Horoscope: আজকের রাশিফল ১০/১২/২০২৪

Published On:

কেমন কাটতে পারে আপনার আজকের দিনটি? পড়ুন আজকের রাশিফল(Horoscope) ১০ই ডিসেম্বর ২০২৪।
মেষঃ পারিবারিক সমস্যা আজ বিব্রত করে রাখতে পারে, তবে কর্মক্ষেত্রে উন্নতির পথ সুগম হবে। রাগ এড়িয়ে চলতে হবে, মনের অধৈর্য ভাব নিয়ন্ত্রণে রাখতে হবে- তবেই মিলবে সাফল্য।

বৃষঃ প্রেমে শুভ ফল। স্বামী-স্ত্রীর সুন্দর আনন্দের দিন। তবে আপনার মা আপনার কথা খুব ভাবছেন, একটু মাকে সময় দিন। যদি দূরে থাকেন, একটু ফোনে কথা বলুন। অফিসের বস আজ আপনার প্রশংসায় পঞ্চমুখ থাকবেন। গৃহ সংস্কারের যোগ। হোটেল ব্যবসা ও গাড়ির ব্যবসায় প্রচুর লাভ।

মিথুনঃ অসাবধানতায় রোগ বৃদ্ধি। মানসিক সংযম। বিপদের আশঙ্কা। ভোগ বিলাসে ব্যয়। ব্যবসায়ে লাভ। সমস্যার মুখে পড়ার সম্ভাবনা রয়েছে।

কর্কটঃ বন্ধুদের সহায়তায় কোনও আটকে থাকা কাজ আজ হয়ে যাবে। অফিসে কাজের পরিবেশ মনের মতই থাকবে। আজ কর্মে সাফল্য পাবেন। সাংবাদিকদের শুভ দিন।

সিংহঃ প্রাপ্তি যোগ। পরনির্ভরতা। রক্তপাতের আশঙ্কা। নতুন কাজে বিনিয়োগে লাভ হবে। অপ্রত্যাশিত প্রাপ্তি। শ্রীবৃদ্ধি। লেনদেনের সম্পর্কে সতর্ক থাকুন।

কন্যাঃ আজ ব্যবসায় লাভ বা নতুন কিছু ব্যবসার দিশা খুঁজে পেতে পারেন। সন্ধ্যাবেলায় কোনও পরিচিত লোকের সঙ্গে দেখা বা আড্ডা হতে পারে। প্রেমে শুভ দিন। এমনকি নতুন প্রেমের যোগ আছে। আজ কিছু কেনাকাটা করার দিন। সন্ধ্যার পর স্বামী স্ত্রীর একে অন্যের প্রতি ভালোবাসা সব কষ্ট ভুলিয়ে দেবে।

তুলাঃ বাড়তি কিছু অর্থ প্রাপ্তি হতে পারে। মাঙ্গলিক কাজের শুভ যোগ। সকালের দিকে শত্রুদের থেকে সাবধান থাকুন। অতিরিক্ত তাড়াহুড়োর সঙ্গে কোনও কাজ করবেন না।

বৃশ্চিকঃ কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা বৃদ্ধি। বেসরকারি ক্ষেত্রে কর্মরতদের আয় বৃদ্ধি ও পদোন্নতির যোগ। গৃহে সংস্কারের যোগ। ব্যবসায় নতুন অফিস বা ব্যবসা সম্প্রসারণের সম্ভাবনা আছে।

ধনুঃ পুরনো ব্যবসা বাড়ানোর জন্য ভাল সময়। মিষ্টি কথায় কেউ আপনার কাছ থেকে কাজ উদ্ধার করতে চাইবে।পথে নতুন বন্ধু হতে পারে। ব্যবসার বিষয়ে কিছু পরিবর্তনের কারণে আনন্দ পাবেন।

আরও পড়ুনঃ দিঘায় বোট নিয়ে পর্যটকদের পাহারা দেবেন নুলিয়ারা, বর্ষ শেষে আবহে সতর্কতা

মকরঃ আর্থিক সমস্যা কিছু থাকলেও চিন্তা করবেন না, ঈশ্বর আপনাকে ঠিকই পথ দেখাবেন। যদি কিছু কিনতে চান জমি জায়গার কাগজপত্র ভালো করে দেখে তবেই বায়না করুন। সন্ধ্যায় গৃহে অতিথি সমাগম ও খরচা বৃদ্ধি। কোনও ধর্মীয় স্থান দর্শন হচ্ছে কিন্তু অভিমান থাকছে। অভিজ্ঞ ব্যক্তি আর গুরুজনদের সঙ্গে আলোচনা করে তবেই কিছু সিদ্ধান্ত নিন।

কুম্ভঃ স্থান-কাল না বুঝে অবান্তর কথা বলায় সম্মান নষ্ট হতে পারে। আজ সমাজসেবার কাজে কিছু দান করতে ইচ্ছে করবে। ব্যবসায় দিকে অর্থ সাহায্য পাওয়ার সুযোগ কাজে লাগান। উপার্জনের ভাগ্য ভাল থাকবে।

মীনঃ গৃহে কোনও প্রিয় আত্মীয় সমাগমে মনকে আনন্দ দেবে। আজ বন্ধুদের সঙ্গে আড্ডা বা গল্প ফোনে জমবে ভালই। স্বামী স্ত্রীর মধুর সম্পর্ক বজায় থাকবে। প্রেমে হতাশা থাকবে।

বিঃদ্রঃ মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। মানুষের ভাগ্য বদলানর বিষয়টি মানুষের নিজের উপর নির্ভর করে, রাশিফলের উপর নয়। তাই আপনার দৈনন্দিন জীবনের জন্য একটি গাইড হিসাবে রাশিফলের উপর আঁকড়ে থাকা নিজের প্রতি ন্যায়সঙ্গত নয়। রাশিফলকে বিশ্বাস-অবিশ্বাস করা আপনার ব্যাপার। এর দায় GNE বাংলার নয়।