Durga Puja of Mallick Bari: পুজো হবে ‘উৎসব’ নয়! শতবর্ষে কোয়েল ও রঞ্জিত মল্লিকের বাড়ির পুজো

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

Durga Puja of Mallick Bari: কলকাতার তারকাদের বাড়ির দুর্গাপুজো গুলোর মধ্যে অবশ্যই অন্যতম ভবানীপুরের মল্লিক বাড়ির দুর্গাপুজো। পুজোর সাবেকি ঐতিহ্য থাকলেও বর্তমানে এটি কোয়েল মল্লিক ও রঞ্জিত মল্লিকের বাড়ির পুজো হিসেবেই বেশি পরিচিত। একসময় পুজো হত গুপ্তিপাড়ায় রঞ্জিত মল্লিকদের পৈত্রিক বাড়িতে। এখন হয় ভবানীপুরের বাড়িতে। এই বছর পুজোর শতবর্ষ। কিন্তু আরজি কর আবহে পুজো ম্লান। মল্লিকবাড়ির পুজো অনাড়ম্বর ভাবেই পালিত হবে এই বছর। পুজো হলেও ‘উৎসবে’ সামিল হবেন না মল্লিক বাড়ির সদস্যরা। এমনকি প্রতিমা দর্শনের জন্য দর্শনার্থীদের প্রবেশও বন্ধ।

রাধামাধব মল্লিকের ছেলেরা ১৯২৫ সালে প্রথম মল্লিক পরিবারে অন্নপূর্ণা রূপে দেবী দুর্গার আরাধনা শুরু করেন। মল্লিক পরিবারে বৈষ্ণব আচার মেনে পূজিতা হন দেবী। জন্মাষ্টমীর পরের দিন হয় কাঠামো পুজো। মহালয়ার পর থেকে শুরু হয় চন্ডী পুজো। বোধনের আগে ডাকের সাজ, নাকের নথ, গলার হার, অস্ত্রদ্বারা সজ্জিত হন দেবী। বিশুদ্ধ সিদ্ধান্ত মতে অনুষ্ঠিত হয় পুজো। বাড়ির সদস্যদের নাটক, গান চলে। আগাগোড়া পুজোয় উপস্থিত থেকে পরিবারের সদস্যদের সঙ্গে হুল্লোড়ে মানে দুই জনপ্রিয় অভিনেতা কোয়েল মল্লিক ও রঞ্জিত মল্লিক। কিন্তু এই বছর শতবর্ষে এসেও সেই পুজো ‘উৎসব’বিহীন।

আরজি কর কাণ্ডের প্রতিবাদে বিগত এক মাস ধরে উত্তাল রাজ্য। জুনিয়র চিকিৎসকদের পাশাপাশি রাস্তায় নেমেছেন সর্বস্তরের মানুষজন। তিলোত্তমার বিচারের দাবিতে কলকাতা দেখেছে জলপ্লাবন। বাদ যায়নি গ্রামগঞ্জ, মফঃস্বলও। সেই প্রতিবাদের ঢেউ এবার মল্লিক বাড়ির দুর্গাপুজোতেও।