Free Books: বিনামূল্যে রাশি রাশি বই, অভিনব উদ্যোগ উত্তরবঙ্গের গ্রামে

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

Free Books: তৈরি হল বাংলার প্রথম বইগ্রাম। মহারাষ্ট্র সহ অন্যান্য বেশকিছু রাজ্যে বইগ্রামের দেখা মিললেও বাংলায় এই ধরণের উদ্যোগ এই প্রথম। আলিপুরদুয়ারের রাজাভাতখাওয়া থেকে কিছুদূর এগোলেই পানিঝোড়া গ্রাম। শনিবার এই গ্রামের মাটিতেই উদ্বোধন হল রাজ্যের প্রথম বইগ্রামের। যেখানে বিনামূল্যে(Free Books) রাশি রাশি বই পাওয়া যাবে।

কী কী ধরনের বই পাওয়া যাবে এই বইগ্রামে? প্রশ্নের উত্তরে আলিপুরদুয়ারের জেলাশাসক আর বিমলা জানালেন আট থেকে আশি সকলের কথা ভেবেই তৈরি হয়েছে এই বইগ্রাম। এখানে শিশু – কিশোরদের জন্য বই যেমন মিলবে তেমনই মিলবে চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য বই। এই বইগ্রাম তৈরির ফলে একদিকে যেমন শিশু – কিশোর থেকে সব বয়সের মানুষ তাদের বই পড়ার খিদে মেটাতে পারবেন তেমনই অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া যুবক – যুবতীদের চাকরির প্রস্তুতির ক্ষেত্রেও সুবিধা হবে বলেও জানান আর বিমলা।

আরও পড়ুনঃ বড় অফারে বিকোচ্ছে Kia Seltos, ফিচার জানলে কিনতে ছুটবেন

প্রসঙ্গত, এই অঞ্চলের অনেকেই ফার্স্ট জেনারেশন লার্নার। এই বইগ্রাম যে তাদের উপকারে আসবে সে সম্পর্কে নিঃসন্দেহ অন্যতম উদ্যোক্তা পার্থ সাহা। তিনি বলেন, ‘এই অঞ্চলে বহু রাজবংশীর বাস। তারা বেশিরভাগ অর্থনৈতিক অবস্থার জন্য উচ্চশিক্ষার ক্ষেত্রে অসুবিধায় পড়েন। তাদের অসুবিধা কিছুটা হলেও দূর হবে। আজকের দিনে একের পর এক লাইব্রেরি যেখানে বন্ধ হচ্ছে সেখানে উত্তরবঙ্গের পানিঝোড়া গ্রামে আছে ১৫ টি ছোট লাইব্রেরি, ১ টি সেন্ট্রাল লাইব্রেরি। এই ঘটনা বর্তমান প্রজন্মের মধ্যে বই পড়ার আগ্রহ বাড়াবে।’