Kharagpur IIT: বাঙালি অধ্যাপক সম্মানিত আইআইটি খড়গপুরের সমাবর্তনে

Published On:

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য
খড়গপুর আইআইটি (Kharagpur IIT) দেশের প্রাচীনতম আইআইটি। সম্প্রতি সম্পন্ন হল আইআইটি খড়গপুরের (Kharagpur IIT) ৭০তম সমাবর্তন অনুষ্ঠান। সেখানে ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট’ সম্মানে (Lifetime Achievement Award 2025) সম্মানিত করা হল আইআইটি খড়গপুরের প্রাক্তনী তথা ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও বিজ্ঞানী প্রফেসর বিশ্বনাথ চ্যাটার্জিকে।

গত সোমবার আইআইটি খড়গপুরের নেতাজি অডিটোরিয়ামে সূচনা হয় প্রতিষ্ঠানের ৭০তম সমাবর্তনের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইআইটি খড়গপুরের প্রাক্তনী তথা ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের প্রফেসর প্রদীপ কে. খোসলা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আইআইটি খড়গপুরের প্রাক্তনী তথা UGC-র প্রাক্তন ভাইস চেয়ারম্যান ড. ভূষণ পটবর্ধন। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ৭ জন প্রাক্তনীকে লাইফ ফেলো অ্যাওয়ার্ড দেওয়া হয়। ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার ২০২৪’ দেওয়া হয় আইআইটি খড়রপুরেরই প্রাক্তনী তথা অধ্যাপক বিশ্বনাথ চ্যাটার্জিকে।

সাম্প্রতিক সময়ে বিজ্ঞান ও গবেষণার বিভিন্ন ক্ষেত্রে আইআইটি খড়গপুরের অবদান উঠে আসে আলোচনায়। ভারতের আধ্যাত্মিক চেতনার সঙ্গে বিজ্ঞানভাবনার মেলবেন্ধনের বার্তাও দেওয়া হয়। পড়ুয়াদের শিক্ষাক্ষেত্র ও গবেষণার সঙ্গে সমাজের ডাকে সাড়া দিয়ে সারা বিশ্বকে গর্বিত করার আহ্বানও জানানো হয়। অনুষ্ঠানে ৪৪৮ জনের হাতে পিএইচডি-র শংসাপত্র তুলে দেওয়া হয়। সেই সঙ্গে ৩৪৫৬ জন পড়ুয়াকে বিভিন্ন ডিগ্রির শংসাপত্র প্রদান করা হয়।