হিন্দু শাস্ত্র অনুযায়ী, এমন অনেক গাছ রয়েছে যেগুলিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বাস্তু মতে, এই ধরনের গাছ বাড়িতে এনে রোপন করলে সংসারের যাবতীয় দুঃখ-দুর্দশা দূর হয়। তেমনই এক গাছের কথা উল্লেখ করা হলো আজকের প্রতিবেদনে। সুখ সমৃদ্ধির পাশাপাশি পরিবারে আর্থিক স্বচ্ছলতা আনে এই গাছটি।দীর্ঘদিন ধরে চলা বিবাদ নিমেষেই মিটে যায় এর দৌলতে। অনেকেই মনে করেন, ভগবানের অত্যন্ত প্রিয় এই গাছ। কিন্তু ঠিক কোন গাছের কথা বলা হচ্ছে? রইল সেই তথ্য।
আরও পড়ুন: জুনিয়র চিকিৎসকদের উপর হামলার চক্রান্ত! সতর্ক করলেন কুণাল ঘোষ
এই গাছ আপনার জন্য শুভ হতে চলছে
বাস্তুশাস্ত্র অনুসারে, লজ্জাবতী গাছ বাড়িতে এনে লাগালে তা সংসারে সুখ সমৃদ্ধি বয়ে নিয়ে আসে। হিন্দু ধর্মে বহু গাছকেই দেবতা হিসেবে পুজো করা হয়। যদিও বাস্তু শাস্ত্র বলছে, লজ্জাবতী গাছ শনিদেবের অত্যন্ত প্রিয়। তাই এই গাছ বাড়িতে থাকলে সংসারে শনির কৃপা দৃষ্টি লাভ হয়। পাশাপাশি দীর্ঘদিন ধরে চলা পারিবারিক বিবাদ থেকে মুক্তি মেলে। আর্থিক উন্নতির ক্ষেত্রেও এই গাছের অবদান উল্লেখযোগ্য।
নিয়ম মেনে রোপন করুন এই গাছ
নীল রঙের লজ্জাবতী ফুলের গাছ যেহেতু ভগবান শনিদেবের খুব প্রিয়। তাই এই গাছ বাড়িতে আনার বিশেষ কিছু নিয়ম রয়েছে। লজ্জাবতী গাছ বাড়িতে রোপন করতে চাইলে সেক্ষেত্রে বাস্তু নিয়ম মেনে তবেই করা উচিত। অন্যথায় শনির রোষের মুখে পড়তে হতে পারে। সঠিক নিয়ম না মেনে এই গাছ বাড়িতে লাগালে রুষ্ট হন শনিদেব। তাই পরিবারের সুখ সমৃদ্ধি তথা আর্থিক স্বচ্ছলতা বজায় রাখতে বাস্তু নিয়ম মেনে তবেই লজ্জাবতী গাছ রোপন করুন।
প্রসঙ্গত, লজ্জাবতী গাছের পাতা স্পর্শ করলেই নুয়ে পড়ে। কাজেই এমন বৈশিষ্ট্যের একটি গাছ বাড়ির উঠোনের পাশাপাশি ঘরেও সাজিয়ে রাখতে পারেন। যদিও সেক্ষেত্রেও বাস্তু নিয়ম মেনে চলা আবশ্যিক। এমনই নতুন নতুন বাস্তু টিপস পেতে ফলো করুন আমাদের Google News।