Bhai Phonta 2024: শ্রীকৃষ্ণকে ফোঁটা দেন সুভদ্রা, আপনি এবারে দেবেন কখন?

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

Bhai Phonta 2024: প্রতিবছর কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয় দিনে পালিত হয় ভাতৃ দ্বিতীয়া (Bhai Phonta)। কপালে ফোঁটা দিয়ে ভাইয়ের কুশল ও দীর্ঘায়ু কামনা করেন বোন ও দিদিরা। ভাই ফোঁটা (Bhai Phonta) নিয়ে পৌরাণিক কাহিনি অনুযায়ী, ধর্ম ও মৃত্যুর দেবতা যম তাঁর বোন যমুনার গল্প সমধিক প্রচলিত। কিন্তু এই অনুষ্ঠানের সঙ্গে রয়েছে শ্রীকৃষ্ণ (Shree Krishna Bhai Phonta) ও তাঁর বোন সুভদ্রার গল্পও।

পুরাণের কাহিনী অনুসারে, শ্রীকৃষ্ণে নরকাসুর নামে এক রাক্ষসকে বধ করেন। কথিত আছে, নরকাসুরকে বধ করার পর কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়ার দিন দ্বারকা নগরীতে প্রত্যাবর্তন করেন কৃষ্ণ। দাদার যুদ্ধে যাওয়া নিয়ে চিন্তিত ছিলেন বোন সুভদ্রা। বিজয়ী দাদার প্রত্যাবর্তনে মঙ্গল ডালি সাজিয়ে শ্রীকৃষ্ণকে বরণ করেন সুভদ্রা। সেই সঙ্গে তাঁর দীর্ঘায়ু ও শুভ কামনা করেন তিনি। সেই দিনটি ভাতৃ দ্বিতীয়া নামে সমাদৃত।

বর্তমানে কার্তিক মাসের শুক্ল পক্ষের দ্বিতীয়া তিথিতে সারাদেশে পালিত হয় ভাতৃদ্বিতীয়া। বাঙালিদের যেমন ভাঁই ফোঁটা, অন্যান্য জায়গায় তেমনই ভাই দুজ পালিত হয়। এই বছর ভাইফোঁটার দ্বিতীয়া তিথি ১৭ কার্তিক অর্থাৎ ৩ নভেম্বর রবিবার। দ্বিতীয়া তিথি শুরু হচ্ছে ২ নভেম্বর ১৬ কার্তিক সন্ধ্যা ৬ টা ৫৩ মিনিট ২৪ সেকেন্ড থেকে। দ্বিতীয়া তিথি শেষ হবে ৩ নভেম্বর ১৭ কার্তিক রাত্রি ৮ টা ১৫ মিনিট ১২ সেকেন্ড সময়ে।