Raksha Bandhan: কৃষ্ণকে রাখি বেঁধেছিলেন কে? রাখি নিয়ে রয়েছে পৌরাণিক গল্প

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় রাখি পূর্ণিমা (Raksha Bandhan)। রাখি বন্ধনের (Raksha Bsndhan) দিন বোন বা দিদিরা ভাইয়ের হাতে রাখি বেঁধে তাঁদের জীবনের শুভ কামনা করেন। অন্যদিকে ভাইয়েরা বোন বা দিদিকে দেয় অশুভ থেকে রক্ষার প্রতিশ্রুতি। দিনটি ভাই-বোনের ভালোবাসা ও সম্পর্ক উদযাপনের দিন। এই রাখি পূর্ণিমাকে কেন্দ্র করেই জড়িয়ে আছে বেশ কিছু পৌরাণিক বিশ্বাস ও গল্প।

কথিত আছে, বামন অবতার রূপে বিষ্ণু ত্রিলোক বিজেতা অসুর রাজা বলির কাছ থেকে ত্রিলোক দান হিসাবে নেন। এরপর রাজা বলি বামনের পা নিজের মস্তকে স্থাপন করেন ও বিষ্ণুকে নিজের প্রাসাদে থাকার অনুরোধ করেন। বিষ্ণু সম্মত হয়ে সেই বর প্রদান করেন। অন্যদিকে এতে উদ্বিগ্ন হয়ে ওঠেন বিষ্ণুপত্নী লক্ষ্মী। তিনি নারদ মুনির পরামর্শে রাজা বলির হাতে সুতো বেঁধে তাঁর কাছে বিষ্ণুকে উপহার চান ও পুনরায় বিষ্ণুকে গোলকধামে প্রতিষ্ঠা করেন।

আরও একটি কথিত কাহিনী আছে যা মহাভারতের। কৃষ্ণ শিশুপালকে হত্যা করার জন্য যুদ্ধ করছিলেন, তখন কৃষ্ণের তর্জনী কেটে রক্তপাত শুরু হয়। দ্রৌপদী তার শাড়ির আঁচলের একটা টুকরো ছিঁড়ে শ্রীকৃষ্ণের হাতে বেঁধে দেন। এরপর শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে রক্ষা করার প্রতিশ্রুতি দেন। কৌরবদের দ্যুতক্রীড়া সভায় তিনি দ্রৌপদীকে লাঞ্ছনা থেকে রক্ষা করেন। দুর্যোধন বস্ত্রহরণ করলে কৃষ্ণের আশীর্বাদেই সেই বস্ত্র শেষ হয়নি।