Saif Ali Khan: করিনাকে বিয়ে করাই কাল হল! সাইফ আলি খানকে খুনের হুমকি

Published On:

বিক্রম ব্যানার্জী: করিনা কাপুরকে(Kareena Kapoor Khan) বিয়ে করাই কাল হল বলিউড অভিনেতা সাইফ আলি খানের(Saif Ali Khan)! কেন হঠাৎ এমন প্রসঙ্গ? একজন মুসলিম যুবক হয়ে হিন্দু পরিবারের মেয়ে তথা করিনা কাপুরকে বিয়ে করায় খুনের হুমকি দেওয়া হয়েছিল বলিউড স্টার সাইফ আলি খানকে। যেই কথা ক্যামেরার মুখোমুখি হয়ে জানিয়েছেন খোদ অভিনেতা নিজেই।

আজ থেকে প্রায় 12 বছর আগে এক রঙিন দিনে কাপুর ও খান পরিবারের সম্মতি নিয়েই সাত পাকে বাঁধা পড়েছিলেন বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি সাইফ-করিনা। তবে জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও বাঁধা এসেছিল বলিউড অভিনেতার জীবনে। জানা যায়, করিনা কাপুরের বাবা রণধির কাপুরের কাছে কোনও এক অজানা ব্যক্তির তরফে চিঠি এসে পৌঁছায়।

যাতে লেখা ছিল, ‘এই বিয়ে হলে দুই পরিবার ক্ষতিগ্রস্ত হবে, সাইফের সাথে করিনার বিয়ের মন্ডপে হামলা চলবে।’ তবে প্রাণ নাশের হুমকি পেয়েও নিজের প্রিয়তমাকে বিয়ে করেছিলেন সাইফ। এই প্রসঙ্গে অভিনেতা জানান, ‘তার বাবা পতৌদি ও মা শর্মিলার বিয়ের সময়েও একই ঘটনার সাক্ষী হয়েছিল খান পরিবার।’

সাইফ আরও বলেন, ‘বাবা মায়ের পর তার এবং করিনার বিয়েতেও একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে। তবে সেখানেই বিষয়টি থেমে থাকেনি। করিনাকে বিয়ে করার পর তার শ্বশুরমশাইয়ের কাছে একাধিক খুনের হুমকি মিশ্রিত চিঠি এসেছিল।’ তবে সেই সব ঘটনা উড়িয়ে দিয়ে স্ত্রী-সন্তানদের নিয়ে সুখে সংসার করছেন বলিউড অভিনেতা সাইফ আলি খান।

আরও পড়ুন: পানশালায় দুষ্কৃতি হামলা, নিহত 10