বিক্রম ব্যানার্জী: বিনা নিমন্ত্রণে বিয়ে বাড়িতে উপস্থিত হয়েছিলেন যুবক। সাত-পাঁচ না ভেবে খাবার টেবিলে অন্যান্য অতিথিদের সাথে গল্প জুড়ে দিয়েছিলেন তিনি। এদিকে একের পর এক লোভনীয় আইটেম এসে পড়ছে পাতে। এমন সময়ে হঠাৎই এক মাঝ বয়সী ব্যক্তির আগমন। যুবক কোন পক্ষের তা জানতে চেয়ে তাকে উঠে দাঁড়াতে বলেন ওই ব্যক্তি। এদিকে অপ্রত্যাশিত ঘটনার সম্মুখীন হয়ে যথেষ্ট বিড়ম্বনায় পড়েন যুবক। সঠিক পরিচয় দিতে না পারায় তাকে বের করে দেয় উদ্যোক্তারা। যেই দৃশ্য(VIRAL VIDEO) সমাজ মাধ্যমে আসতেই হই হই পড়ে গিয়েছে।
বর্তমানে বিনা নিমন্ত্রণে বিয়ে বাড়িতে গিয়ে কব্জি ডুবিয়ে খাওয়াটা ট্রেন্ডিং টপিক গুলির মধ্যে অন্যতম। যদিও সমাজ মাধ্যমে ভেসে আসা সমগোত্রীয় ভিডিওগুলি বেশিরভাগই মজার ছলে বানানো হয়। তাতে মূলত সায় থাকে উদ্যোক্তাদের। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ঠিক তেমনই একটি ভিডিও ঘোরাফেরা করছে। ভিডিওটির সত্যতা যাচাই করা না হলেও সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে, সম্ভবত কোনও নিমন্ত্রণ ছাড়াই বিয়ে বাড়িতে উপস্থিত হয়েছেন এক যুবক। অনুষ্ঠানের সাথে মানানসই সাজে খাবার টেবিলে হাজির হয়েছেন তিনি। অন্যান্য নিমন্ত্রিতদের সাথে কথা চালাচালির মধ্য দিয়েই চলছে রাতের ভোজন পর্ব।
এমন সময় অতিথিরা ঠিকমত খাওয়া-দাওয়া করছে কিনা তা তদারকি করতে উদয় হন পরিবারের এক সদস্য। হঠাৎই চোখ পড়ে অপরিচিত যুবকের দিকে। তাকে দেখতেই পরিচয় জানতে চান তিনি। এরপরই যুবককে একের পর এক প্রশ্ন বানে বিদ্ধ করতে শুরু করেন ওই মধ্যবয়স্ক ব্যক্তি। যুবকও হাল ছাড়ার পাত্র নন। প্রত্যুত্তরে সেও মুখের বুলি ছোটায়। তবে সম্মান রক্ষার খাতিরে শেষ পর্যন্ত খাবার টেবিল থেকে উঠে বেরিয়ে আসেন তিনি। তবে ভিডিওটির শেষ পর্বে দেখা গিয়েছে, টেবিল থেকে উঠে আসলেও থালা ভর্তি খাবার সঙ্গী করেই বেরিয়ে এসেছেন তিনি। যেই দৃশ্য ক্যামেরাবন্দি হয়ে সোশ্যাল মিডিয়ায় পা রাখতেই ভাইরাল হয়েছে, দাবানলের গতিতে। সেই সাথে ভিডিওটির কমেন্ট বক্স জুড়ে এসেছে অসংখ্য মিশ্র প্রতিক্রিয়া।
Kalesh over this Guy Barged into a Wedding without any invitation
— Ghar Ke Kalesh (@gharkekalesh) December 4, 2024
pic.twitter.com/Yozs3bdJWr
ভাইরাল ভিডিওটির সত্যতা যাচাই করেনি GNE বাংলা।
আরও পড়ুন: বিয়ের সাড়ে 5 বছর পর বাবা হওয়ার সুখবর পেলেন প্রাক্তন ধোনি সতীর্থ