বিদ্যুৎস্পৃষ্ট (Electrocution) হয়েছেন কেউ! ঘাবড়ে না গিয়ে সিদ্ধান্ত নিন দ্রুত। বিদ্যুৎস্পৃষ্ট (Electrocution) ব্যক্তিকে রক্ষা করতে কী করা উচিৎ জেনে নিন এক নজরে।
১. কেউ বিদ্যুৎস্পৃষ্ট হলে কোনোভাবেই কেউ তাঁকে স্পর্শ করবেন না। কাঠের টুকরো, রাবারের লাঠি এই ধরণের তড়িৎ অপরিবাহী বস্তু দিয়ে তড়িৎস্পৃষ্ট ব্যক্তিকে আঘাত করে বিদ্যুতের উৎস থেকে সরিয়ে দিন।
২. এই সময়ে দ্রুত কাউকে বিদ্যুৎ পরিবহনের মেইন সুইচ বন্ধ করতে বলুন।
৩. অনেক সময় বিদ্যুৎস্পৃষ্ট ব্যক্তির শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়। সেক্ষেত্রে বুকে চাপ দিয়ে শ্বাস চালুর চেষ্টা করুন।
৪. বিদ্যুৎস্পৃষ্টকে গরম জল বা গরম দুধ খেতে দিন।
৫. রোগীকে দ্রুত হাসপাতালে নিয়ে যান।
আমরা যাতে বিদ্যুৎস্পৃষ্ট না হই সে জন্য কিছু সাবধানতা অবলম্বন করা উচিৎ৷
১. বিদ্যুতের কাজ করার সময় মেইন সুইচ বন্ধ করে নিন।
২. রাবারের জুতো পায়ে বিদ্যুতের কাজ করুন।
৩. ভেজা হাতে বাড়িতে বিদ্যুতের সুইচে হাত দেবেন না৷
৪. বাড়ির বিদ্যুৎবাহী তার খোলা অবস্থায় ফেলে রাখবেন না৷
৫. বাড়ির ইলেকট্রিক অয়্যারিং ও আর্থিং ঠিক রাখুন।