Mutual Fund: দারুণ সুযোগ, এইভাবে টাকা রাখলে হয়ে যাবেন কোটিপতি, ৩ টি টিপস দেওয়া হলো, দেখুন

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

রাজীব ঘোষ: যেভাবে লাগামছাড়া জিনিসপত্রের দাম বাড়ছে, ভবিষ্যতে সেই মূল্যবৃদ্ধির সঙ্গে পাল্লা দিতে গেলে শুধুমাত্র ব্যাংক বা পোস্ট অফিসে সঞ্চয় করলেই হয় না। এই মুহূর্তে Mutual Fund বা শেয়ার বাজারেও বিনিয়োগ করার প্রয়োজন রয়েছে। আর সেই দিকে লক্ষ্য রেখেই এখানে Mutual Fund Investment বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করা হবে। প্রথমেই জেনে রাখা দরকার, Mutual Fund বিক্রি হয় বিভিন্ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, মিউচুয়াল ফান্ড হাউস, ফান্ড ডিস্ট্রিবিউটারদের কাছে। সরাসরি শেয়ারবাজারে গিয়ে অধিক মাত্রায় ঝুঁকি নিয়ে স্টক কেনার থেকে Mutual Fund এ নিয়মিত পদ্ধতিতে বিনিয়োগ করলে দীর্ঘমেয়াদি প্ল‍্যানে, তাহলে একটা বিরাট সম্পদ তৈরি করা যায়।

প্রথমেই আলোচনা করা যাক, SIP বিষয়টি নিয়ে। এটি হলো সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল‍্যান(Systematic Investment Plan) অর্থাৎ প্রতিমাসে আপনি Mutual Fund এ একটি নির্দিষ্ট পরিমাণ টাকা জমা করছেন। তবে এই টাকা আপনার দীর্ঘমেয়াদি পরিকল্পনা করে জমা করা উচিত। তার কারণ, তা নাহলে যে ধরনের রিটার্ন চাইছেন তা পাবেন না।এক্ষেত্রে বেছে নিতে হবে মিড ক্যাপ ফান্ড বা স্মল ক্যাপ ফান্ড। এই দুটি ফান্ডের মধ্যে কোনো একটি ফান্ডে আপনি এসআইপির মাধ্যমে বিনিয়োগ করতে পারেন। যদি অন্তত ১০ বছরের জন্য বিনিয়োগ করেন, তাহলে তারপর কমবেশি আনুমানিক রিটার্নের শতাংশ হিসাব করলে দেখা যাবে ১৫ শতাংশ হতে পারে। এর উপরেও পেতে পারেন। সেটা সম্পূর্ণ বাজারের উপর নির্ভর করে।

এবার যে ফান্ড নিয়ে আলোচনা হবে তা হলো, Lumpsum System এই কথার অর্থ হল, এককালীন আপনাকে টাকা জমা করতে হবে। এই এককালীন বিনিয়োগ করার ক্ষেত্রে আপনি মার্কেট রিস্ক SIP-এর মাধ্যমে যেভাবে করতেন, তার তুলনায় বেশ খানিকটা কম। Lumpsum বিনিয়োগের ক্ষেত্রে হাইব্রিড ফান্ড, Large Fund বেছে নিতে পারেন। সেখানে বিনিয়োগ করলে কিছুটা কম হয়তো পাবেন মিডক্যাপ এবং স্মল ক্যাপের তুলনায়, তবে তাতেও আপনি লাভবান হবেন এবং ঝুঁকি কম থাকবে। তবে এটাও দীর্ঘমেয়াদী হওয়া উচিত।

আরও পড়ুনঃ রেশন কেলেঙ্কারির ছায়া! খোদ কলকাতা থেকেই চাল পাচারকারী গ্রেফতার, শুরু হয়েছে তদন্ত

SWP এর পুরো অর্থ হলো Systematic Withdrawal Plan যেভাবে প্রথমেই সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা এসআইপি নিয়ে কথা বলা হয়েছে, ঠিক একই রকম এস ডব্লিউ পি হলো উল্টোটা। সিপ এর মাধ্যমে টাকা বিনিয়োগ করা হয়। আর SWP এর মাধ্যমে এটি নির্দিষ্ট তারিখে প্রতি মাসে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ওই টাকার ইন্টারেস্ট জমা হয়। এক্ষেত্রেও ওই Lumpsum বিনিয়োগের পদ্ধতি মেনেই আপনি যেকোনো দিন একটা নির্দিষ্ট মোটা অংকের টাকা বিনিয়োগ করতে পারেন।

সেই দিনের বাজারের দিকে লক্ষ্য রেখে বা কোনো বিশেষজ্ঞর সঙ্গে পরামর্শ করে বিনিয়োগ করবেন। তাহলে আপনি প্রতি মাসেই আপনার নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট থেকে ওই এসডব্লিউপি পদ্ধতির মাধ্যমে একটা ইন্টারেস্ট সমেত ভালো টাকা উইথড্র করতে পারবেন। এটাকেও ঘুরিয়ে ফিরিয়ে ওই এককালীন বিনিয়োগ বলা যেতে পারে। এক্ষেত্রেও হাইব্রিড ফান্ড, Debt Fund, Equity বেছে নেওয়া হয়ে থাকে। তবে এখানে আপনি পছন্দ অনুযায়ী যে কোনো দিন থোক টাকা বিনিয়োগ করার সুযোগ পাচ্ছেন।


বি:দ্র: বিনিয়োগ করার আগে বিশেষজ্ঞর পরামর্শ নেওয়া উচিত।