রাজীব ঘোষ: এমন অনেকেই আছেন, যারা ১০টা- ৫টার বাঁধা গতে অফিসে গিয়ে নিয়ম মেনে চাকরি করতে চান না। আবার বাইরে ব্যবসা করলে কতখানি লাভবান হবেন, সেই চিন্তাও মাথায় ভিড় করে আসে। তাহলে করবেনটা কী?আর চিন্তা করতে হবে না। একেবারে ঘরে বসেই(Home based job) মোটা টাকা উপার্জন করার সুযোগ রয়েছে। নিয়ম করে ১০টা- ৫টার অফিস না করেও সততার সঙ্গে বাড়িতে বসেই বেশ কিছু পদ্ধতিতে হাজার হাজার টাকা রোজগার করতে পারেন। ইতিমধ্যেই দুনিয়া ডিজিটাল হয়েছে। বহু কাজের ক্ষেত্র এমন তৈরি হয়েছে, যা বাড়িতে বসে অনলাইনে করে ফেলা সম্ভব। হাতের স্মার্টফোন বা ল্যাপটপ, ট্যাবের মাধ্যমে সেই কাজ করে ফেলা যায়। ভালো টাকা উপার্জন করা যায়। এরকমই কয়েকটি কাজের দিশা এই প্রতিবেদনে জানানো হবে।
Shopping Consultant প্রত্যেকের স্টাইল স্টেটমেন্ট আলাদা। এই পেশাকে আপনি ফুল টাইম পেশা হিসেবে নিতে পারেন। এই মুহূর্তে শপিং কনসালটেন্টদের প্রচুর চাহিদা। যদি স্টাইলিং পছন্দ করেন, ফ্যাশন সম্বন্ধে আগ্রহী হন, তাহলে এই পেশা আপনার জন্য উপযুক্ত। এমন বহু সেলিব্রিটি বা অভিনেতা, অভিনেত্রীরা রয়েছেন, যারা খোলা মার্কেটে বা কোনো শপিং মলে গিয়ে সাধারণ মানুষের মতো কেনাকাটা করতে পারেন না। ব্যস্ততার কারণেও সেটা হয়তো করা হয়ে ওঠেনা। আর তারাই শপিং কনসালটেন্ট বা পরামর্শদাতা নিয়োগ করেন। এই কনসালটেন্টদের কাজ হল ক্লায়েন্টের পছন্দ অনুযায়ী বিভিন্ন পোশাক-আশাক কেনাকাটা করা।
আরও পড়ুনঃ আজকের রাশিফল ১৭/৭/২০২৪
Food Critic এখন তো সোশ্যাল মিডিয়া জুড়ে ফুড ভ্লগারদের রমরমা। যেকোনো রেস্তোরাঁ বা হোটেলে গিয়ে বিভিন্ন ধরনের খাবার নিয়ে তার রিভিউ করতে দেখা যায়। যদি খাওয়া-দাওয়া পছন্দ করেন, রেস্তোরাঁ এবং ক্যাফেগুলিতে আপনাকে আমন্ত্রণ পাঠানো শুরু হবে। যদি কিনা একজন ফুড ক্রিটিক হিসেবে নিজে পরিচিতি তৈরি করতে পারেন। ফুড ক্রিটিক কাজগুলি গুগল ম্যাপস এবং সোশ্যাল মিডিয়া সাইটগুলিতে পোস্ট করতে পারেন। সেখান থেকেই আপনার যোগাযোগ তৈরি হয়ে যাবে। আপনার সময় এবং ইচ্ছা অনুযায়ী কাজ বেছে নিতে পারেন।
Book Review Work যদি বই পড়ার শখ থাকে, বই পড়তে ভালোবাসেন, এই শখকেই আপনি ফুলটাইম পেশায় পরিণত করে কয়েক হাজার টাকা রোজগার করতে পারেন। আপনি বাড়ি থেকেই এই বুক রিভিউ জব করতে পারেন। এই কাজের জন্য কোথাও যেতে হবে না। চাইলে লেখকদের সঙ্গে যোগাযোগ তৈরী করতে পারেন। কোনো প্রকাশনা সংস্থার সঙ্গে কথা বলতে পারেন। যদি সোশ্যাল মিডিয়ায় বুক রিভিউ নিয়ে ব্লগ তৈরি করতে পারেন, সে ক্ষেত্রেও ভালো রোজগার করার সম্ভাবনা রয়েছে।