‘চটিচাটা বুদ্ধিজীবী’, অপর্ণা ইস্যুতে কড়া সেলিম

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

বাম কর্মী – সমর্থকদের উদ্দেশ্যে এবার কড়া বার্তা দিলেন দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। আর জি কর ইস্যুতে প্রথম দিন থেকেই আন্দোলনে নেমেছে সিপিএমের যুব এবং ছাত্র সংগঠন। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের পদত্যাগও দাবি করেছে তারা। এরইমধ্যে মহম্মদ সেলিম বাম কর্মী – সমর্থকদের উদ্দেশ্যে বলেছেন তারা যেন সংকীর্ণ মনোভাব থেকে বেরিয়ে আসেন।

আরও পড়ুনঃ পরীক্ষা ছাড়াই বিপুল নিয়োগ করছে রেলওয়ে, পুরোটা জেনে নিন

কিন্তু হঠাৎ করে কেন এমন কথা বললেন সেলিম? গত ১৩ আগস্ট আর জি করে চিকিৎসক খুনের প্রতিবাদে মিছিলের ডাক দিয়েছিলেন বুদ্ধিজীবীরা। সেদিন আর জি কর হাসপাতালে গিয়ে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের সঙ্গে দেখা করেন অপর্ণা সেন। সেখানেই অপর্ণাকে লক্ষ্য করে ধেয়ে আসে ‘চটিচাটা’ স্লোগান। তার উত্তরে অপর্ণা সেদিন কিছু না বললেও এবার এই ঘটনা নিয়ে কর্মী – সমর্থকদের সতর্ক করলেন সেলিম। প্রসঙ্গত, নন্দীগ্রাম আন্দোলনের সময় অপর্ণা বুদ্ধদেব ভট্টাচার্যের বিরুদ্ধে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কৃষক আন্দোলনকে সমর্থন করেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে সিঙ্গুর – নন্দীগ্রাম আন্দোলনে সিপিএম সরকারের বিরোধিতা করলেও অপর্ণা যে তৃণমূল ঘনিষ্ঠ এমন নয়। সুতরাং, এই পরিস্থিতিতে আর জি করের আন্দোলনকে সংহতি জানানোই গুরুত্ব পেয়েছে বামেদের কাছে। সূত্রের খবর, গত ২৩ আগস্ট অনুষ্ঠিত বৈঠকে বাম নেতৃত্ব আর জি কর আন্দোলনে অপর্ণাদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। সেখানেই ঠিক হয়েছে এমন কোন মন্তব্য করা যাবে না যাতে আন্দোলনের উপর নেতিবাচক প্রভাব পড়ে। সেকারনেই সেলিম ছাত্র – যুবদের সতর্ক করলেন বলে মনে করছে রাজনৈতিক মহল।