Mohalaya 2024: মহালয়ায় এইবার সূর্যগ্রহণ! তর্পণ করা যাবে তো?

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

মহালয়া অমাবস্যার (Mohalaya 2024) তিথিতে পূর্ব পুরুষদের উদ্দেশ্যে তর্পণ, পিন্ডদান, শ্রাদ্ধ করার রীতি প্রচলিত রয়েছে দীর্ঘকাল ধরে। আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের প্রতিপদ থেকে পিতৃপক্ষ শুরু হয়। একপক্ষকাল, মানে ১৫ দিন পরলোকগত বিদেহী আত্মার স্মরণে বিভিন্ন আচার-অনুষ্ঠান পালন করা হয়। মহালয়ায় সেই পিতৃপক্ষের অবসানে শুরু হয় মাতৃপক্ষ। ভগবান, ঋষি ও পূর্বপুরুষের উদ্দেশ্যে তর্পণ করেন বিশ্বাসীরা। এইদিন গঙ্গাসহ রাজ্যের বিভিন্ন নদীর ঘাটে তর্পণ করতে দেখা যায় লক্ষ লক্ষ মানুষকে। কিন্তু এই বছর মহালয়ার আরও একটি বিশেষ ঘটনা ঘটতে চলেছে। মহালয়ায় এইবার হবে সূর্যগ্রহণ।

এই বছর মহালয়া ২ অক্টোবর তথা ১৫ আশ্বিন, বুধবার। অমাবস্যা তিথি শুরু হবে ১ অক্টোবর রাত ৯/৪/৪৯ মিনিট হতে এবং শেষ হবে ২ অক্টোবর রাত ১১/৫/৩৭ মিনিটে। কিন্তু একই সঙ্গে এই বছর পিতৃপক্ষের শেষদিন মহালয়ায় হবে সূর্যগ্রহণ। ভারতীয় সময় অনুযায়ী, ২০২৪ সালের দ্বিতীয় সূর্যগ্রহণ পড়ছে ২ অক্টোবর। ভারতে ২ রা অক্টোবর রাতে সূর্যগ্রহণ শুরু হবে রাত ৯ টা ১৩ মিনিটে, আর গ্রহণ শেষ হবে মধ্যরাত ৩ টে ১৭ মিনিটে।

স্বাভাবিক ভাবেই রাতে হওয়ার কারণে ভারতে সেই সূর্যগ্রহণ দেখা যাবে না। দক্ষিণ আমেরিকার উত্তরাঞ্চল, প্রশান্ত মহাসাগর, চিলি, পেরুতে পরিলক্ষিত হবে এই সূর্যগ্রহণ। যদিও মহালয়ার দিন সূর্যগ্রহণ থাকায়, তর্পণে কোনও প্রভাব পড়বে কি না, তা নিয়ে অনেকেই চিন্তিত। কিন্তু গ্রহণ ২রা অক্টোবর রাতে পড়েছে এবং অন্যদিকে মহালয়ার অমাবস্যা তিথি শুরু হবে ১ অক্টোবর রাত ৯/৪/৪৯ মিনিট হতে। ফলে ২ রা অক্টোবর ভোরের তর্পণে কোনও বাধা থাকছে না বলেই মত বিশেষজ্ঞদের।