রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতিকে কেন্দ্র করে সরগরম জাতীয় রাজনীতি। চলছে লোকসভা নির্বাচন। তারই মাঝে এবার যাচাই হবে বাম আমলে নিযুক্ত শিক্ষকদেরও নথি। স্কুলে স্কুলে প্রধান শিক্ষকদের কাছে চেয়ে পাঠানো হয়েছে কর্মরত সমস্ত শিক্ষক শিক্ষিকাদের নিয়োগ সংক্রান্ত সমস্ত নথি।
সব শিক্ষকদের নিয়োগ সংক্রান্ত নথি তলব
জানা গিয়েছে, কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর নির্দেশে শিক্ষা দফতরের তরফে রাজ্যের স্কুলগুলির প্রধান শিক্ষকদের কাছে চেয়ে পাঠানো হয়েছে স্কুলে কর্মরত সমস্ত শিক্ষক শিক্ষিকাদের নিয়োগ সংক্রান্ত নথি। স্কুল পরিদর্শকের কাছে প্রধান শিক্ষকেরা সেই নথি জমা দেবেন। ১৯৯৭ সালে এসএসসি কর্তৃক পরীক্ষা নিয়ে স্কুলে নিয়োগ শুরু হয়। তার আগে স্কুলের পরিচালন কমিটির মাধ্যমে নিয়োগ হত। রাজ্যের নথি তলবে আতান্তরে পড়তে পারেন বহু আগে নিযুক্ত সেই সমস্ত শিক্ষক শিক্ষিকারা।
আরও পড়ুনঃ সরকারি কর্মচারীদের জন্য খুশির খবর, বাড়তে চলছে মহার্ঘ ভাতা
সমালোচনা বামেদের
অন্যদিকে ভোটের আবহে এই নথি তলবকে তীব্র কটাক্ষ করেছেন সিপিআই(এম) নেতা তথা নিয়োগ দুর্নীতির মামলার সঙ্গে যুক্ত আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। ভোটের আবহে সমস্ত কিছুকে ঘেঁটে দেওয়ার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ এনেছেন তিনি।