Naga Chaitanya-Sobhita: নাগার ভবিষ্যত সঙ্গী শোভিতা আসলে কে? তাঁদের বয়সের পার্থক্য জানলে আকাশ থেকে পড়বেন

Published On:

Naga Chaitanya-Sobhita: সামন্থার পর শোভিতাকে মন দিয়েছেন নাগা চৈতন্য। জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন নাগার্জুন পুত্র। আজ বৃহস্পতিবার, ৮ অগস্ট শোভিতা ধুলিপালার সঙ্গে বাগদান সেরেছেন এই অভিনেতা। আজ সকালেই একে অপরকে বাগদানের আংটি পরিয়েছেন। এই সুখবরটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন নাগার বাবা নাগার্জুন নিজেই। তাহলে চলুন জেনে নিই, এই শোভিতা কে।

শোভিতা ধুলিপালা আসলে কে?

শোভিতা ধুলিপালা অভিনয় জগতে বেশ সক্রিয়। তিনি একজন সফল মডেল। এর পাশাপাশি শোভিতা একজন ফ্যাশন আইকনও। সাফল্যের মধ্য গগনে রয়েছেন নায়িকা। 2013 সালে ফিলিপাইনে মিস আর্থে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন তিনিই। যদিও তিনি শীর্ষ 20 তে জায়গা করে নিতে পারেননি। এখনও পর্যন্ত, তিনি মিস ফটোজেনিক এবং মিস বিউটি এর মতো সাব-টাইটেল জিতেছেন। এছাড়াও, তিনি 2014 সালে কিংফিশার ক্যালেন্ডারে নজর কেড়েছিলেন। 2016 সালে ভিকি কৌশলের ছবি ‘রমন রাঘব 2.0’ দিয়ে আত্মপ্রকাশ করেছিলেন শোভিতা। এ ছাড়া ‘কালাকান্দি’, ‘শেফ’ শামিলের মতো ছবিতে দেখা গিয়েছে তাঁকে। শোভিতা 2018 সালে একটি তেলেগু ছবি ‘গুডচারি’ দিয়ে টলিউডে আত্মপ্রকাশ করেন।

দুজনের বয়সের পার্থক্য কত

নাগা চৈতন্য দক্ষিণের বিখ্যাত ফিল্মি পরিবারের ছেলে। তাঁর বাবা নাগার্জুনও একজন দুপরিচিত সুপারস্টার। নাগার্জুন এবং শোভিতার(Naga Chaitanya-Sobhita) বয়সের পার্থক্য সম্পর্কে কথা বলতে গেলে, তাঁদের বয়সের মধ্যে প্রায় পাঁচ বছরের পার্থক্য রয়েছে। তথ্য অনুসারে, শোভিতা ধুলিপালা 31 মে 1992 সালে অন্ধ্র প্রদেশের তেনালির একটি তেলেগু পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। সেই অনুযায়ী তাঁর বর্তমান বয়স 32 বছর। অন্যদিকে, 23 নভেম্বর 1986 সালে পৃথিবীর আলো দেখেছিলেন নাগা চৈতন্যে। তাঁর বয়স এখন 37 বছর।

শোভিতা হলিউডে অভিষেক করতে চলেছেন

শোভিতা অভিনয়ের পাশাপাশি মডেলিং থেকেও বেশ ভাল আয় করেন। তার মোট সম্পদের পরিমাণ প্রায় ৭ থেকে ১০ কোটি টাকা। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, নাগা চৈতন্যের মোট সম্পত্তি প্রায় ১৫৪ কোটি টাকা। এই অনুসারে, উভয়ের সম্পত্তির মোট মূল্য ১৬০ কোটি টাকার বেশি। বলিউড-টলিউডে আত্মপ্রকাশ করার পর, শোভিতা ধুলিপালা ২০১৯ সালে নেটফ্লিক্স সিরিজ ‘মেড ইন হেভেন’ দিয়ে ওটিটি প্ল্যাটফর্মে আত্মপ্রকাশ করেছিলেন। খুব শীঘ্রই দেব প্যাটেল পরিচালিত হলিউড সিনেমা ‘দ্য মাঙ্কি ম্যান’-এর হলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন শোভিতা ধুলিপালা।

আরও পড়ুনঃ দুঃস্বপ্নে পরিণত হয়েছিল শাম্মি-মমতাজের রোম্যান্স, কেন বিয়ে করতে পারলেন না? কি এমন ঘটেছিল?

প্রসঙ্গত, এই নিয়ে নাগা চৈতন্য দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। ২০১৭ সালের শুরুতে, তিনি সামান্থা রুথকে বিয়ে করেছিলেন, কিন্তু সংসার টেকেনি। ২০২১ সালেই তাঁদের বিবাহবিচ্ছেদ হয়েছিল। এবার নাগার্জুনের সঙ্গী হতে চলেছেন শোভিতা(NagaChaitanya-Sobhita)।

“We are delighted to announce the engagement of our son, Naga Chaitanya, to Sobhita Dhulipala, which took place this morning at 9:42 a.m.!!
We are overjoyed to welcome her into our family.
Congratulations to the happy couple!
Wishing them a lifetime of love and happiness. 💐… pic.twitter.com/buiBGa52lD— Nagarjuna Akkineni (@iamnagarjuna) August 8, 2024