Allu Arjun: পুলিশের সামনে ঝুঁকতে হলো পুষ্পাকে! গ্রেফতার দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুন

Published On:

বিক্রম ব্যানার্জী: সদ্য মুক্তি পেয়েছে দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুন(Allu Arjun) অভিনীত ছবি পুষ্প 2। ছবি মুক্তির কিছু দিনের মধ্যেই তা সাদরে গ্রহণ করেছেন ভারতীয় দর্শক। ছবিটিকে ঘিরে অর্জুন ভক্তদের উন্মাদনা চোখে পড়ার মতো। জনপ্রিয় পুষ্পা মুভির দ্বিতীয় সংস্করণের নির্যাস গ্রহণ করতে ভারতের বিভিন্ন প্রান্তের সিনেমা হল গুলিতে ভিড় জমাচ্ছেন সিনেমা প্রেমী মানুষজন। যার দরুণ অল্প কয়েক দিনের মধ্যেই ভাল ব্যবসা করে ফেলেছে সুকুমারের এই সিনেমা। তবে যেই ছবি ঘিরে এত উচ্ছাস, এত উন্মাদনা, সেই চলচ্চিত্রের মূল চরিত্র পুষ্পা রাজ তথা আল্লু অর্জুনকে(Allu Arjun) শুক্রবার গ্রেফতার করেছে পুলিশ।

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুনকে গ্রেফতারের পিছনে যে কারণ দেখানো হয়েছে তা আসলে গত 4 ডিসেম্বরের ঘটনা। এদিন হায়দরাবাদের এক সিনেমা হলে পুষ্পা 2 সিনেমাটির প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে মারা যান এক ভক্ত। সিনেমা হল জুড়ে ভিড় এতটাই ছিল যে অর্জুন ভক্তের মৃত্যুর পাশাপাশি গুরুতর আহত হন বেশ কয়েকজন। জানা গিয়েছে, মূলত সিনেমা হলটিতে আল্লু অর্জুনের উপস্থিতি ঘিরেই এই বেলাগাম পরিস্থিতির সৃষ্টি হয়। যার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছেন অসংখ্য মানুষ। ফলত এই ঘটনাকেই সামনে রেখে শুক্রবার দক্ষিণী অভিনেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

সূত্র বলছে, দুর্ঘটনার দিন তেলেগু অভিনেতার উপস্থিতি ঘিরে দর্শক ও অনুরাগীদের মধ্য হুড়োহুড়ি লেগে যায়। ভিড়ের চাপ এতটাই ছিল যে, পেক্ষাগৃহের মুল গেট ভেঙে গুঁড়িয়ে যায়। সেই সাথে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক মহিলার (আগেই জানানো হয়েছে)। তবে জানা গিয়েছে, সেদিন ওই মহিলার সাথে প্রেক্ষাগৃহে উপস্থিত ছিল তার ছোট্ট সন্তানও। বর্তমানে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে সে। বেশ কিছু সংবাদমাধ্যম সূত্রে খবর, মৃত ওই মহিলার নাম রেবতী এবং তাঁর 8 বছর বয়সী ছেলের নাম শ্রীতেজ। অভিনেতার উপস্থিতিকে কেন্দ্র করে ঘটা ক্ষয়ক্ষতির ঘটনায় প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়েও। যদিও পুলিশের তরফে জানানো হয়েছে, সেদিন মুভির প্রিমিয়ার উপলক্ষ্যে সিনেমা হলটিতে যে অভিনেতা উপস্থিত থাকবেন একথা পুলিশকে জানায়নি আল্লু অর্জুনের টিম অথবা হল কর্তৃপক্ষ কেউই। কাজেই পরিস্থিতি সামাল দিতে যথেষ্ট বেগ পেতে হয়েছিল সকলকেই।

প্রসঙ্গত, হায়দারাবাদ পুলিশ সূত্রে খবর, পেক্ষাগৃহে দুর্ঘটনার পরই হল কর্তৃপক্ষ আল্লু অর্জুন এবং তাঁর টিমের বিরুদ্ধে অভিযোগ জানায়। তারপরই ভারতীয় ন্যায় সংহিতার, 105 ও 118 (1) ধারায় মামলা রুজু হয়েছে। মূলত মৃত নারীর পরিবারের অভিযোগের ভিত্তিতেই মামলা দায়ের করে পুলিশ। এরপরই পুরো দমে শুরু হয় তদন্ত। পুলিশের তরফে বারংবার জানানো হয় মহিলার মৃত্যুর এবং পেক্ষাগৃহ জুড়ে বেলাগাম পরিস্থিতির জন্য যারা দায়ী তাদের শীঘ্রই গ্রেফতার করা হবে। এই বিবৃতির পরই শুক্রবার দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুনকে হেফাজতে নিয়েছে পুলিশ।

আরও পড়ুন: হাউসফুল 5 মুভির শ্যুটিং চলাকালীন গুরুতর চোট পেলেন অক্ষয় কুমার