Sonu Nigam: রাজনৈতিক নেতারা উপস্থিত থাকলে কনসার্ট করবেন না সনু নিগম! চরম অপমানিত হয়ে সমাজ মাধ্যমে তিক্ত অভিজ্ঞতা ব্যক্ত করলেন গায়ক, দিলেন বিশেষ বার্তা

Published On:

বিক্রম ব্যানার্জী: তাঁর সুরেলা কন্ঠের জাদুতে মোহিত দেশবাসী। নিজের ব্যক্তিত্ব ও সুশৃংখল আচরণেও শ্রোতাদের হৃদয়ে জেঁকে বসেছেন গায়ক। তাঁকে বাদ দিয়ে বলিউডের সংগীত জগত ভাবাই যায় না! রাজনীতির ঘোলা জল থেকে সব সময়েই নিজেকে দূরে সরিয়ে রাখেন এই সংগীতশিল্পী। তবে এবার নিজের কনসার্ট প্রসঙ্গে দেশের নেতা-মন্ত্রীদের নিয়ে বেসুরো হলেন সনু নিগম(Sonu Nigam)। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন গায়ক(Sonu Nigam)। রাখলেন কিছু জটিল শর্তও।

শীতের মরসুম শুরু হতেই সংগীত প্রিয় মানুষদের জন্য দেশের নানা প্রান্তে শুরু হয়ে গিয়েছে জনপ্রিয় সংগীত শিল্পীদের কনসার্ট। সেই তালিকার একটা বড় অংশ জুড়ে রয়েছেন সকলের প্রিয় সনু নিগম। ইতিমধ্যেই দেশের বিভিন্ন শহরে গায়কের কনসার্টের দিনক্ষণ ঠিক হয়ে গিয়েছে। তবে আসন্ন কনসার্টের আগে রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে বেশকিছু বার্তা দিয়ে রাখলেন সংগীত তারকা সনু। ঠিক কী বলেছেন তিনি?

নিজের সমাজ মাধ্যম অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করে রাজনীতিবিদদের কড়া জবাব দিয়েছেন গায়ক। সদ্য শেষ হওয়া রাজস্থানের কনসার্ট প্রসঙ্গে সেখানে উপস্থিত রাজ্যের মুখ্যমন্ত্রী, ক্রীড়া মন্ত্রী থেকে শুরু করে ভারতের সকল রাজনীতিবিদদের উদ্দেশ্যে ভিডিওটিতে বিশেষ অনুরোধ জানান সনু। গায়কের বক্তব্য, যদি শিল্পীর অনুষ্ঠানের মাঝে আপনাদের বেরিয়ে যেতে হয়, তাহলে দয়া করে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না।

গায়কের এহেন ক্ষুব্ধ অনুভূতির নেপথ্যে রয়েছে রাজস্থানের কনসার্টটি। আগেই জানানো হয়েছে রাজস্থানের এক নামি শহরে কনসার্ট সেরেছেন সনু নিগম। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, খোদ রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা, উপস্থিত ছিলেন রাজস্থানের ক্রীড়া মন্ত্রীসহ অন্যান্য মন্ত্রী ও রাজনৈতিক ব্যক্তিত্বরাও। তবে অনুষ্ঠান চলাকালীন মাঝ পথেই তাঁরা সেখান থেকে বেরিয়ে যান। যেই ঘটনা গায়কের মনে তিক্ত অভিজ্ঞতার জন্ম দিয়েছে। আর সেই বিরল অনুভূতি থেকেই ভারতের রাজনীতিবিদদের উদ্দেশ্যে বিশেষ অনুরোধ রেখেছেন সনু নিগম।

ভিডিওটিতে সনু বলেন, রাজস্থানের সম্মান বাড়াতে আমার কনসার্টে রাজ্যের মুখ্যমন্ত্রী, ক্রীড়া মন্ত্রী, যুব মন্ত্রী থেকে শুরু করে বাকি রাজনৈতিক ব্যক্তিত্বরাও উপস্থিত ছিলেন। অন্ধকারে মঞ্চ থেকে সকলকে দেখতে পাইনি। কিন্তু অনুষ্ঠানের মাঝেই দেখলাম নেতা-মন্ত্রীরা হঠাৎই বেরিয়ে যাচ্ছেন! তাদের দেখাদেখি বাকিরাও বেরিয়ে গেলেন। আমার একটাই অনুরোধ, আপনারাই যদি শিল্পীদের সম্মান করতে না পারেন, তাহলে বাকিরা আর কী করবেন?

নিজের তিক্ত অভিজ্ঞতা ব্যক্ত করতে করতে হঠাৎই আমেরিকায় হওয়া কনসার্টের প্রসঙ্গ টানেন গায়ক। সনু বলেন, আমেরিকায় কোন কনসার্ট হলে সেখানে উপস্থিত প্রেসিডেন্ট কিংবা রাজনৈতিক ব্যক্তিত্বরা কি এভাবে না বলে বেরিয়ে যান? প্রয়োজনে তারা জানিয়ে তারপর সেখান থেকে প্রস্থান করেন। ভারতীয় রাজনীতিবিদদের উদ্দেশ্যে গায়কের পরামর্শ, এবার থেকে যদি বেরোতেই হয়, তাহলে কনসার্ট শুরুর আগেই যেন তারা বেরিয়ে যান!

অন্যথায় কনসার্টে উপস্থিত থাকারই কোনও প্রয়োজন নেই। গায়কের মতে, অনুষ্ঠান চলাকালীন বেরিয়ে যাওয়ার অর্থ শিল্পীর পাশাপাশি দেবী সরস্বতীকে অসম্মান করা। সনুর শেষ সংযোজন, রাজনীতিবিদদের বেরিয়ে যাওয়ার দৃশ্য তিনি নোটিশ করেননি, বরং কনসার্ট শেষ হওয়ার পর তার কাছে অসংখ্য মেসেজ এসেছে ভক্তদের। যেখানে গায়ককে এরকম ধরনের কনসার্ট না করার পরামর্শ দিয়েছেন তারা।

ভিডিওটি দেখুনঃ

আরও পড়ুন: ভারত-বাংলাদেশ উত্তেজনার মাঝেই ইউনূসের সরকারকে 40 হাজার পশুর মাংস পাঠাচ্ছে সৌদি আরব