বিক্রম ব্যানার্জী: জন্ম থেকে বেড়ে ওঠা এবং তারপর কর্মজীবন প্রতিটা ক্ষেত্রে সন্তানের একমাত্র সুচিন্তক মা। বিশ্বজোড়া খ্যাতিসম্পন্ন ভারতীয় গায়ক অরিজিৎ সিং-এর ক্ষেত্রেও সেই নিয়মের ব্যতিক্রম হয়নি। তবে 2021-এ গায়কের কাছ থেকে তার মাকে কেড়ে নিয়েছিল করোনা। এরপর থেকে মায়ের জন্য মাঝে মধ্যেই মন কেঁদে ওঠে অরিজিৎ-এর। তিনি নাকি কোনও দিনও মাকে সুখ দিতে পারেননি। নিজেকে কু সন্তান! দাবি করে X হ্যান্ডেলে পোস্ট করেছেন সুকন্ঠী অরিজিৎ(Arijit Singh)।
করোনা মহামারীর সাথে এক জোটে লড়াই করার পরও মায়ের শেষ রক্ষা হয়নি। মাকে হারিয়ে ঘন স্মৃতির সাগরে ডুব দিয়েছিলেন অরিজিৎ। সকলের আড়ালে মায়ের অনুপস্থিতি তাকে প্রতিমুহূর্তে যন্ত্রণা দিত। সম্প্রতি নিজের আত্ম উপলব্ধির কথা X মাধ্যমে খোলসা করেছেন গায়ক। ‘WhoamI’ প্রোফাইল থেকে মাকে নিয়ে নিজের প্রতি একরাশ অভিমান থেকে অরিজিৎ লিখেছেন, ‘আমি চিরকাল খারাপ ছেলে ছিলাম। সব সময় থাকব। আমার তরফ থেকে মা কোনও দিনও সুখ পায়নি।
এটাই আমি এবং এটাই সত্যি। আমি আমার মাকে খুব ভালবাসতাম এবং ভবিষ্যতেও বাসব এটাও ঠিক। কিন্তু আমি আমার ভুল থেকে শিক্ষা নিতে পারব না কারণ মা আর পৃথিবীতে নেই।’ X হ্যান্ডেল থেকে নিজের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করে মাকে নিয়ে লেখার পাশাপাশি রিপ্লাইতে অরিজিৎ লিখেছেন, ‘আমি জানি অনেকেই আমাকে সমবেদনা জানাতে আসবেন। কিন্তু আমি কারোর সমবেদনা চাইনা। আমি খারাপ ছেলে। এটাই সত্যি।’
যদিও গায়কের বারণ সত্ত্বেও ভক্তদের অনেকেই তার রিপ্লাই বক্স সমবেদনায় ভরিয়ে দিয়েছেন। মায়ের প্রিয় সোমুকে ভরসা যোগাতে কেউ লিখেছেন, ‘ না, তুমিই শ্রেষ্ঠ।’ কেউ আবার প্রিয় গায়কের আবেগপ্রবণ পোষ্ট দেখে রিপ্লাই করেছেন, ‘তোমার মা অন্তত তোমার সাফল্যের যাত্রাটা দেখে গিয়েছে। তুমি খুব ভাগ্যবান একজন মানুষ। নিজের অতীত নিয়ে আফসোস করো না, এটা তোমায় যন্ত্রণাই দেবে।’