Khalistani attack: ভয়ঙ্কর ঘটনা! কানাডার হিন্দু মন্দিরে ঢুকে হামলা চালাল খালিস্তানি সমর্থকরা, ভাইরাল ভিডিও

Last Updated:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

বিক্রম ব্যানার্জী: কানাডার ব্রাম্পটনের হিন্দু মন্দিরে ঢুকে খালিস্তানি সমর্থকরা বেশ কয়েকজন শিশু এবং মহিলাকে বেধড়ক মারধর করেছে। সম্প্রতি হিন্দু বিরোধী খালিস্তানি বিচ্ছিন্নতাবাদীদের হিংসাত্মক হামলার(Khalistani attack) সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে কানাডায় হিন্দু সম্প্রদায়ভুক্ত মানুষের জন্য কাজ করা হিন্দু আমেরিকান ফাউন্ডেশন নামক একটি অলাভজনক সংস্থা।

আরও পড়ুন: বাজার কাঁপাতে আসছে Oppo Reno 13 ও 13 Pro! কেনার আগে অবশ্যই দেখুন

ভাইরাল ভিডিও

হিন্দু আমেরিকান ফাউন্ডেশন নামক একটি X হ্যান্ডেল থেকে দাবানলের গতিতে ভাইরাল হয়েছে খালিস্তানি উগ্র সমর্থকদের হামলার একটি ভিডিও। যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে, হাতে লাঠি নিয়ে কিছু হিন্দু সম্প্রদায় ভুক্ত ভারতীয়দের তাড়া করেছে খালিস্তানি সমর্থকরা। ধর্মীয় পতাকা হাতে নিয়ে ক্রমশ হিন্দু মন্দিরের দিকে এগিয়ে আসছে তারা। সমর্থকদের আটকাতে গিয়ে বেধড়ক ধবল ধোলাই খেতে হয়েছে বেশ কয়েকজন।

সেই সাথে খালিস্তানি সন্ত্রাসীদের হাত থেকে রেহাই পায়নি শিশু এবং মহিলারাও।একজোট হয়ে লাঠি দিয়ে অপরপক্ষকে সপাটে কষাচ্ছেন অজ্ঞাত পরিচয়ে খালিস্তানি যুবকেরা। একই সঙ্গে চলছে কিল,চর-ঘুষিও। যেই দৃশ্য ক্যামেরাবন্দি হতেই পা রেখেছে নেট দুনিয়ায়। যা দেখার পর এক প্রকার আঁকতে উঠছেন নেট নাগরিকরা।

উল্লেখ্য, কানাডার হিন্দু সভা মন্দিরে খালিস্তানি চরমপন্থীদের হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সোমবার X হ্যান্ডেলে ধর্মীয় স্বাধীনতার ওপর গুরুত্ব দিয়ে ট্রুডো লেখেন, ‘প্রত্যেক কানাডিয়ানের নিজের ধর্ম মেনে চলার অধিকার রয়েছে। তবে আজ ব্রাম্পটনের হিন্দু সভা মন্দিরে যে সহিংসতার ঘটনা ঘটেছে তা সত্যিই দুঃখজনক এবং অগ্রহণযোগ্য।’