Sonakshi Marriage: প্রশ্ন বাণে বিদ্ধ ‘রামায়ণ’-এর পুরোহিত, কী হল সোনাক্ষী-ইকবালের বিয়েতে?

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

সমস্ত জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গতকাল এক হল সোনাক্ষী (Sonakshi Sinha) এবং তাঁর সাত বছরের প্রেমিক জাহির ইকবালের (Zaheer Iqbal) চার-হাত (Sonakshi Marriage)। গতকাল সকাল থেকেই নেটিজেনরা মুখিয়ে ছিল বিয়ের খবরের আশায়। অবশেষে নায়িকা নিজেই দিলেন খবর। নিজের ইন্সটাগ্রামের অ্যাকাউন্ট থেকে জানিয়ে দিলেন, সুষ্ঠভাবেই সম্পন্ন হয়েছে তাঁদের বিয়ে। গতকালের পোস্টে তিনি এও স্পষ্ট করে বললেন, এই দিনেই আজ থেকে সাত বছর আগে প্রেমের যাত্রাপথ শুরু করেছিলেন সোনাক্ষী এবং জাহির।

বিয়ের পোশাক নিয়েও সোনাক্ষী রাখলো এক নয়া চমক। অন্যান্য তারকাদের মত কোন ডিজাইনার শাড়ি না পরে তিনি বেঁছে নিলেন তাঁর মা, পুনাম সিনহার বিয়ের শাড়িকেই। পরিবর্তন অবশ্য কিছু করা হয় সেই শাড়িতে। আমন্ত্রণ পত্রের কথা মতই বিয়েতে লাল রঙের ব্যবহার না করে এই নবদম্পতি সেজে উঠলেন সাদা পোশাকে। এছাড়াও সোনাক্ষী মাথায় দিয়েছিলেন সাদা গোলাপ। বিয়ের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পরার সঙ্গে সঙ্গেই আলিয়া ভট্ট থেকে শুরু দিয়া মির্জা – পুরানো থেকে নতুন, সকল তারকারাই তাঁদের শুভেচ্ছা জানান নিজেদের সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেল থেকে।

এই বিয়ের মধ্যেই ঘটে এক অদ্ভুত ঘটনা। মেয়ের বিয়ের খুশিতে যখন সেজে উঠেছে ‘রামায়ণ’ তখনই বিয়ে কোন ধর্মের বিধি-নিয়ম মেনে সম্পন্ন হবে, তা জানার জন্য সাংবাদিকরা ছেঁকে ধরেন রামায়নের পুরোহিতকে। পাপারাৎজির প্রশ্নের জেরে রীতিমত হিমশিম খেয়ে পুরোহিত জানান, বিয়ে নিয়ে বাইরে কোন তথ্য প্রকাশের উপর নিষেধাজ্ঞা থাকায় তিনি কিছুই বলতে পারবেন না। সোনাক্ষী এবং এবং ইকবালের ধর্ম আলাদা হওয়ার কারণেই, বিয়ের খবর প্রকাশ্যে আসার পর থেকে একাধিক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে তাঁদের পরিবারের সদস্যদের। তারমধ্যে কিছু আগে রটে যায়, মেয়ের বিয়েতে বাবা শত্রুঘ্ন সিনহার মত না থাকায় তাঁরা নাকি কেউই উপস্থিত থাকবেন না বিয়েতে। কিন্তু গতকাল সকল রটনার উত্তর স্বরূপ পরিবারের সকলের উপস্থিতিতেই ‘স্পেশাল ম্যারেজ অ্যাক্ট’ –এ বিয়ে সারলেন সোনাক্ষী সিনহা এবং জাহির ইকবাল।