বিক্রম ব্যানার্জী: পছন্দের মানুষকে বিয়ে করার পর দাম্পত্য সুখ সকলের কপালে জোটে না। দীর্ঘদিনের পথ অতিক্রম করে একটা সময়ে সবচেয়ে পছন্দের মানুষটাই হয়ে ওঠে বিরক্তির কারণ। নেপথ্যে যদিও দুই পক্ষের একাধিক ভুল ও মতের অমিল। কাজেই জীবন সঙ্গিনীর সাথে স্বপ্নের সিঁড়িতে ওঠা ব্যক্তিকে সেখান থেকে হুড়মুড়িয়ে পড়তে হয়। ফলত দূরত্বের মাধ্যম হিসেবে আসে ডিভোর্সের চিন্তা। যদিও এই ঘটনা বর্তমানে অহরহ ঘটে। কিন্তু নিজের ডিভোর্স (Divorce) উদযাপন করার মতো দৃশ্য সত্যিই বিরল। সম্প্রতি ঠিক এমনই এক দৃশ্যের উদয় হয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে।
Happy divorce 💀
Posted by Orangi memes on Thursday, October 31, 2024
নিজের ডিভোর্সের মুহূর্ত উদযাপন করলেন তরুণী
সম্প্রতি সোশ্যাল মিডিয়ার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়াচ্ছে এক তরুণীর দুঃসাহসিক কর্মকাণ্ডের ভিডিও। ভাইরাল সেই ভিডিওটিতে নীল পোশাকে সুসজ্জিত এক তরুণীকে একটি গোলাপি রঙের কেক কাটতে দেখা যাচ্ছে। কেকটির ওপর বার্থডে বা অ্যানিভার্সারির বদলে লেখা ‘হ্যাপি ডিভোর্স’। কেকে কেটে বিচ্ছেদ উৎযাপনের জন্য ঘর সাজানো হয়েছে রকমারি জিনিস দিয়ে। দেওয়ালেও লেখা হয়েছে হ্যাপি ডিভোর্স। কেক কেটে নিজে খাওয়ার পর প্রাক্তন স্বামীর সাথে তোলা ছবি গুলি টেনে টেনে ছিঁড়ছেন তরুণী তাও আবার এক গাল হাসিমুখ নিয়ে। যেই দৃশ্য সমাজ মাধ্যমে পা রাখতেই ভাইরাল হয়েছে দাবানলের গতিতে।
আরও পড়ুন: আমেরিকার নিষেধাজ্ঞা সত্ত্বেও ইজরায়েলকে দাঁতভাঙা জবাব দেবে ইরান! হুঁশিয়ারি খামেনির
উল্লেখ্য, তরুণীর ডিভোর্স উদযাপনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় আসার পর থেকেই ঝোড়ো গতিতে ছড়িয়ে পড়েছে। এখনও পর্যন্ত 14 লাখেরও বেশি নেট নাগরিক ভিডিওটি চাক্ষুষ করেছেন। ভিডিও দেখার পাশাপাশি রিয়্যাক্ট দিয়েছেন প্রায় 7 হাজার 200 জন। সেই সাথে এসেছে অসংখ্য মিশ্র প্রতিক্রিয়া। তরুণীর এমন পদক্ষেপ যে সমাজ মাধ্যমের নাগরিকরা ভাল ভাবে নেননি তা বোঝা যায় ভিডিওটির কমেন্ট বক্সে চোখ রাখলেই। তরুণীর ডিভোর্স উদযাপনের ভিডিও দেখে একজন তার প্রাক্তন স্বামীকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, তোমার প্রাক্তন স্বামীকে শুভেচ্ছে। তিনি খুব ভাগ্যবান যে তার ডিভোর্স হয়েছে। আরেকজন লিখেছেন, বিচ্ছেদের উদযাপন করে বিবাহের মতো পবিত্র সম্পর্ককে অসম্মান করা হল।
ভাইরাল ভিডিওটির সত্যতা যাচাই করেনি GNE বাংলা।