বিক্রম ব্যানার্জী: বাংলা টলিউড ইন্ডাস্ট্রিতে একটা সময়ে একচ্ছত্র আধিপত্য ছিল তাঁর। অভিনেত্রীর রূপের ছটা মোহিত করেছে বহু ভক্ত হৃদয়কে। তবে প্রথম সন্তানের মা হওয়ার পর থেকেই দায়িত্বের বোঝা আরও বাড়তে থাকে নায়িকার কাঁধে। যার প্রভাব নাকি অনেকটাই দুর্বল করেছে অভিনেত্রীর অভিনয় কেরিয়ারকে। তবে সব ভুলে সিনেমার আড়ালে থেকেও মায়ের দায়িত্ব পালন করে গিয়েছেন কোয়েল মল্লিক(Koel Mallick)। বড় হয়ে উঠেছে ছোট্ট কবীরও। তবে এসবের মধ্যেই ফের খুশির খবর দিলেন কোয়েল। শনিবার সমাজ মাধ্যমে দ্বিতীয় সন্তানের মা হওয়ার খবর ভাগ করে নিলেন রঞ্জিত কন্যা(Koel Mallick)।
অভিনেত্রীর শরীরে যে আরও একটি প্রাণ বড় হয়ে উঠছে একথা প্রথম জানা গিয়েছিল চলতি বছর দুর্গাপুজোর শুরুতেই। সেদিন অভিনেত্রীর ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে ভেসে আসা পোস্ট জানান দিয়েছিল ক্রমশ বড় হয়ে উঠছে কোয়েলের পরিবার। খুব শীঘ্রই বড় দাদা হতে চলেছে কবীর। অভিনেত্রী লিখেছিলেন, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি আমাদের পরিবার বড় হচ্ছে। খুব জলদিই কবীর বড় ভাই হতে চলেছে। আপনাদের থেকে ভালবাসা আর শুভকামনা প্রয়োজন এই সময়ে’ প্রথম সুখবর সমাজমাধ্যমের ছোঁয়া পেতেই তীব্র উন্মাদনা চোখে পড়েছিল কোয়েল ভক্তদের মধ্যে।
এরপরই মল্লিক বাড়ির পুজোতে মেতে ওঠেন অভিনেত্রী। বিভিন্ন সময়ে নায়িকার বেবিবাম্পসহ নানান রঙিন মুহূর্তে দৃশ্য সমাজ মাধ্যমে জায়গা করে নিয়েছিল। এই সময়ে মেয়েকে চোখে চোখে রেখেছিলেন বাবা রঞ্জিত মল্লিক। নেট দুনিয়ার কোয়েল ভক্তরা হাপিত্যেশ করে বসে ছিলেন কবে সুখবর আসবে প্রিয় তারকার তরফে। এবার সেই অপেক্ষার অবসান ঘটালেন মিতিন মাসি। শনিবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ডিজিটাল কার্ড পোস্ট করেন কোয়েল। যেখানে লেখা আছে, ‘উই আর ব্লেসড উইথ আ বেবি গার্ল। কার্ডটিতে বড় হরফে লেখা 14.12.24। কোয়েল এবং নিসপালের তরফ থেকে শুভেচ্ছা।’
আরও পড়ুন: আল্লুর গ্রেফতারি নিয়ে কেন চুপ রাশমিকা? প্রশ্নে জল ঢেলে নীরবতা ভাঙলেন অভিনেত্রী