পশ্চিমবঙ্গ সরকারের তরফে মহিলাদের জন্য একটি বিশেষ উদ্যোগ হলো জাগো প্রকল্প(Jago Prakalpa)। ইতিমধ্যেই এর আগেও পশ্চিমবঙ্গ সরকারের তরফে নারীদের অগ্রগতি এবং আর্থিক সহায়তার জন্য কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী সহ একাধিক প্রকল্পের প্রচলন করেছে। তবে এবারের প্রকল্পটি আর্থিকভাবে স্বনির্ভর গোষ্ঠীর অন্তর্ভুক্ত মহিলাদের নিরাপত্তা রক্ষার উদ্দেশ্যের জন্য এই প্রকল্পে নাম অধিভুক্ত করলে মহিলারা বাৎসরিক এককালীন 5 লক্ষ টাকা অব্দি আর্থিক সহায়তা পেতে পারেন। তাহলে দেখে নেওয়া যাক যা এই প্রকল্পের বিস্তারিত –
জাগো প্রকল্প কি? What is Jago Prakalpa ?
রাজ্য সরকারের তরফ থেকে আর্থিকভাবে স্বনির্ভর নারীদের সুরক্ষা সুনিশ্চিত করতে এবং তাদের ভবিষ্যৎ সহায়তা করতে সরকারের তরফ থেকে এই জাগো প্রকল্পের উদ্বোধন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী পদে মনোনীত হওয়ার পর রাজ্যের মহিলাদের সুরক্ষা নিশ্চিত করতে নিজেই এই প্রকল্পের নামকরণ করেন।
আরও পড়ুনঃ স্বাস্থ্য সাথী কার্ডে আর পাবেন না এই বিশেষ সুবিধা
এই প্রকল্পের তরফে রাজ্যের প্রায় 10 লক্ষ স্বনির্ভর গোষ্ঠী ভুক্ত মহিলাদের 5 লক্ষ টাকা করে আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এবং এই প্রকল্পের জন্য বরাদ্দ অংকের পরিমাণ পাঁচ হাজার কোটি টাকা। অবশ্য এই প্রকল্পের নাম অতিরিক্ত করার আগে প্রার্থীদের অবশ্যই কিছু শর্ত মেনে চলতে হবে –
জাগো প্রকল্পে নাম নথিভুক্ত করার জন্য কি কি শর্ত মেনে চলতে হবে?
এই প্রকল্পে নাম নথিভূক্তকরণের জন্য আবেদনকারী প্রার্থীদের মূলত যে সকল শর্তগুলো মেনে চলতে হবে তা হলো-
প্রার্থীকে বিগত পাঁচ বছর ধরে বা তারও বেশি সময় সেলফ হেল্প গ্রুপ বা স্বনির্ভর গোষ্ঠীতে নাম অধিভুক্ত রাখতে হবে।
সংশ্লিষ্ট স্বনির্ভর গোষ্ঠীর ব্যাংকের বই ন্যূনতম সমাস বা তারও বেশি পুরনো হতে হবে।
উক্ত গোষ্ঠীর ব্যাংকে থাকা অংকের পরিমাণ ন্যূনতম 5000 টাকা হতে হবে।
স্বনির্ভর গোষ্ঠীগুলোকে টার্ম লোন এর খাতায় নাম নথিভুক্ত থাকতে হবে অর্থাৎ অন্যতম একবার ব্যাংক থেকে লোন নিতেই হবে। যে সকল স্বনির্ভর গোষ্ঠী এখনো পর্যন্ত ব্যাংক থেকে লোন দেন নি, তারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না।1
সকল রকম তথ্য দিয়ে সঠিকভাবে পূরণ করে নির্দিষ্ট সময়ের মধ্যে বিডিও অফিসে জমা করতে হবে।
অনলাইনে আবেদন পদ্ধতি(Online Application Process):
অনলাইনে আবেদনের ক্ষেত্রে ইচ্ছুক আবেদনকারীকে প্রথমে অনলাইনে অফিশিয়াল পোর্টাল এ প্রবেশ করে নাম রেজিস্ট্রেশন করতে হবে।
প্রথমে উল্লিখিত পোর্টালে প্রবেশ করে সংশ্লিষ্ট গোষ্ঠীর নাম লোকেশান এবং ইমেইল আইডি ফোন নাম্বার দিয়ে নাম অধিভুক্ত করতে হবে।
রেলস্টেশনের পর একটি আইডি এবং পাসওয়ার্ড পাওয়া যাবে যা দিয়ে পরবর্তীতে পুনরায় আপনাকে পোর্টালে লগইন করতে হবে।
লগইন করার পর আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে ওটিপিটি সাবমিট করে আপনাকে কনফার্মেশন করতে হবে।
এরপর আপনার গোষ্ঠীর সকল প্রকার তথ্য অর্থাার গোষ্ঠীর নাম গোষ্ঠীর স্থাপনের তারিখ গোষ্ঠীর বর্তমান অবস্থান ইত্যাদি তথ্য গুলি সঠিকভাবে পূরণ করতে হবে এবং আগে যদি ব্যাংক থেকে কোন লোন নিয়ে থাকেন লোনের যাবতীয় কাগজপত্র গুলি অবশ্যই হাতের কাছে রাখবেন।
নথি আপলোডে ক্ষেত্রে আপনাকে গোষ্ঠীর রেজিস্ট্রেশন এবং পূর্বে ব্যাংকের কোন লোন নেওয়া থাকলে সংশ্লিষ্ট কাগজপত্র গুলি আপলোড করতে হবে।
আবেদন শেষে পুনরায় আবেদন পত্রটি আরেকবার দেখে নেবেন কোনরকম ভুল থাকলে তা অবশ্যই একবার চেক করে নেবেন।
আবেদন পত্র চেকের পর ফাইনাল সাবমিট করবেন।