Dehradun Accident Viral Video: দেরাদুনের মর্মান্তিক পথদুর্ঘটনা কাণ্ডে নয়া মোড়, ভাইরাল মৃত 6 পড়ুয়ার হাউস পার্টির ভিডিও

Published On:

বিক্রম ব্যানার্জী: দেরাদুনের ভয়াবহ পথ দুর্ঘটনা(Dehradun accident) কাণ্ডে চাঞ্চল্যকর মোড়। গত 12 নভেম্বর ট্রাকের সাথে সংঘর্ষে যে 6 জন পড়ুয়ার মৃত্যু হয়েছিল সম্প্রতি তাদেরই একটি ভিডিও ভাইরাল(Viral video) হয়েছে সমাজ মাধ্যমে। ভিডিওটি সোশ্যাল প্ল্যাটফর্মে এনে দাবি করা হয়েছে, দুর্ঘটনার কিছু মুহূর্ত আগে ওই তরুণ-তরুণীরা একটি হাউস পার্টিতে মদ্যপান করেছিলেন। এরপরই মদ্যপ অবস্থায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তারা। ভিডিওটিতে, যুবক-যুবতীদের গ্লাস হাতে রঙিন মুহূর্ত উদযাপন করতে দেখা গিয়েছে।

আরও পড়ুন: স্বাধীনভাবে বাঁচতে জন্মভূমি ছাড়তে মরিয়া 40 শতাংশ পাকিস্তানি

কয়েক সেকেন্ডের সেই ভাইরাল ভিডিওটিতে স্পষ্ট দেখা যাচ্ছে, কয়েকজন যুবক-যুবতী হাতে গ্লাস নিয়ে নাচানাচি করছেন। তাদের উল্টোদিকে সোফায় বসে রয়েছেন আরও দুজন তরুণী। সম্ভবত কাচের গ্লাসে করে তরল পরিবেশন করছিলেন তারা। পথ দুর্ঘটনায় নিহত পড়ুয়াদের রঙিন মুহূর্তের দৃশ্য সমাজ মাধ্যমে পোস্ট করে নেট দুনিয়ায় সাড়া ফেলেছেন বেশ কয়েকজন নেটিজেন। যা সমাজ মাধ্যমে পা রাখতেই ভাইরাল হচ্ছে দাবানলের গতিতে। সেই সাথে পড়ুয়াদের কুকর্মের কথা উল্লেখ করে তাদের বাবা-মায়েদের এক জোটে নিশানা করেছেন বেশ কয়েক নেটবাসী।

উল্লেখ্য, গত 12 নভেম্বর ভোররাত দেড়টা নাগাদ দেরাদুনের ওএনজিসি চকের কাছে একটি ট্রাকের সাথে প্রায় মুখোমুখি সংঘর্ষ হয়েছিল পড়ুয়াদের টয়োটা ইনোভা গাড়িটির। মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল 6 জন পড়ুয়ার। পাশাপাশি গুরুতর আহত হয়েছিলেন গাড়ির সপ্তম যাত্রী। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিনার্জি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে হাসপাতলে চিকিৎসাধীন সিদ্ধেশ আগরওয়াল নামক বছর 25-এর ওই ব্যক্তির অবস্থা স্থিতিশীল। তবে মাথায় গুরুতর আঘাত লাগার কারণে পুলিশকে কোনও রকম বিবৃতি দিতে পারছেন না তিনি।

ভাইরাল ভিডিওটির সত্যতা যাচাই করেনি GNE বাংলা