রবিবার পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের ঝাড়গ্রাম(Jhargram) জেলা সম্মেলন অনুষ্ঠিত হয় ঝাড়গ্রাম রেঞ্জ অফিসের মিটিং হলে। সম্মেলনের শুরুতে আর জি কর হাসপাতালের (RG KAR Hospital) ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত বিচার বিভাগীয় তদন্ত করে কঠোর শাস্তির দাবিতে ঝাড়গ্রাম শহরে প্রতিবাদ মিছিল করা হয়।
আরও পড়ুন: রাজ্যকে শর্ত কেন্দ্রের, পূরণ হলে মিলবে ১০০ দিনের কাজের বকেয়া টাকা
সম্মেলনে মঞ্চ থেকে আশা কর্মীরা দাবি তোলেন স্থায়ী কর্মচারীর মর্যাদা, ফিক্সড ভাতা বৃদ্ধি, ফরম্যাট প্রথা বাতিল ও পেনশন চালু করতে হবে। সম্মেলনে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের রাজ্য কমিটির সদস্য শিপ্রা ঘোষাল এবং এআইইউটিইউসি-র রাজ্য সহ সভাপতি নন্দ পাত্র।
সম্মেলনে জেলার বিভিন্ন ব্লক থেকে ২৫০ জন আশা কর্মী উপস্থিত ছিলেন। জ্যোৎস্না সিংহ রায় কে সভানেত্রী ও জ্যোৎস্না মাইতি এবং মুনমুন বিশালকে যুগ্ম সম্পাদিকা করে ৫৮ জনের জেলা কমিটি গঠিত হয়।