India Post: ডাক বিভাগের কয়েক হাজার শূন্য পদে মাধ‍্যমিক যোগ‍্যতায় নিয়োগ শুরু, আবেদন পদ্ধতি দেখে নিন

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

রাজীব ঘোষ: চাকরিপ্রার্থীদের আরো একটি সুখবর। কেন্দ্রীয় সরকারের ডাক বিভাগ(India Post) কয়েক হাজার শূন্য পদে নিয়োগ করতে চলেছে। যে সমস্ত চাকরিপ্রার্থীরা ভারতীয় পোস্ট বিভাগে চাকরি করতে ইচ্ছুক, তারা এক্ষুনি ইন্ডিয়ান পোস্ট এর বিভিন্ন শূন্য পদে নিয়োগের জন্য আবেদন শুরু করতে পারেন। ইন্ডিয়া পোস্ট ডিপার্টমেন্টের তরফে যে সমস্ত পদে নিয়োগ হবে, তার বিস্তারিত পদ্ধতি এখানে জানানো হলো:

প্রথমেই জেনে নেওয়া যাক শূন্য পদের সংখ্যা সারাদেশে ৪৪,২২৮ টি শূন্য পদ পূরণ করা হবে।
যে সমস্ত পদে ভারতীয় পোস্ট বিভাগ নিয়োগ করবে তার মধ্যে রয়েছে… গ্রামীণ ডাক সেবক(GDS), শাখা পোস্টমাস্টার(BPM) এবং সহকারী শাখা পোস্টমাস্টার(ABPM) ভারতীয় পোষ্ট বিভাগ যোগাযোগ মন্ত্রকের অধীনে একটি সরকারি সংস্থা।

শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হলেই এই পদে নিয়োগের জন্য আবেদন করা যাবে।

ইন্ডিয়া পোস্ট জিডিএস নিয়োগের আবেদন প্রক্রিয়া শুরু ১৫ জুলাই ২০২৪, চলবে ৫ আগস্ট ২০২৪ পর্যন্ত।
সংশোধন উইন্ডো ৬ আগস্ট ২০২৪ এ খোলা হবে এবং শেষ হবে ৮ আগস্ট ২০২৪

কিভাবে নিয়োগ করা হবে এই নিয়োগের জন্য কোনো পরীক্ষা নেওয়া হবে না। মাধ্যমিকের নম্বরের উপর ভিত্তি করেই চূড়ান্ত প্রার্থী নির্বাচন করা হবে।

ইন্ডিয়া পোস্ট জিডিএস ২০২৪: কিভাবে আবেদন করবেন প্রথমেই অফিশিয়াল ওয়েবসাইট indiapostgdsonline.gov.in এর হোম পেজে গিয়ে Candidate Corner বিভাগে রেজিস্ট্রেশনে ক্লিক করুন।
তারপর নাম, জন্মতারিখ, মোবাইল নম্বর, ইমেইল আইডি এবং শিক্ষাগত যোগ্যতার তথ্য দিয়ে পূরণ করে রেজিস্ট্রেশন করুন।
এরপর আবেদন করুন বা Apply Now লিংকটিতে ক্লিক করুন। আবেদন পত্র পূরণ করার পর সাবমিট বাটনে ক্লিক করে ভবিষ্যতের জন্য ফর্মটির প্রিন্ট আউট বের করে নিন।

ইন্ডিয়া পোস্ট জিডিএস নিয়োগের আবেদন করার জন্য প্রার্থীদের ১০০ টাকা আবেদন ফি দিতে হবে। মহিলা আবেদনকারী/ এসসি, এস টি, পি ডব্লিউ ডি এবং Transwomen আবেদনকারীদের কোনো ফি দিতে হবে না।

আরও পড়ুনঃ দেশের সেরা ১০টি স্কুল! দেখুন প্রকাশিত তালিকা

কি কি ডকুমেন্টস লাগবে মোবাইল নম্বর (OTP ভেরিফিকেশন হবে) আধার নম্বর, ইমেইল আইডি (OTP ভেরিফিকেশন হবে), দশম বা মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণের বোর্ড ও বছরের তথ্য,
.jpg/. jpeg format স্ক্যান করা ছবি (৫০ Kbর কম) এবং Scan করা সই ২০ Kb-র কম।