বিক্রম ব্যানার্জী: বন্ধু, বাবা সিদ্দিকী খুনের পরই জোরদার করা হয়েছে তার(Salman Khan) নিরাপত্তা। তা সত্ত্বেও কখনও ফোনালাপে, কখনও আবার চিঠি লিখে ভাইজানকে(Salman Khan) একের পর এক প্রাণনাশের হুমকি দিয়েছে বিষ্ণোই গ্যাং। যে কোনও প্রকার পরিস্থিতি থেকে অভিনেতাকে বাঁচাতে প্রতিমুহূর্তে তার চারপাশে টহল দেয় নিরাপত্তা রক্ষীরা। বলিউড মহাতারকার সুরক্ষা সুনিশ্চিত করেছে মুম্বই পুলিশও। তবে এসবের মাঝেই শোনা যাচ্ছে, বাবা সিদ্দিকী পুত্র জিশান সিদ্দিকীকে নিয়ে নাকি মুম্বই ছেড়েছেন সলমান(Salman Khan)।
বিষ্ণোই গ্যাংয়ের হুমকিতে জর্জরিত সলমান! প্রাণহানি এড়াতে কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও শুক্রবার শহর ছেড়লেন অভিনেতা। এদিন মুম্বইয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাবা সিদ্দিকীর ছেলে জিশান সিদ্দিকীর সাথে মুম্বই বিমানবন্দরে হাজির হন তিনি। কিন্তু বন্ধুর ছেলেকে নিয়ে কোথায় গেলেন ভাইজান? গতকাল বিমানবন্দরে অভিনেতাকে ছেঁকে ধরেন পাপারাজ্জিরা। তবে সুলতান ঠিক কোথায় গেলেন, সেই বিষয়ে কোনও স্বচ্ছ খবর মেলেনি।
লরেন্স আতঙ্কের মাঝে হঠাৎই সলমানের শহর ছাড়ার ঘটনায় ভিন্ন আলোচনা শুরু হয়েছে নানা মহলে। অনেকেই মনে করছেন, সিদ্দিকী পত্রকে নিয়ে আপাতত গা ঢাকা দিতে চান ভাইজান! তবে অভিনেতার গন্তব্য প্রসঙ্গে কিছুই জানা যায়নি। এদিকে সলমানের অনুপস্থিতিতে সপ্তাহান্তে বিগ বস-এর ‘উইকেন্ড কা ওয়ার’ এপিসোডের সঞ্চালনা করবেন ভাইজান ঘনিষ্ঠ কোরিওগ্রাফার ফারাহ খান।
প্রসঙ্গত, দশেরার রাতে মুম্বইয়ের রাজপথে বাবা সিদ্দিকীকে গুলি করে হত্যা করে বিষ্ণোই গ্যাংয়ের ছেলেরা। জানা যায় এই ঘটনার আগে পূর্ব বান্দ্রায় বাজি ফাটাচ্ছিলেন এনসিপি নেতা। ঠিক সেই সময়ে তার ওপর গুলি বর্ষণ করে দুষ্কৃতীরা। দুর্বৃত্তদের গুলিতে ঝাঁঝরা হয়ে যায় সিদ্দিকীর দেহ। ঘটনাস্থলে লুটিয়ে পড়তেই তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বন্ধুর মৃত্যু সংবাদ পেয়ে ছুটে গিয়েছিলেন শুভাকাঙ্ক্ষী সলমান। প্রাক্তন মুখ্যমন্ত্রীর পরিবারকেও সমবেদনা জানান তিনি। শোনা যায়, এই ঘটনার পরই ভাইজানের মৃত্যু দেখতে আরও মরিয়া হয়ে উঠেছেন বিষ্ণোই।