কেমন কাটতে পারে আপনার আজকের দিনটি? পড়ুন আজকের রাশিফল(Horoscope) ১০ই মার্চ ২০২৫।
মেষঃ দিনটি সুন্দর কাটবে। আজ এমন কিছু মানুষের সঙ্গে পরিচয় হবে যাঁরা ভবিষ্যতে উপকারে আসবেন। যুক্তিবোধকে আশ্রয় করে চলুন।

বৃষঃ আজ আপনি খুব সহজেই সবাইকে আকৃষ্ট করতে পারেন। কোনো কিছু না জেনেই আজ কাউকে ঋণ দেবেন না। নাহলে লোকসানের সম্মুখীন হতে পারেন। কোনো নতুন অংশীদারিত্বে যুক্ত হওয়ার আগে সতর্ক হন। বিবাহিত জীবন সুখের হবে।
মিথুনঃ নতুন কোনও উদ্যোগ বা ব্যবসা শুরুর পক্ষে দিনটা ভাল, আপনার কর্মোদ্যম অবশেষে সাফল্য আনতে চলেছে। ব্যক্তিগত জীবনের যত্ন নিন।
কর্কটঃ কোনো ধর্মীয় অনুষ্ঠানের জন্য আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। আর্থিক দিক থেকেও আজকের দিনটি ভালো। তবে, অযথা অর্থব্যয় থেকে বিরত থাকুন।
সিংহঃ যদি মুখ ফসকে বলে ফেলা কথায় রাশ টানতে না পারেন, তাহলে সমস্যায় পড়তে হবে। তাই আজকের দিনটি ভেবে-চিন্তে কথা বলুন।
কন্যাঃ মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাগুলিকে দূরে সরিয়ে রাখুন। পাশাপাশি, নিজের লক্ষ্যে অবিচল থাকুন। সর্বোপরি, নিজেকে আরো আশাবাদী হতে প্রেরণা জোগান। আজ আপনার সাথে কোনো অবিশ্বাস্য ঘটনা ঘটতে পারে।
তুলাঃ নিজের স্বাস্থ্যের যত্ন নিন। আজকের দিনটা সব দিক থেকেই আপনাকে সাফল্যের মুখ দেখাবে। তাই পুরনো ক্ষত আর খুঁড়ে ব্যথা জাগিয়ে তুলবেন না।
বৃশ্চিকঃ আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। এমন ব্যক্তিদের সাথে আজ সংযুক্ত হন যাঁরা আপনাকে আপনার ভবিষ্যৎ সম্পর্কে সৎ পরামর্শ দেবেন। পরিবারের সদস্যদের সাথে অবশ্যই সময় কাটান। বিবাহিত জীবন সুখের হবে।
ধনুঃ বন্ধুদের এবং মনের মানুষকে আজ সব প্রয়েোজনে পাশে পাবেন। তাঁদের সাহচর্য আর ভালবাসায় মন ভাল রাখুন, অনর্থক সমস্যার কথা মাথায় ঠাঁই দেবেন না।
মকরঃ কর্মক্ষেত্রে সতর্কতার সাথে কাজ করলে আপনি লাভবান হবেন। অপরিচিত ব্যক্তিদের সাথে কথা বলার সময়ে আজ নিজের জীবনের কোনো গোপন তথ্য প্রকাশ করে দেবেন না। ভালোবাসার মানুষটির সাথে ভালো সময় কাটবে।
কুম্ভঃ যে কোনও ব্যাপারে আজ কথায় কথায় মাথা গরম হয়ে যেতে পারে, তাই সবার আগে নিজের আবেগের রাশ টানতে শিখুন। উত্তেজনা শান্ত হলে পরিস্থিতি খতিয়ে দেখে তবেই পদক্ষেপ করুন।
মীনঃ কোনো কাজে আজ বাড়ির বাইরে যাওয়ার আগে অবশ্যই পরিবারের প্রবীণ সদস্যদের আশীর্বাদ লাভ করুন। এর ফলে আপনি লাভবান হবেন। আপনি আজ কোনো সৃষ্টিশীল কাজের মাধ্যমে ব্যস্ত থাকতে পারেন। বিবাহিত জীবনে আজ কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন।
বিঃদ্রঃ মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। মানুষের ভাগ্য বদলানর বিষয়টি মানুষের নিজের উপর নির্ভর করে, রাশিফলের উপর নয়। তাই আপনার দৈনন্দিন জীবনের জন্য একটি গাইড হিসাবে রাশিফলের উপর আঁকড়ে থাকা নিজের প্রতি ন্যায়সঙ্গত নয়। রাশিফলকে বিশ্বাস-অবিশ্বাস করা আপনার ব্যাপার। এর দায় GNE বাংলার নয়।