Aadhaar Card: আধার কার্ড নিয়ে গুরুত্বপূর্ণ রায় দিল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট (Supreme Court)। বয়সের শংসাপত্র হিসাবে গ্রাহ্য হবে না আধার কার্ড (Aadhaar Card), পরিবর্তে স্কুল শংসাপত্রকে বয়সের প্রামাণ্য নথি হিসাবে বিবেচনা করতে হবে। একটি পথ দুর্ঘটনায় ক্ষতিপূরণ সংক্রান্ত মামলায় বৃহস্পতিবার আধার কার্ড (Aadhaar Card) নিয়ে এমনই রায় দিয়েছেন শীর্ষ আদালতের বিচারপতি সঞ্জয় করোল এবং ঊজ্জ্বল ভুঁইয়ার বেঞ্চ।
মোটর অ্যাক্সিডেন্ট ক্লেম ট্রাইবুনালের একটি মামলা যায় মধ্যপ্রদেশ আদালতে। দুর্ঘটনায় মৃত ব্যক্তির বয়স নির্ধারণ করতে তাঁর আধার কার্ডে দেওয়া জন্ম তারিখটিকেই মান্যতা দেয় হাইকোর্ট। আধার কার্ডে উল্লেখিত বয়স অনুযায়ী মৃত ব্যক্তির বয়স ৪৭ ছিল। তা অনুযায়ী, ক্ষতিপূরণের অঙ্ক ১৯ লক্ষ ৩৫ হাজার ৪০০ টাকা থেকে কমিয়ে ৯ লক্ষ ২২ হাজার ৩৩৬ টাকা করে হাইকোর্ট। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে যায় মৃতের পরিবার।
সেই আবেদনের প্রেক্ষিতে মধ্যপ্রদেশ হাইকোর্টের রায় খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, আধার কার্ড বয়সের প্রমাণপত্র নয়। সেখানে উল্লেখ থাকা বয়সকে প্রামাণ্য হিসাবে ধরা যাবে না। ২০১৫ জুভেনাইল জাস্টিস অ্যাক্টের ৯৪ নম্বর ধারা উল্লেখ করে স্কুল লিভিং সার্টিফিকেটে বা স্কুল শংসাপত্রে উল্লেখ থাকা বয়সকেই প্রামাণ্য হিসাবে ধরতে হবে বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি সঞ্জয় করোল এবং ঊজ্জ্বল ভুঁইয়ার বেঞ্চ।