VIRAL: বাবার বয়সী সিকিউরিটি গার্ডকে বেধড়ক মারধর মদ্যপ যুবকের, কান্নায় ভেঙে পড়লেন অসহায় ব্যক্তি, তারপর যা হলো

Published On:

বিক্রম ব্যানার্জী: ছেলের বয়সী যুবকের সাথে বাক-বিতন্ডায় জড়িয়ে পড়তে কখনই চায়না বৃদ্ধ মন। তবে অগত্যা এক মদ্যপ যুবকের কুমন্তব্যে সাড়া দিয়েছিলেন প্রায় 50 ঊর্ধ্ব সিকিউরিটি গার্ড। আর সেই প্রতিক্রিয়াই কাল হলো তার। নেশাগ্রস্ত অবস্থায় বাবার বয়সী এক সিকিউরিটি গার্ডকে উত্তম-মধ্যম দিলেন যুবক। টেনে হিচড়ে বাইরে নিয়ে গিয়েও চলল বেধড়ক মারধর। যেই দৃশ্য(VIRAL VIDEO) সমাজ মাধ্যমে আসতেই শেয়ার করতে হাত কেঁপে উঠছে, নেট নাগরিকদের।

ভাইরাল ভিডিও

মধ্য বয়স্ক এক সিকিউরিটি গার্ডকে মদ্যপ যুবকের মারধরের দৃশ্য নজর এড়ায়নি নেট নাগরিকদের। ঘটনাস্থল উত্তরপ্রদেশের গাজিয়াবাদের শিপ্রা সানসিটি হোটেল। ভাইরাল হওয়া ভিডিওটিতে স্পষ্ট দেখা যাচ্ছে, হোটেলের রিসেপশনে নিজের কাজ করছিলেন এক সিকিউরিটি গার্ড। পাশের চেয়ারে পায়ের ওপর পা তুলে বসেছিলেন এক যুবক। ভিডিও সূত্রে খবর, মদ্যপ অবস্থায় রিসেপশনে বসে ওই সিকিউরিটি গার্ডকে অকথ্য ভাষায় গালিগালাজ করছিলেন তিনি।

একটা সময়ে আর সহ্য করতে না পেরে কুমন্তব্যের প্রতিক্রিয়া জানান মাঝবয়সী ব্যক্তি। আর তারপরই যুবকের রোষের মুখে পড়তে হলো তাকে। মুখে মুখে তর্ক করায় বাবার বয়সী সিকিউরিটি গার্ডকে জায়গায় দাড়িয়ে গোটা দশেক চর কষালেন যুবক। এরপরই তাকে টানতে টানতে রিসেপশন থেকে বাইরে বের করে আরও কয়েক ঘা কষালেন তিনি। ভিডিওর শেষ প্রান্তে দেখা গিয়েছে কালো পোশাক পরিহিত এক যুবকের সহায়তায় মদ্যপের হাত থেকে কোনও মতে নিস্তার পান ওই সিকিউরিটি গার্ড। গোটা ঘটনার দৃশ্য সিসিটিভিবন্দি হতেই তা পা রেখেছে সোশ্যাল মিডিয়ায়।

নেটিজেনদের প্রতিক্রিয়া

ভিডিওটির কমেন্ট বক্সে চোখ রাখলে দেখা যাবে, ওই মধ্যবয়স্ক সিকিউরিটি গার্ডের বিরুদ্ধে সরব হয়েছেন অনেকে। একজন লিখেছেন, ‘এ কেমন সিকিউরিটি গার্ড, যে নিজেকেই বাঁচাতে পারল না।’ আরেক নেট নাগরিক লিখেছেন, ‘সিকিউরিটি গার্ড যে নিজের সিকিউরিটিই দিতে পারল না, সমাজের কী দেবে!’ সব মিলিয়ে ভাইরাল ভিডিও ঘিরে আসতে শুরু করেছে নানান মিশ্র প্রতিক্রিয়া।

আরও পড়ুন: নতুন AI ফিচার আনল spotify, লাভবান হবেন ব্যবহারকারীরা

ভিডিওটির সত্যতা যাচাই করেনি GNE বাংলা