বিক্রম ব্যানার্জী: হিন্দি না জানার কারণে বাংলার বুকে চরম হেনস্থার শিকার হলেন এক বৃদ্ধ বাঙালি! সম্প্রতি এমনটাই দাবি করা হয়েছে সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে(Viral video)। নেট দুনিয়ার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়ানো সেই দৃশ্যে ভিন রাজ্যের এক যুবককে বলতে শোনা গিয়েছে, বাংলায় কথা বললে পশ্চিমবঙ্গবাসীর ঠাঁই হবে বাংলাদেশে! এরপরই হিন্দিভাষী ওই যুবকের সাথে তুমুল বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন এক বাঙালি।
X হ্যান্ডেলে পোস্ট হওয়া পোস্ট হওয়া ভিডিওটিতে দেখা গিয়েছে, পশ্চিম বর্ধমানের রূপনারায়নপুরের বন্ধু মেলায় একজন বাঙালি ব্যক্তির সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েছেন ভিন রাজ্যের এক হিন্দিভাষী যুবক। পশ্চিমবঙ্গে থাকতে গেলে বাংলায় কথা বলতে হবে, এই মন্তব্য শুনেই একপ্রকার তেলেবেগুনে জ্বলে ওঠেন ওই অবাঙালি। গোটা দৃশ্যে তাকে নিজের অবস্থানে অনড় থাকতে দেখা গিয়েছে। অন্যদিকে বাঙালি ব্যক্তিও সহজে হাল ছাড়বার পাত্র নন। বাংলা ভাষাকে এগিয়ে রেখে তিনিও একপ্রকার বাকযুদ্ধ চালিয়ে গিয়েছেন।
দুই পক্ষের মাঝে দাড়িয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন আরেক যুবক। যেই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় পা রাখতেই ভাইরাল হচ্ছে দাবানলের গতিতে। ভিডিওটি দেখার পাশাপাশি নিজেদের মতামত জানিয়েছেন নেট নাগরিকরা। ভিডিওটির কমেন্ট বক্সে চোখ রাখলে দেখা যাবে, বেশিরভাগ ভোটই পড়েছে বাংলা ভাষার পক্ষে। তাদের মধ্যে একজন লিখেছেন, ‘বাঙ্গালী ঘুমিও না জাগো’। ভিডিওর উপস্থাপককে সমর্থন জানিয়ে আরেকজন লেখেন, ‘ গর্গ দা, এর বাড়ি যেতে হবে’ সবমিলিয়ে গর্গ চ্যাটার্জী নামক এক ব্যক্তির X হ্যান্ডেল থেকে পোস্ট হওয়া ভিডিওটি এখন সমাজ মাধ্যমে নিজের জায়গা খুঁজে নিতে ব্যস্ত।
বাংলার মাটিতে বাংলা বললে ওদের কাছে তুমি বাংলাদেশী, সে তুমি নিজেকে তৃণমূল, সিপিএম, বিজেপি, হিন্দু, মুসলমান, ধনী, গরীব, যা মনে কর। পশ্চিম বর্ধমান জেলার রূপনারায়ণপুরের ঘটনা। বন্ধুমেলাতে স্ট্যান্ডে হিন্দি বুঝতে না পেরে বাংলা বলতে বললে এক বয়স্ক বাঙালিকে হেনস্থা করে ওদেল যুবকরা। pic.twitter.com/wxkz1HYzEz
— Garga Chatterjee (@GargaC) November 15, 2024
ভিডিওটির সত্যতা যাচাই করেনি GNE বাংলা।
আরও পড়ুন: ফের শিরোনামে বাংলাদেশ, কোয়ার্টারে লুটপাট চালিয়ে এক শিশুকে তুলে নিয়ে গেল ডাকাত দল