বিক্রম ব্যানার্জী: শেখ হাসিনার পতনের পর থেকেই বাংলাদেশে হিন্দুদের অবস্থা ভাষায় প্রকাশের অযোগ্য হয়ে পড়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস বারংবার হিন্দু নিরাপত্তা সুনিশ্চিত করার কথা বললেও বাস্তব চিত্রটা কিন্তু অন্যরকম। বাংলাদেশের সামরিক বাহিনী ও পুলিশের নির্মম অত্যাচারের শিকার হচ্ছেন ওপার বাংলার সংখ্যালঘুরা। সম্প্রতি এমনই এক দৃশ্য ভাইরাল(Viral video)হয়েছে সমাজ মাধ্যমে। যা দেখে চক্ষু চড়ক গাছ নেট নাগরিকদের।
আরও পড়ুন: জয়ের দরজায় কড়া নাড়ছেন ট্রাম্প, শুভেচ্ছা বার্তা পাঠালেন মোদি-নেতানিয়াহু
ভাইরাল ভিডিও
নেট দুনিয়ার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়ানো একটি ভিডিও বুধবার নেটিজেনদের সামনে এসে উপস্থিত হয়েছে। ভাইরাল সেই দৃশ্যে অত্যন্ত করুণ অবস্থা ধরা পড়েছে সে দেশের হিন্দু সংখ্যালঘুদের। ভিডিওটিতে চোখ রাখলে দেখা যাবে, পুলিশের তাড়া খেয়ে দৌড় লাগিয়েছে একদল যুবক। ছুটে এসে যেখানে উপস্থিত হয়েছে সেই রাস্তায় টহল দিচ্ছিল বাংলাদেশের সামরিক বাহিনী।
Just see how Bangladeshi Police and military are beating Hindus in Bangladesh…
— Mr Sinha (@MrSinha_) November 5, 2024
Naked display of Hindu genocide by “Nobel Peace Prize winner” Md Yunus and the world is silent. 😡😡pic.twitter.com/9vwsH9GAoD
অজ্ঞাত পরিচয় যুবকদের ছুটে আসতে দেখে বেপরোয়া লাঠি চার্জ করতে শুরু করে তারা। এদিকে সেনাবাহিনীর হাতে বেধড়ক মার খেয়ে কোনও মতে প্রাণ বাঁচিয়ে পালানোর চেষ্টা করছিলেন কয়েকজন যুবক। ভিডিওটিতে অস্পষ্ট হলেও দেখা যাচ্ছে বেশ কিছু যুবক চম্পট দিলেও দুই একজনকে বাগে পেয়ে মাটিতে ফেলে উত্তম মধ্যম দিচ্ছেন ইউনূসের সামরিক বাহিনী। যেই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে হিন্দুদের ওপর বাংলাদেশের সামরিক বাহিনীর অত্যাচারের কথা উল্লেখ করেছেন Mr Sinha নামক এক X ব্যবহারকারী।
উল্লেখ্য, বাংলাদেশী সংখ্যালঘুদের ওপর নির্মম অত্যাচারের ভিডিওটি এখনও পর্যন্ত প্রায় 2 লাখ 70 হাজার মানুষ দেখে ফেলেছেন। ভিডিওটি দেখার পাশাপাশি রিয়্যাক্ট করেছেন 15 হাজার 800 মানুষ। সেই সাথে এসেছে অসংখ্য মিশ্র প্রতিক্রিয়া। হিন্দুদের ওপর বাংলাদেশের সেনাবাহিনীর অত্যাচারের কথা উল্লেখ করে একজন লিখেছেন, ‘বাংলাদেশের হিন্দুদের ওপর সেনাবাহিনী যেভাবে অত্যাচার করছে সেই দৃশ্য গোটা বিশ্ব দেখছে, তবুও প্রধান উপদেষ্টা চুপ।’ কেউ আবার ভিডিওটির সত্যতা নিয়ে প্রশ্ন তুলে লিখেছেন, ‘শুধুমাত্র ভিউ পাওয়ার জন্য এই ধরনের গুজব ছড়ানো হচ্ছে।’
ভাইরাল ভিডিওটির সত্যতা যাচাই করনি GNE বাংলা।