে, রাশিফলের উপর নয়। তাই আপনার দৈনন্দিন জীবনের জন্য একটি গাইড হিসাবে রাশিফলের উপর আঁকড়ে থাকা নিজের প্রতি ন্যায়সঙ্গত নয়। রাশিফলকে বিশ্বাস-অবিশ্বাস করা আপনার ব্যাপার। এর দায় GNE বাংলার নয়।