Viral video: আচমকা হার্ট অ্যাটাক চালকের, নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত গতিতে ছুটে চলেছে বাস! তারপর যা হল…

Last Updated:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

বিক্রম ব্যানার্জী: নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে যাত্রী নিয়েই গড়িয়েছিল বাসের চাকা। শহরের রাজপথ দিয়ে দ্রুত গতিতে ছুটে চলছিল বাসটি। এমন সময়ে আচমকা স্টিয়ারিং ছেড়ে নিচে লুটিয়ে পড়েন চালক। এদিকে ঘোড়ার থেকেও তীব্র গতিতে ছুটে চলেছে বাস, চালকহীন গাড়ির গতি নিয়ন্ত্রণ না করায় সেটি কিছুদূর গিয়েই পাশের একটি বাসে ধাক্কা মারে। সম্প্রতি এমনই এক দৃশ্য ভাইরাল(Viral video) হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটি X মাধ্যমে পোস্ট করে চালকের হার্ট অ্যাটাকের কথা জানিয়েছে ভিডিওটির উপস্থাপক।

আরও পড়ুন: ডোনাল্ড ট্রাম্পের জয়ের পরই হু হু করে বাড়ছে ইলন মাস্কের সম্পদ

ভাইরাল ভিডিও

সদ্য সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে বেঙ্গালুরুর একটি বাস দুর্ঘটনার দৃশ্য। যেখানে নেট নাগরিকদের নজর কেড়েছেন বাসের চালক। ভাইরাল সেই ভিডিওটিতে স্পষ্ট দেখা যাচ্ছে, ক্রমশ গতি বাড়িয়ে গন্তব্যের উদ্দেশ্যে ছুটে চলেছে বাস, হর্ন বাজিয়ে সামনের গাড়িগুলিকে সরে যাওয়ার নির্দেশ দিচ্ছেন চালক। এহেন আবহে গাড়িটি কিছুদূর যেতেই আচমকা সিট থেকে পড়ে যান বাসের চালক। ফলত নিয়ন্ত্রণ হারিয়ে সামনে দাঁড়িয়ে থাকা আরেকটি বাসের পাশ বরাবর সজোরে আঘাত করে দুর্ঘটনা কবলিত বাসটি।

অবস্থা বুঝে তড়িঘড়ি চালকের সিটের দখল নেন কন্ডাক্টর। কোনও মতে ব্রেক কষে গাড়িটিকে থামান তিনি। সেই সাথে প্রাণে রক্ষা পান বাসের আরোহীরা। এরপরই নিচে আধমরা অবস্থায় পড়ে থাকা চালককে টেনে তোলেন ওই ব্যক্তি। যেই দৃশ্য বাসে থাকা সিসিটিভিতে বন্দি হয়ে সোশ্যাল মিডিয়ায় আসতেই ভাইরাল হয়েছে দাবানলের গতিতে। ভিডিওটি X হ্যান্ডেলে পোস্ট করে চালকের হার্ট অ্যাটাকের কথা জানিয়েছেন প্রেরক। তবে তিনি জীবিত আছেন কিনা তার কোনও উল্লেখ ভিডিওটির ক্যাপশনে নেই।

ভিডিওর সত্যতা যাচাই করেনি GNE বাংলা