Janmashtami 2024: জন্মাষ্টমী কবে ও কখন? জানুন পুজোর তিথি

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

জন্মাষ্টমী (Janmashtami 2024) শ্রীকৃষ্ণের জন্মতিথি। দ্বাপর যুগে ভগবান বিষ্ণুর অষ্টম অবতার কৃষ্ণের জন্মতিথি হিসাবে পালন করা হয় দিনটি। পুরাণ ও লোককথা মতে ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের মধ্যরাতে অষ্টমী তিথিতে কংসের কারাগারে জন্ম নেন বাসুদেব ও দেবকীর সন্তান কৃষ্ণ। সনাতন ধর্মাবলম্বীরা এইদিনটি শ্রীকৃষ্ণের পূজা অর্চনায় অতিবাহিত করেন। সারাদেশে কৃষ্ণভক্ত মানুষজন বিভিন্নভাবে কৃষ্ণের পুজো ও অন্যান্য আচারের মাধ্যনে দিনটি পালন করেন।

জন্মাষ্টমী কবে?

এই বছর আগামী সোমবার তথা ২৬ আগস্ট পালিত হবে জন্মাষ্টমী। অষ্টমী তিথি শুরু হবে ২৬ আগস্ট ২০২৪, ভোর ৩টে ৪০ মিনিটে। অষ্টমী তিথি সমাপ্ত হবে ২৭ আগস্ট ২০২৪, সকাল ২টো ২০ মিনিটে। এই বছর জন্মাষ্টমীর অষ্টমী তিথির পুজোর সময় পড়েছে রাতে।

এই বছরে কৃষ্ণ জন্মাষ্টমীর পুজোর সময়-

ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি মধ্যরাতে। তাই ২৬ আগস্ট রাত ১২টা থেকে ১২টা ৪৫ মিনিট পর্যন্ত পুজোর জন্য ৪৫ মিনিট সময় নির্ধারিত রয়েছে। ব্রতভঙ্গের সময় ২৭ আগস্ট ২০২৪, সকাল ১১টা পর্যন্ত।

জন্মাষ্টমীতে রোহিণী নক্ষত্রের সময়-

পুরাণ অনুসারে, রাত্রি বারোটায় রোহিণী নক্ষত্রে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। এই বিশ্বাস অনুসারে, জন্মাষ্টমীতে রোহিণী নক্ষত্রের সময় ভক্তদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এই বছর জন্মাষ্টমীতে রোহিণী নক্ষত্র শুরু হচ্ছে ২৬ আগস্ট সন্ধ্যা ৩টে ৫৫ মিনিটে এবং রোহিণী নক্ষত্র সমাপ্ত হবে ২৭ আগস্ট সকাল ২টো ২০ মিনিটে।