Bhai Phonta 2024: ভাইফোঁটা কেন কড়ে আঙুলে দেওয়া হয়? রয়েছে আরও নিয়ম

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

Bhai Phonta 2024: প্রতিবছর কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয় দিনে পালিত হয় ভাতৃ দ্বিতীয়া (Bhai Phonta)। কপালে ফোঁটা (Bhai Phonta) দিয়ে ভাইয়ের কুশল ও দীর্ঘায়ু কামনা করেন বোন ও দিদিরা। কিন্তু এই ফোঁটা দেওয়ার সময় রয়েছে একাধিক আচার অনুষ্ঠান (Bhai Phonta Rules)। মন্ত্রোচ্চারণ করে বাম হাতের কড়ে আঙুলে ফোঁটা দেন বোনেরা। ফোঁটা দেওয়ার সময় কেন কড়ে আঙুল ব্যবহৃত হয় তার শাস্ত্রীয় ব্যাখ্যা রয়েছে। এছাড়াও আরও নিয়ম রয়েছে ফোঁটা দেওয়ার।

সাধারণত ভাইয়ের মঙ্গল কামনায় ফোঁটার সময় উপবাস করেন বোনেরা। দূর্বা ঘাস, আতপ চাল, প্রদীপ ইত্যাদি দিয়ে বরণ করেন ভাইকে। তারপর চন্দন চর্চিত বাম হাতের কড়ে আঙুলে “ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা! যমুনা দেয় যমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা” এই মন্ত্রোচ্চারণে কপালে ফোঁটা দেন। দ্বিতীয়বার দুই কানের লতিতে দুটো টিকা দেন এবং শেষে কন্ঠনালিতে একটি টিকা। এরই মাধ্যমে ভাইয়ের মঙ্গল কামনা করেন বোনেরা।

কিন্তু এই কড়ে আঙুল কেন ব্যবহার করা হয় ফোঁটা দিতে, রয়েছে তার গভীর তাৎপর্য। শাস্ত্রীয় ব্যাখ্যা অনুযায়ী, মানুষের হাতের পাঁচটি আঙ্গুল পঞ্চভূতের প্রতীক, যথা – ক্ষিতি, অপ, তেজ, মরুৎ ও ব্যোম। আমাদের কড়ে আঙুল ব্যোম অর্থাৎ আকাশ বা মহাশূন্যকে নির্দেশ করে। আকাশের মতো উদার, অসীম ও অনন্ত হয় ভাইয়ের প্রতি বোনের ভালোবাসা এবং সেই সঙ্গে নারী নিজেই প্রকৃতিস্বরূপা। এই জন্য কড়ে আঙুলে ভাইকে ফোঁটা দেওয়া শুভ বলে মনে করা হয়।